‘আমার দিশা’ রাজ্য সরকারের নতুন প্রকল্প পাবেন অনেক সুবিধা, কীভাবে অনলাইনে আবেদন করবেন:

 ‘আমার দিশা’ রাজ্য সরকারের নতুন প্রকল্প পাবেন অনেক সুবিধা, কীভাবে অনলাইনে আবেদন করবেন:

Amar Karmadisha WB Govt New Scheme: বর্তমানে চাকরির যা হাল তাতে করে দিশা হারাচ্ছে রাজ্যের মানুষ পড়াশোনার প্রতিও আগ্রহ কমছে রাজ্যের যুবকদের দীর্ঘদিন সেভাবে রাজ্যে চাকরির পরীক্ষা নেই যে পরীক্ষাগুলি হচ্ছে তাতে প্রতিযোগীর সংখ্যা মাত্মারিক্ত অনেকেই তাই রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে কাজের জন্য পাড়ি দিচ্ছে অবস্থায় রাজ্যের মানুষদের জন্য বিশেষ করে বেকার যুবক যুবতীদের জন্য দুর্দান্ত এক প্রকল্প আনলেন রাজ্য সরকার

রাজ্যের আর কোনো যুবক যুবতী থাকবে না বেকার তাদের জন্য কাজের ব্যবস্থা করবেন রাজ্য সরকার সে জন্য এক বিশেষ প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের সরকার এই প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্যের ছেলে মেয়েদের ট্রেনিং দিয়ে যোগ্য করে তোলা হবে এবং কর্মের দিশা দেখাবে কী এই প্রকল্প? এই প্রকল্পের সুবিধা গুলি কী কী? কীভাবে এই প্রকল্পের সুবিধা নেওয়া যাবেসেই সমস্ত বিষয় নিয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করা হয়েছে

Aamar Disha: রাজ্য সরকারের কর্মসংস্থান প্রকল্প

রাজ্য সরকার ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা নিতে এর আগে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এর আগেস্কিল ডেভলপমেন্টট্রেনিংও চালু করেছিল রাজ্য সরকার তবে এবার রাজ্যের ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করে দিতে নতুন এক প্রকল্প চালু করলো রাজ্য সরকার এই প্রকল্পের নামআমার কর্মদিশা রাজ্যের কারিগরী শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই প্রকল্প লঞ্চ করা হয়েছে

আমার কর্মদিশাপ্রকল্পের সুবিধা

রাজ্য সরকার রাজ্যের ছেলে মেয়েদের কর্মসংস্থান করে দিতে এই বিশেষ প্রকল্প এনেছে

এর মাধ্যমে রাজ্যের বড় বড় সংস্থায় ট্রেনিং এর ব্যবস্থা করা হবে

কাজ পাওয়ার জন্য যে সব দক্ষতা প্রয়োজন তা শেখানো হবে

পলিটেকনিক আইটিআই সহ আরো অনেক প্রতিষ্ঠানে কারিগরী বৃত্তিমূলক শিক্ষার প্রশিক্ষণ বিশেষ সুযোগ করে দেওয়া হবে

ওয়েব এবং মোবাইল অ্যাপ থেকে নিজের পছন্দ পেশা বেছে নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হবে ১৫ বছর থেকে ৪৫ বছর বয়সী পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক এই প্রকল্পের সুবিধা নিতে পারবে

 আমার দিশাপ্রকল্পে আবেদন প্রক্রিয়া

রাজ্য সরকারের বিশেষ কর্মসূচি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প এই ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩৬টি প্রকল্পের সুবিধা পাওয়া যায়

এবার থেকেআমার দিশাপ্রকল্পেরও আবেদন করা যাবে এই ক্যাম্প থেকে আগামী ৩০শে ডিসেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার ক্যাম্প তাই যদি কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের পরামর্শ নিতে চান, তাহলে অবশ্যই নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করুন

উল্লেখ্য, এই প্রকল্প সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতেআমার কর্মদিশাঅ্যাপটি ডাউনলোড করুন কিংবা ওয়েবসাইটে গিয়েও এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পারেন

অনলাইনে বিস্তারিত জানুন আবেদন করুনhttps://amarkarmadisha.wb.gov.in/

এছাড়া ০৩৩-২৩৪০৩৫৯৭/০৩৩-২৩৪০৩৫৯৮/০৩৩-২৩৪০৩৫৯৯/০৩৩-২৩৪০৩৫৯২ এই হেল্পলাইন নম্বরে কল করে বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন

 

Post a Comment

0 Comments