লং মার্চ?

 

  • লং মার্চ?

উত্তর ১৯৩৪ খ্রিস্টাব্দের অক্টোবর থেকে ১৯৩৫ খ্রিস্টাব্দের অক্টোবর পর্যন্ত মাও-জে-দং, চু-তে, নিউ-সোচেউ-লিং পিয়াং প্রভৃতি নেতার নেতৃত্বে দীর্ঘস্থায়ী এই পদযাত্রা চিনের ইতিহাসে Long March নামে পরিচিত। এই পদযাত্রা শুরু হয় কিয়াংসি প্রদেশ থেকে ১৫ অক্টোবর ১৯৩৪ খ্রিস্টাব্দে এবং এক বৎসর পরে (অক্টোবর ১৯৩৫) পরিসমাপ্ত হয়। এই সময় সাম্যবাদীদের ঘাঁটি কিয়াংসি প্রদেশ প্রতিষ্ঠিত হয়, চিয়াং কাইশেক কমিউনিস্টদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার জন্য অভিযান প্রেরণ করেন এবং কিয়াংসি প্রদেশ অবরোধ করেন। ফলে প্রায় এক লক্ষ সাম্যবাদী অবরুদ্ধ হন। এই অবরোধ ভেঙে মাও ঐতিহাসিক পদযাত্রা শুরু করতে বাধ্য হন। এই পদযাত্রায় সাম্যবাদীরা ২৮ হাজার লি অথবা হাজার মাইল পথ অতিক্রম করেন। পদযাত্রীদের মধ্যে মাত্র হাজার গন্তব্যস্থানে সশরীরে উপনীত হতে সমর্থ হন। বিশ্বের কঠিনতম বিপদসংকুল পথ তাঁরা অতিক্রম করেছেন। বরফ ঢাকা সুউচ্চ পর্বতমালা, এশিয়ার বড়ো বড়ো নদী কোনকিছুই তাদের পরাজিত করতে পারেনি। এটা ছিল গ্রিক মহাকাব্য ওডিসির মতো, আধুনিক যুগে যার নজির মেলা ভার। লং মার্চ নিছক একটি সামরিক অভিযান ছিল না, একই সঙ্গে চিনদেশের মানুষের সঙ্গে মাওয়ের একাত্মতার দৃপ্ত ঘোষণা। ঐতিহাসিক শেনোর মতে, নতুন ধাঁচের কৃষক আন্দোলনের লক্ষ্যে ছিল পুরনো সমাজকে সমূলে উৎপাটিত করে মানবিক সম্পর্কের ভিত্তিতে নতুন সমাজ গড়ে তোলা কিয়াংসি সোভিয়েত ছিল কৃষিবিপ্লবের পথে প্রথম ধাপ এবং তা মূলত গরিব কৃষকদের সক্রিয় অংশগ্রহণের ওপর নির্ভরশীল।

Post a Comment

0 Comments