প্রগতি স্কলারশিপে পড়ুয়াদের ৩০,০০০ টাকা দেবে কেন্দ্র অনলাইন আবেদন প্রক্রিয়া
Pragati Scholarship 2024: বর্তমানে আমাদের পুরো দেশ সহ রাজ্যের এমন অনেক পড়ুয়া রয়েছে যারা শুধুমাত্র অর্থের অভাবে তাদের উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। বিশেষ করে যেগুলো পেশাদারি কোর্স হয় সেই কোর্সগুলো করার ক্ষেত্রে প্রচুর টাকার প্রয়োজন হয় তাই মেধা থাকা সত্ত্বেও পড়ুয়ারা শুধুমাত্র অর্থের অভাবে তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে না।
সেই সকল মেধাবী ছাত্র-ছাত্রীদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন স্কলারশিপ দিয়ে আর্থিক সহায়তা করে। এরকমই একটি স্কলারশিপ হল “প্রগতি স্কলারশিপ” যে স্কলারশিপ টি কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয় পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য।
প্রগতি স্কলারশিপ কি? (Pragati
Scholarship 2023)
প্রগতি স্কলারশিপটি হল একটি সরকারি স্কলারশিপ যেটি কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয় এই স্কলারশিপটি পড়ুয়াদের কাছে খুবই জনপ্রিয়। প্রগতি স্কলারশিপটি AICTE (All India Council for
Technical Education) তরফ থেকে দেশের পড়ুয়াদের দেওয়া হয়ে থাকে। প্রগতি স্কলারশিপ থেকে যোগ্য পড়ুয়াদের উচ্চশিক্ষা এবং পেশাদারী কোর্স করার জন্য কেন্দ্র সরকার বার্ষিক ৩০,০০০ টাকা বৃত্তি প্রদান করে।
প্রগতি স্কলারশিপে আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন? (Eligibility Criteria)
প্রগতি স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এবার দেখে নেওয়া যাক এই স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের কি কি যোগ্যতার প্রয়োজন।
প্রগতি স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই AICTE
(All India Council for Technical Education) স্বীকৃত যেকোনো ট্যাকনিক্যাল কলেজ, আইটিআই(ITI), ডিপ্লোমা(Diploma) বা ডিগ্রি কোর্সে
(BE/B-tech) পাঠরত হতে হবে।
আবেদনকারীর যে কোর্সে প্রগতি স্কলারশিপের জন্য আবেদন করবে সেই কোর্সের পূর্বের ক্লাসে আবেদনকারীকে অবশ্যই ৬০ শতাংশ (60%) নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
কেন্দ্র সরকারের এই স্কলারশিপে শুধুমাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবে।
পড়ুয়ার পরিবারের প্রতি বছরের আয় ২ লক্ষ টাকার নিচে হতে হবে।
প্রগতি স্কলারশিপে একজন পরিবার থেকে সর্বোচ্চ ২ জন শিক্ষার্থী আবেদন করতে পারবে।
বৃত্তির পরিমাণ (Scholarship Amount)
প্রগতি স্কলারশিপে পড়য়াদের কোর্স অনুযায়ী বৃত্তি প্রদান করা হয়। নিম্নে পড়ুয়াদের কোর্স অনুযায়ী বৃত্তির পরিমাণ উল্লেখ করা হয়েছে।
নবম শ্রেণী, দশম শ্রেণী এবং আইটিআই কোর্স ➠ ১০,০০০ টাকা।
একাদশ এবং দ্বাদশ শ্রেণী ➠ ১৫,০০০ টাকা।
মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা কোর্স ➠ ২০,০০০ টাকা।
ব্যাচেলর কোর্স ➠ ৩০,০০০ টাকা।
অনলাইন আবেদন প্রক্রিয়া (Pragati
Scholarship 2023 Application Process)
প্রগতি স্কলারশিপে যোগ্য ছাত্রীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।
এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম www.aicte-india.org এই ওয়েবসাইটে যেতে হবে।
এরপর আবেদনকারীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন(Registration) প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন করার সময় আবেদনকারীকে মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ভেরিফিকেশন করতে হবে।
এরপর আবেদনকারীকে নিজের প্রোফাইল লগইন করে সম্পূর্ণ আবেদন পত্রটি পূরণ করতে হবে।
প্রয়োজনীয় তথ্য সহ আবেদন ফর্মটি পূরণ করার পাশাপাশি প্রয়োজনীয় সকল নথিপত্র আপলোড করতে হবে।
এরপর আবেদন পত্রটি জমা করার জন্য SUBMIT অপশনে ক্লিক করতে হবে।
জনপ্রিয় স্কলারশিপ:
★ Aikyashree Scholarship
2023: ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্প, আবেদনের পদ্ধতি দেখে নিন
★ NMMS স্কলারশিপ: সকল পড়ুয়াকে ১২,০০০ টাকা দিচ্ছে
কেন্দ্র সরকার, তাড়াতাড়ি আবেদন
করুন
★ National Scholarship: ছাত্রছাত্রীরা পাবে ৫০০০০ টাকা,
আবেদন পদ্ধতি জানুন
প্রগতি স্কলারশিপে প্রয়োজনীয় নথিপত্র (Required Document)
প্রগতি স্কলারশিপে অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীকে কয়েকটি নথীপত্র সঙ্গে রাখতে হবে।
নং |
প্রয়োজনীয় নথিপত্র |
১) |
আবেদনকারীর নিজস্ব আধার কার্ড। |
২) |
ভর্তির রশিদ। |
৩) |
পূর্ববর্তী ক্লাসের মার্কসিট
(Marksheet)। |
৪) |
আবেদনকারীর বাসস্থানের প্রমাণ পত্র
(Residential Proof) |
৫) |
আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট (Income Certificate) |
৬) |
আবেদনকারীর সম্প্রতি পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ। |
৭) |
ব্যাংকের পাসবুক। |
৮) |
মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি। |
★★★ চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৩-’২৪ শিক্ষাবর্ষের জন্য প্রগতি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস নাগাদ এবং আবেদন প্রক্রিয়া চলবে ডিসেম্বর পর্যন্ত।
0 Comments