পশ্চিমবঙ্গ
সরকারের জনপ্রিয় একটি স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপটি মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা
করেন। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য
দেওয়া হয়ে থাকে। বর্তমানে আমাদের রাজ্যে এমন অনেক বড় হয়েছে যারা উচ্চশিক্ষার জন্য
স্বপ্ন দেখে কিন্তু শুধুমাত্র অর্থের অভাবে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে
পারে না। তাই রাজ্য সরকারের উদ্যোগে দরিদ্র মেধাবী পড়ুয়াদের স্বামী বিবেকানন্দ বৃত্তি প্রদান করা হয়।
প্রত্যেক বছর লক্ষাধিক ছাত্র ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করে। কোন ছাত্র-ছাত্রী যদি এই স্কলারশিপ আবেদন করে তাহলে সেই ছাত্র-ছাত্রী এই স্কলারশিপ থেকে কতদিন পর টাকা পাবে? অর্থাৎ স্বামী বিবেকানন্দ আবেদন পত্রটির বর্তমান স্ট্যাটাস কি রয়েছে তা কিভাবে মোবাইলের মাধ্যমে সহজেই জানতে পারবেন এ নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
অনলাইনের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্ট্যাটাস চেক পদ্ধতি (Status Check Online)
প্রিয় ছাত্র-ছাত্রীরা তুমি যদি তোমার মোবাইল ফোনের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে চাও তাহলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করো।
ধাপ ১ঃ প্রথমে তোমাকে তোমার মোবাইলে থাকা যেকোন ব্রাউজার থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট লিংক হল:- svmcm.wbhed.gov.in।
এ ছাড়াও সরাসরি Google অথবা Chorme এ গিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লিখে সার্চ করলে যে ওয়েবসাইটে প্রথমে আসবে সেটিতে ক্লিক করলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে ভিজিট করবে।
ধাপ ২ঃ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে আসার পর উপরের দিকে একটি অপশন দেখতে পাবে “Application
Login” বলে, এরপর সেখানে ক্লিক করতে হবে।
ধাপ ৩ঃ “Application Login” অপশনে ক্লিক করার পর তোমার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে তোমায় “Application ID”, “Password” কি সঠিকভাবে ফিলাপ করতে হবে এবং Security Code টি দেখে দেখে সঠিকভাবে নিজের বক্সে লিখতে হবে এরপর পাশে থাকা “Login” অপশনটিতে ক্লিক করতে হবে।
ধাপ ৫ঃ এরপর তুমি তোমার ছবি দেখতে পাবে এবং একটু নিচের দিকে স্ক্রল করলে “Activity” সেকশনের পাঁচ নম্বর অপশনে তুমি তোমার আবেদনপত্রের স্ট্যাটাস দেখতে পারবে। এবং তুমি “Track Application” অপশনটিতে ক্লিক করে তোমার আবেদন পত্রটি Track করতে পারবে।
উপরোক্ত ধাপ গুলি অনুসরণ করে তুমি তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবে। স্ট্যাটাস দেখে বুঝতে পারবে তোমার আবেদন পত্রটি কি অবস্থায় রয়েছে সেটি এপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে এবং তুমি কতদিন পর টাকা পেতে পারো। সব তথ্য তুমি তোমার স্কলারশিপের স্ট্যাটাস দেখে বুঝতে পারবে।
ফোন কলের মাধ্যমে স্ট্যাটাস চেকপদ্ধতি (Helpdesk)
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেক করার আরেকটি পদ্ধতি রয়েছে যে পদ্ধতিতে শুধুমাত্র ফোন কলের মাধ্যমে তুমি তোমার স্ট্যাটাস চেক করতে পারবে।
ধাপ ১ঃ প্রথমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্পলাইন নম্বরে কল
করতে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্পলাইন নাম্বার হল 18001028014।
হেল্পলাইনে অবশ্যই তোমাকে অফিস টাইমে ফোন করতে হবে অর্থাৎ সকাল ১১ টার থেকে বিকেল ৪ টার মধ্যে কল করতে হবে এবং তোমাকে অবশ্যই ছুটির দিন বাদে হেল্পলাইনে কল করতে হবে।
ধাপ ৩ঃ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্পলাইন নাম্বারে কল করলে অনেকগুলি অপশন সম্পর্কে জানতে চাওয়া হবে সেখানে বলবে “স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে জানতে ১ ক্লিক করুন” এরপর তোমাকে ১ ক্লিক করতে হবে।
ধাপ ৩ঃ এরপর হেল্পলাইন থেকে তোমাকে তোমার নাম এবং এপ্লিকেশন আইডি জানতে চাওয়া হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্পলাইনে তোমার নাম এবং অ্যাপ্লিকেশন আইডি বললে তারা তোমার স্কলারশিপের স্ট্যাটাস জানিয়ে দেবে। এছাড়াও তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্পলাইন থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আরোও অন্যান্য তথ্য জানার থাকলে খুব সহজেই সেগুলো জেনে নিতে পারবে।
প্রিয় ছাত্র ছাত্রীরা আজ তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেক করার দুটি পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করলাম। আজকের এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং তারা যাতে জানতে পারে তাদের স্কলারশিপের স্ট্যাটাস কি রয়েছে।
0 Comments