ঠান্ডা যুদ্ধ উদ্ভবের দায়িত্ব। অথবা ঠান্ডা লড়াই?

 

ঠান্ডা যুদ্ধ উদ্ভবের দায়িত্ব। অথবা ঠান্ডা লড়াই?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বে দুই শিবিরের মধ্যে যে বিরোধ প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয় তা ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার নামে পরিচিত। ১৯১৭ খ্রিঃ প্রখ্যাত মার্কিন ভাষ্যকার চিন্তাবিদ ওয়াল্টার লিপম্যান তাঁর রচিত গ্রন্থ 'The Cold War'- প্রথম Cold War শব্দটি চয়ন করেছিলেন। পরে এই শব্দটি যুদ্ধোত্তর যুগে স্নায়ুযুদ্ধ সম্পর্কে ব্যবহৃত হয়। ঠান্ডাযুদ্ধের প্রকৃত চরিত্র কী এবং কার দায়বদ্ধতা বেশি সেই বিষয়ে ইতিহাসবিদ রাষ্ট্রবিজ্ঞানী মহলে পরস্পর বিরোধী ধ্যান ধারণা পরিলক্ষিত হয়। আলোচনার সুবিধার্থে ঠান্ডা লড়াই-এর চরিত্র সম্পর্কে ইতিহাস চর্চাকে তিনটি শ্রেণিতে পংক্তিবদ্ধ করা যেতে পারে। এগুলি হল-

. চিরায়ত ভাষ্য . সংশোধনবাদী ব্যাখ্যা , বাস্তববাদী ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যানুসারে সংঘাতের চরিত্র ছিল মূলত আদর্শগত এবং এর জন্য সোভিয়েত ইউনিয়নের একনায়কতন্ত্রী রাষ্ট্র ব্যবস্থা সাম্যবাদী মতাদর্শ দায়ী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের মনে সোভিয়েত ইউনিয়নের আচার আচরণ সম্পর্কে সন্দেহ সৃষ্টি হয়। মার্কিন নৌ সচিব জেমসফরেস্টাল ১৯৪৫ খ্রিঃ জুন মাসে তাঁর ডায়েরিতে লিখেছিলেন, সাম্যবাদী সোভিয়েত রাশিয়ার পররাষ্ট্র নীতি গণতান্ত্রিক দেশগুলির মুক্তপন্থী পররাষ্ট্র নীতির চেয়ে পৃথক ধরনের,কারণ একনায়কতন্ত্রী রাষ্ট্র বলপ্রয়োগের মাধ্যমে তার আভ্যন্তরীণ বৈদেশিক নীতি অনুসরণ করতে আগ্রহী। সোভিয়েত নেতৃত্বে আদর্শগত প্রয়োজনের তাগিদে সংঘাতের অবতারণা করে।

দ্বিতীয় ভাষ্য অনুসারে সংঘাতের মূলে ছিল অর্থনৈতিক প্রভুত্ব কায়েম করায় মার্কিন যুক্তরাষ্ট্রকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যদিও ষাটের দশক থেকে ঠান্ডা যুদ্ধের চরিত্র দায়িত্ব নিয়ে সংশোধনবাদী ব্যাখ্যা প্রচলিত হয়। কিন্তু বিষয়ে পথিকৃৎ ছিলেন ওয়াল্টার লিপম্যান। ১৯৪৭ খ্রিঃ প্রকাশিত “The Cold War' গ্রন্থে জর্জ এফ কেন্নানের সোভিয়েত বিরোধী বেষ্টনী তত্ত্বকে নস্যাৎ করার উদ্দেশ্য নিয়ে লিপম্যান দেখিয়েছেন, মহাশক্তিমান মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে রাশিয়ার উপস্থাপিত বক্তব্যকে সংশোধনবাদী ঐতিহাসিকেরা সমর্থন করেন। তবে তাঁদের ব্যাখ্যায় সংঘাত নিছক রাজনৈতিক ছিল না। এর মূলে ছিল অর্থনৈতিক উদ্দেশ্য।

তৃতীয় ব্যাখ্যানুসারে সংঘাতের কারণ ছিল শক্তির রাজনীতি বিশেষ প্রভাবাধীন অঞ্চল স্থাপনে সোভিয়েত তৎপরতা এবং এর প্রত্যুত্তর শক্তি সাম্য বজায় রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া বেষ্টনী নীতির অবতারণা। চিরায়ত সংশোধনবাদী ঐতিহাসিকগণ পরস্পর বিরোধী ধারণা ব্যক্ত করেছেন। এই দুইয়ের মধ্যে মধ্যবর্তী অবস্থান গ্রহণ করেছেন বাস্তববাদী ব্যাখ্যার প্রবক্তাগণ। তাঁরা সংশোধনবাদীদের মতো মার্কিন বেষ্টনী নীতিকে নস্যাৎ করেননি, তাঁদের চোখে এর প্রয়োজন ছিল। আবার চিরায়ত ব্যাখ্যার সমর্থকদের মতো কট্টর নৈতিক আদর্শবাদী মনোভাব গ্রহণ করেননি। জাতীয় স্বার্থের সংঘাত, শক্তির প্রতিদ্বন্দ্বিতা শক্তি সাম্য নীতির দৃষ্টিকোণ থেকে তারা ঠান্ডা লডাই-এর আগমন তার চরিত্র তুলে ধরেছেন। তারা একতরফাভাবে কোনও পক্ষকে শুধুমাত্র দায়ী করেননি। দুই পক্ষই সীমিত উদ্দেশ্য নিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতে চেয়েছিল। কিন্তু পৌনঃপুনিকভাবে সংঘাতের ক্ষেত্র প্রসারিত হয় এবং ঠান্ডাযুদ্ধ এক ভিন্ন চরিত্র দান করে।

Post a Comment

0 Comments