কেন্দ্র সরকারের ন্যাশনাল স্কলারশিপ ছাত্রছাত্রীরা পাবে ৫০০০০ টাকা, আবেদন পদ্ধতি :-
কেন্দ্র সরকারের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হল ন্যাশনাল স্কলারশিপ (National Scholarship) বা NSP স্কলারশিপ। রাজ্য সরকার যেরকম অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পড়াশোনার জন্য নানান স্কলারশিপের সুবিধা প্রদান করে সেরকম কেন্দ্র সরকারও পড়ুয়াদের নানান স্কলারশিপ প্রদান করে।
এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। কেন্দ্র সরকার এই স্কলারশিপ এর মাধ্যমে প্রতিটি পড়ুয়াকে ১০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে।
আজকে আমরা জানবো ন্যাশনাল স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন(Eligibility
Criteria), সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়া(Online Application Process) সহ বিস্তারিত তথ্য।
ন্যাশনাল স্কলারশিপ ২০২৩ (National
Scholarship)
ন্যাশনাল স্কলারশিপটি হল একটি সরকারের স্কলারশিপ যা কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত। কেন্দ্র সরকারের শিক্ষা মন্ত্রকের একটি প্রোগ্রাম হল ন্যাশনাল স্কলারশপ। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য দেশের সমস্ত মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য আর্থিকভাবে সহায়তা করা। এই স্কলারশিপটির ৩ টি বিভাগ রয়েছে।
প্রি ম্যাট্রিক স্কলারশিপ,
পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ,
মেরিট স্কলারশিপ।
বৃত্তির পরিমাণ (Scholarship Amount)
ন্যাশনাল স্কলারশিপ পড়ুয়া কোন ক্লাসে পড়ে তার ভিত্তিতে দেওয়া হয় এবং কলেজ পড়ুয়ার ক্ষেত্রে পড়ুয়া কোর্স নিয়ে পড়ছে তার ওপর ভিত্তি করে এই স্কলারশিপ দেওয়া হয়। কেন্দ্র সরকার ন্যাশনাল স্কলারশিপের মাধ্যমে প্রতিটি পড়ুয়াকে ১০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে।
ন্যাশনাল স্কলারশিপে আবেদনের যোগ্যতা (Eligibility Criteria)
ন্যাশনাল স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের কয়েকটি যোগ্যতার প্রয়োজন। শুধুমাত্র যোগ্য ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপের সুবিধা লাভ করবে।
ছাত্র-ছাত্রীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
ছাত্র-ছাত্রীকে অবশ্যই দেশের যেকোনো স্বীকৃত বিদ্যালয় বা কলেজে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
পড়ুয়ার পরিবারের পারিবারিক বার্ষিক ইনকাম ২.৫ লক্ষ টাকার কম হবে।
আবেদনকারীর শেষ পরীক্ষায় একাডেমিক নম্বর ৫০ শতাংশ বা তার বেশি হতে হবে।
ন্যাশনাল স্কলারশিপে আবেদন প্রক্রিয়া (NSP Scholarship Online
Application)
যোগ্য আবেদনকারীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। পড়ুয়ারা National Scholarship Portal এর মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে। এছাড়াও পড়ুয়ারা National Scholarship Portal এ নিজেদের প্রোফাইল লগইন করে স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবে।
প্রয়োজনীয় নথীপত্র (Required Document)
ন্যাশনাল স্কলারশিপে আবেদন করার সময় পড়ুয়াদের কয়েকটি ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে।
আবেদনকারীর শেষ পরীক্ষার মার্কশীট।
আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
পড়ুয়ার নিজস্ব আধার কার্ড।
আবেদনকারী সম্প্রতি রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ।
আবেদনের সময়সীমা (NSP Scholarship Application Date 2023)
২০২৩-২৪ শিক্ষাবর্ষের পড়ুয়াদের জন্য ন্যাশনাল স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। প্রত্যেক বছর এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া আগস্ট মাস নাগাদ শুরু হয়, সেই সূত্রে এবছরও এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া আগস্ট মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
0 Comments