HS Pass Marks: উচ্চমাধ্যমিকে কত নাম্বারে পাস কত নাম্বারে কোন গ্রেড দেখেনিন বোর্ডের নতুন নিয়ম :
স্কুল জীবনের সর্বশেষ পরীক্ষা হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষার পর ছাত্র-ছাত্রীরা নিজের ক্যারিয়ারের লক্ষ্য যাত্রা শুরু করে। উচ্চমাধ্যমিকের পর সকলেই নিজের পছন্দ মতো কোর্সে উচ্চশিক্ষায় পড়তে চাই কিন্তু নিজের পছন্দমত কোর্সে পড়াশোনার জন্য উচ্চমাধ্যমিকে নির্দিষ্ট নাম্বার পেতে হয়। এছাড়াও বিভিন্ন চাকরির ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের নাম্বার খুবই গুরুত্বপূর্ণ।
আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে উচ্চমাধ্যমিকে পাস নাম্বার কত? কত নাম্বার পেলে কোন গ্রেড ভাবে ছাত্রছাত্রীরা। উচ্চমাধ্যমিকের নাম্বার নিয়ে সবিস্তারে আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে।
পরীক্ষার নাম |
উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS) |
বোর্ড |
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ |
অফিসিয়াল ওয়েবসাইট |
https://wbchse.wb.gov.in/ |
হেল্পলাইন নাম্বার |
2359-6526/2337-4984 |
উচ্চমাধ্যমিকে পাশ নাম্বার কত?
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ৫টি মূল বিষয় থাকে এবং একটি ফোর্থ সাবজেক্ট থাকে। উচ্চ মাধ্যমিকের নাম্বার গণনার সময় ফোর্থ সাবজেক্টের নাম্বার গণনা করা হয় না। ছাত্র-ছাত্রীরা যে বিষয়টিতে কম নাম্বার পায় সেটি ফোর্থ সাবজেক্ট হিসেবে গণ্য করা হয় (বাংলা এবং ইংরেজি ব্যতীত)। শুধুমাত্র ৫টি মূল বিষয়ের নাম্বার গণনা করা হয়। উচ্চ মাধ্যমিকের যেকোনো বিষয়ের পূর্ণমান হলো 100 নম্বর। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় মোট 500 নাম্বারের হয়।
উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ের ১০০ নাম্বার দুটি ভাগে বিভক্ত একটি হল লিখিত পরীক্ষার নাম্বার এবং অপরটি হল প্রাক্টিক্যাল বা প্রজেক্টের নাম্বার। যে সকল সাবজেক্টের প্রাকটিক্যাল হয় (যেমন:- ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি) সেই সকল বিষয়ের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের মোট নাম্বার হল ৩০ এবং লিখিত পরীক্ষার নাম্বার হল ৭০। এবং যে সকল বিষয়ের প্র্যাকটিক্যাল হয় না (যেমন:- বাংলা, ইংরেজি, গনিত ইত্যাদি) সেই সকল বিষয়ের প্রজেক্ট এর মোট নাম্বার ২০ এবং লিখিত পরীক্ষার মোট নাম্বার ৮০।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের অবশ্যই প্রাক্টিক্যাল, প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা প্রত্যেকটি পরীক্ষায় আলাদা আলাদাভাবে ৩০ শতাংশ নাম্বার পেতে হবে। যে যে বিষয়গুলির ৩০ নম্বরের প্রাকটিক্যাল ও প্রজেক্ট রয়েছে সে সকল বিষয় গুলিতে প্রাকটিক্যাল এবং প্রজেক্টে ৩০ নাম্বারের ৩০ শতাংশ অর্থাৎ ৯ পেতে হবে। এবং লিখিত ৭০ নম্বরের পরীক্ষায় ৩০ শতাংশ অর্থাৎ ২১ নম্বর পেতে হবে উচ্চমাধ্যমিকে পাস করার জন্য। এক্ষেত্রে উচ্চমাধ্যমিকে এই বিষয়ে পাশ করার জন্য মোট ৩০ নম্বর পেতে হবে। যার মধ্য ২১ নাম্বার পেতে হবে লিখিত পরীক্ষায় এবং প্র্যাকটিক্যাল ও প্রজেক্টে ৯ নাম্বার পেতে হবে।
অপরপক্ষে যে বিষয়ের প্র্যাকটিক্যাল নেই শুধুমাত্র ২০ নম্বরের প্রজেক্ট রয়েছে সেই বিষয়ে প্রজেক্টে ২০ এর মধ্যে ৬ পেতে হবে। এবং লিখিত ৮০ নাম্বারের পরীক্ষায় ২৪ পেতে হবে। এক্ষেত্রে উচ্চমাধ্যমিকে এই বিষয়ে পাস করার জন্য ছাত্র-ছাত্রীদের মোট ৩০ নাম্বার পেতে হবে যার মধ্যে লিখিত পরীক্ষায় ২৪ নম্বর এবং প্রজেক্টে ৬ নাম্বার পেতে হবে।
উচ্চমাধ্যমিকে কত নাম্বারে কোন গ্রেড
এবার দেখে নাও যাক উচ্চমাধ্যমিকে কত নাম্বার পেলে কোন গ্রেড ভাবে ছাত্রছাত্রীরা এবং পাস করার জন্য ছাত্র-ছাত্রীদের সর্বনিম্ন কত নাম্বারের প্রয়োজন।
প্রাপ্ত নাম্বার |
গ্রেড |
পারফরম্যান্স |
৯০-১০০ |
O |
Outstanding (অসামান্য) |
৮০-৮৯ |
A+ |
Excellent (চমৎকার) |
৭০-৭৯ |
A |
Very Good (খুব ভালো) |
৬০-৬৯ |
B+ |
Good (ভালো) |
৫০-৫৯ |
B |
Satisfactory (সন্তোষজনক) |
৪০-৪৯ |
C |
Fair (ন্যায্য) |
৩০-৩৯ |
P |
Passed (পাস করেছে) |
৩০ এর কম |
F |
Failed (ব্যর্থ) |
সামগ্রিক গ্রেড (Overall Grade)
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা ৫০০ এর মধ্য যত নাম্বার পাবে সেই নাম্বারকে ৫ দিয়ে ভাগ করলে যে নাম্বার পাওয়া যায় সেটিকে গ্রেডে প্রকাশ করলে তা হল সামগ্রিক গ্রেড। যদি কোন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪০০ পায় তাহলে, ৪০০ কে ৫ দিয়ে ভাগ করলে হয় ৮০। ছাত্র-ছাত্রীরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোন বিষয়ে ৮০ নাম্বার পায় তাহলে তার গ্রেড হয় A+। অর্থাৎ এক্ষেত্রে ওই পরীক্ষার্থী সামগ্রিক গ্রেড (Overall Grade) হবে A+।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট » https://wbchse.wb.gov.in/
0 Comments