Kolkata Police Recruitment 2024: কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ! কারা যোগ্য? এইভাবে আবেদন করুন

 

Kolkata Police Recruitment 2024: কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ! কারা যোগ্য? এইভাবে আবেদন করুন





 

West Bengal Kolkata Police Constable Recruitment 2024: দীর্ঘদিন পর ফের রাজ্যজুড়ে চাকরির সুখবর যারা ইতিমধ্যে পুলিশের কনস্টেবল পদের জন্য আবেদন করতে ইচ্ছুক বা আবেদনে আগ্রহী তাদের জন্যই এই আপডেট রাজ্যের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কনস্টেবল লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য একাধিক শূন্যপদ বেরিয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতের যে কোন ইচ্ছুক প্রার্থী আবেদন করতে পারেন পুরুষ মহিলা উভয়ের জন্যই এই বিজ্ঞপ্তি প্রযোজ্য আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হল

কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগের সংক্ষিপ্ত বিবরন

নিয়োগের পদ

পুলিশ কনস্টেবল

মোট শূন্যপদ

পুরুষ লেডি কনস্টেবল মিলিয়ে মোট ৩৭৩৪ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর মধ্যে পুরুষ শূন্যপদে ৩৪৬৪ টি মহিলা শূন্যপদে ২৭০ টি শূন্যপদ আছে

কারা আবেদন করতে পারবেন

সকল পুরুষ, মহিলা সহ তৃতীয় লিঙ্গের ্যক্তি

শিক্ষাগত যোগ্যতা

কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস করতে হবে, সাথে অতিরিক্ত যোগ্যতা হিসেবে প্রার্থীকে বাংলা লিখতে বলতে পড়তে সক্ষম হতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকলেও অগ্রাধিকার পাবে

প্রার্থীর বয়সসীমা

ইচ্ছুক প্রার্থীর বয়স জানুয়ারি ২০২৪ এর মধ্যে অবশ্যই ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে। সংরক্ষণ শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের বিশেষ ছাড় আছে

আবেদনের মূল্য

সাধারন ওবিসিদের জন্য ১৭০/-
তফসিলী জাতি উপজাতির জন্য ২০/-

আবেদনের শেষ তারিখ

লা এপ্রিল ২০২৪

West Bengal Kolkata Police Constable Recruitment 2024

কারা আবেদন করবেন ?

উল্লিখিত পদে পুরুষ মহিলা প্রার্থী বাদে তৃতীয় লিঙ্গের প্রার্থীরাও আবেদন করতে পারবেন তবে সকল প্রার্থীদের আবেদনের যোগ্যতা শারীরিক যোগ্যতার মাপকাঠিতে বর্ননা করা হয়েছে

আবেদনের পদ্ধতি (Application Process) সহ গুরুত্বপূর্ণ তথ্য

ইচ্ছুক প্রার্থীদের এই পদে আবেদনের জন্য পুলিশ রিক্রুটমেন্টের অফিসিয়াল বোর্ডের পোর্টালে যেতে হবে। এরপর উল্লিখিত নির্দেশ অনুযায়ী ফর্মটি নির্ভুলভাবে পূরন করতে হবে

আবেদন মূল্য

এই পদে আবেদনের জন্য সাধারন ওবিসি প্রার্থীদের আবেদনের মূল্য বাবদ ১৫০ /- এবং প্রসেসিং ফি বাবদ ২০/- করে দিতে হবে তবে অন্যান্য তফসিলী জাতি উপজাতির প্রার্থীদের কেবল প্রসেসিং ফি এর ২০/- টাকা দিতে হবে

আবেদন শেষের তারিখ

ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই এপ্রিল ২০২৪ এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। পাশাপাশি সংশোধনের জন্য এপ্রিল অবধি পোর্টাল খোলা থাকবে

অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি

কলকাতায় পুলিশ কনস্টেবলের একাধিক শূন্যপদে পুরুষ মহিলা নিয়োগের অফিসিয়াল নোটিশ নীচে দেওয়া হয়েছে এবং আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে

অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি:

Link : https://wbpolice.gov.in/writereaddata/wbp/Information_Applicant_KP_Final_2802.pdf

কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট

Link : https://wbpolice.gov.in/

কলকাতা পুলিশে 'কনস্টেবল' 'লেডি কনস্টেবল' পদে ,৭৩৪ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। রাজ্য সরকার বা, কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনো পর্ষদ থেকে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। উচ্চশিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনের যোগ্য। বাংলা ভাষায় লিখতে, বলতে পড়তে জানতে হবে। তবে দার্জিলিং সাব-ডিভিশন কালিম্পং জেলার পার্বত্য এলাকার প্রার্থীদের বেলায় বাংলা না জানলেও হবে। সেক্ষেত্রে তাঁদের বেলায় সেখানকার অফিসিয়াল ভাষা জানতে হবে। সব ক্ষেত্রে বয়স হতে হবে --২০২৪ এর হিসাবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তপশিলীরা বছর, .বি.সি. আর রূপান্তরকামী প্রার্থীদের বেলায় বছর, সিভিক ভলান্টিয়াররা বছর বয়সে ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। অন্য রাজ্যের তপশিলী আর .বি.সি. সার্টিফিকেটধারীরা বয়সে কোনো ছাড় পাবেন না তাঁদের বেলায় 'সাধারণ প্রার্থী' হিসাবে দরখাস্ত  প্রার্থী বাছাই করবে 'পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড" "Recruitment ছেলেদের বেলায় শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৬৭ Police-2024 পরীক্ষার মাধ্যমে। 

মোট ৪টি পর্যায়ের পরীক্ষা হবে। 

to the post of Constable & Lady Constable in Kolkata সেমি; বুকের ছাতি না-ফুলিয়ে ৭৮ সেমি ফুলিয়ে ৮৩ সেমি। 

প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে। এই পরীক্ষায় সফল হলে শারীরিক হতে হবে অন্তত ৫৭ কেজি। গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী তপশিলী সক্ষমতার পরীক্ষা। তাতে সফল হলে লিখিত মেন পরীক্ষা। তারপর উপজাতিদের বেলায় লম্বায় অন্তত ১৬০ সেমি, বুকের ছাতি মা-ফুলিয়ে হবে পার্সোন্যালিটি টেস্ট। ৭৬. সেমি ফুলিয়ে ৮১ সেমি আর ওজন থাকতে হবে অন্তত ৫৩ কেজি। মেয়েদের বেলায় শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৬০ সেমি। ওজন হতে হবে অন্তত ৪৯ কেজি। গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী তপশিলী উপজাতিদের বেলায় লম্বায় অন্তত ১৫২ সেমি আর ওজন থাকতে হবে অন্তত ৪৫ কেজি। রূপান্তরকামীদের বেলায় শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৬৩ সেমি। ওজন হতে হবে অন্তত ৫২ কেজি। গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী তপশিলী উপজাতিদের বেলায় লম্বায় অন্তত ১৫৫ সেমি আর ওজন থাকতে হবে অন্তত ৪৮ কেজি। 

মূল মাইনে : ২২,৭০০ - ৫৮,৫০০ টাকা। 

 

শূন্যপদ ,৭৩৪টি। এর মধ্যে ছেলেদের জন্য ,৪৬৪টি। এর মধ্যে জেনাঃ ৫১৯, জেনাঃ .সি. ৪৪৯, জেনাঃ হোম . গার্ড ২৪৪, জেনাঃ সিভিক ভলান্টিয়ার ২৭৮, জেনাঃ খেলোয়াড় ৬৯, উঃউঃজাঃ ৬৯, তঃউঃজাঃ .সি. ৭০, তঃউঃ জাঃ হোম গার্ড ৩৪, তঃউঃজাঃ সিভিল ভলান্টিয়ার ৩৫, তঃজাঃ ৩১১, তঃজাঃ .সি. ২৪৩, _তজাঃ হোম গার্ড ১০৪,তঃজাঃ সিভিক ভলান্টিয়ার ১০৪। ..এস. ২৪২, .ডব্লু.এস..সি. ১০৫, .বি.সি. - ক্যাটেগরি ১০৪, .বি.সি.- ক্যাটেগরি .সি. ১০৪, .বি.সি. - ক্যাটেগরি হোম গার্ড ৬৯, .বি.সি.- ক্যাটেগরি সিভিক ভলান্টিয়ার ৬৯, .বি.সি.বি ক্যাটেগরি ১০৪, .বি.সি. - বি ক্যাটেগরি .সি. ৬৯, .বি.সি. - বি ক্যাটেগরি (হোম গার্ড ) ৩৫, .বি.সি. - বি ক্যাটেগরি সিভিক ভলান্টিয়ার ৩৪। মেয়েদের জন্য ২৭০টি (জেনাঃ ৩৫, জেনাঃ .সি. ৩৭, জেলাঃ হোম গার্ড ২১, জেলাঃ সিভিক ভলান্টিয়ার ২১, জেনাঃ খেলোয়াড় , . এস. ২০, ..এস. .সি. , তঃজাঃ ২৬, তঃজাঃ .সি. ১৮, তজাঃ হোম 'গার্ড , তজোঃ সিভিক ভলান্টিয়ার , তঃউঃজাঃ , তঃউঃজাঃ .সি. , তঃউঃজাঃ হোম গার্ড , তঃউঃজাঃ সিভিল ভলান্টিয়ার , .বি.সি.- ক্যাটেগরি , .বি.সি.- ক্যাটেগরি .সি. , .বি.সি.- ক্যাটেগরি হোম গার্ড , .বি.সি.- ক্যাটেগরি সিভিক ভলান্টিয়ার , .বি.সি.-বি হবে। 

ইন্টারভিউয়ে জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে প্রশ্ন করা হবে।. মেধা তালিকা তৈরির সময় লিখিত মেন পরীক্ষা ইন্টারভিউয়ে পাওয়া পরীক্ষা। ডাক্তারি পরীক্ষা হবে রাজ্য সরকারের নির্বাচিত কয়েকটি নম্বর দেখা হবে। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ডাক্তারি হাসপাতালে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতর থেকে বুকের এক্স-রে শরীরের অন্যান্য পরীক্ষা করা হবে। মনোনীত কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। হোম গার্ড হলে পুলিশ ট্রেনিং স্কুলে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। -অ্যাডমিট সিভিক ভলান্টিয়ারদের বেলায় ইন্টারভিউয়ের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া এনরোলমেন্ট সার্টিফিকেট দিতে হবে

দরখাস্ত করবেন অনলাইনে, ২৯ মার্চের মধ্যে। এই ওয়েবসাইটে  

https://prb.wb.gov.in, 

www.wbpolice.gov.in,

দরখাস্ত খুঁটিয়ে দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে

() জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ - ৪০ নম্বর

() এলিমেন্টারি ম্যাথমেটিক্স (মাধ্যমিক মানের) ৩০ নম্বর

() রিজনিং- ৩০ নম্বর। সময় থাকবে ঘণ্টা। নেগেটিভ মার্কিং আছে। ৪টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের রঙিন ফটো (১০-৫০ কে.বি. নেপালী ভাষায়। মধ্যে) সিগনেচার (-২০ কে.বি. মধ্যে) স্ক্যান করে নেবেন। ফটোর মাপ হতে হবে .×. সেমি আর সিগনেচার-.×. সে.মির মধ্যে। ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম এই পরীক্ষায় কোয়ালিফাই করলে শারীরিক মাপজোখ (ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট) শারীরিক সক্ষমতার পরীক্ষার (ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট) জন্য ডাকা হবে। শারীরিক মাপজোখের পরীক্ষায় উচ্চতা, ওজন, বয়স ইত্যাদি দেখা হবে। শারীরিক মাপজোখের পরীক্ষায় সফল হলে (কোয়ালিফাই) শারীরিক : সক্ষমতার পরীক্ষা হবে। ছেলেদের বেলায় এই পরীক্ষায় মিনিট ৩০ সেকেন্ডে ,৬০০ মিটার দৌড়তে হবে আর মেয়েদের বেলায় মিনিটে ৮০০ মিটার দৌড়তে হবে, রূপান্তরকামীদের বেলায় মিনিট ৩০ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়তে হবে। দৌড়ে একবারই সুযোগ পাবেন। দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ডিভাইসের সাহায্য নেওয়া হবে। এই পরীক্ষায় কোয়ালিফাই করলে তবে মেন পরীক্ষার জন্য ডাকা হবে। ৮৫ নম্বরের লিখিত মেন পরীক্ষায় ৮৫টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে : () জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ- ২৫ নম্বর, () ইংরিজি - ১০ নম্বর, () এলিমেন্টারি ম্যাথমেটিক্স (মাধ্যমিক মানের) - ২৫ নম্বর, () রিজনিং লজিক্যাল অ্যানালাইসিস - ২৫ নম্বর। সময় থাকবে ঘণ্টা। মেন পরীক্ষাতেও নেগেটিভ মার্কিং আছে। ৪টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা নেপালী ভাষায়।- লিখিত মেন পরীক্ষায় কোয়ালিফাই করলে ১৫ নম্বরের ইন্টারভিউ রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন পরীক্ষা ফী বাবদ ১৯৩ (তপশিলী হলে ৪৩) টাকা নেট ব্যাঙ্কিং / ডেবিট কার্ড / ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দেবেন। এরপর স্ক্যান করা ফটো সিগনেচার আপলোড করে নেবেন। অনলাইনে দরখাস্ত করার পর রেজিস্ট্রেশন নম্বর-সহ রিসিপ্ট তৈরি হয়ে যাবে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। তাতে যে রেজিস্ট্রেশন নম্বর থাকবে তা যত্ন করে রেখে দিতে হবে। এছাড়াও সহজ মিত্র কেন্দ্রের মাধ্যমে দরখাস্ত করতে পারবেন। গ্রাম পঞ্চায়েত এলাকায় কোথায় কোথায় সহজ মিত্র কেন্দ্র আছে তা S ওয়েবসাইটে জানতে পারবেন। এজন্য সহজ মিত্র কেন্দ্রের কর্মীকে How অতিরিক্ত ২৩ টাকা দিতে হবে। সহজ মিত্র কেন্দ্রের মাধ্যমে ফর্ম পুরণ করতে কোনো অসুবিধা হলে 

সরাসরি ফোন করুন এই নম্বরে: (০৩৩)- ২৩২১৪২০০

হেল্প লাইন - ১৮০০৪১৯০২৫০। 

ফর্ম পুরণ করতে কোনো অসুবিধা হলে ফোন করুন এই নম্বরে ৭০৪৪১০৮৬৮৯, ৭০৪৪১০৯৩৪৬। 

-মেল: wbprbonline@applythrunet.co.in 

ফর্ম পূরণ করার পর কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করতে পারবেন এপ্রিল থেকে এপ্রিলের মধ্যে

 

 Read More : 

Post a Comment

0 Comments