দাঁতাৎ?

 

  • দাঁতাৎ?

আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে দাঁতাৎ একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে পরিগণিত হয়ে থাকে। দাঁতাৎ সম্পর্কে আলোচনার আগে দাঁতাৎ বলতে সঠিকভাবে কী বোঝায়- তা আলোচনা করে দেখা প্রয়োজন। দাঁতাৎ একটি ফরাসি শব্দ যার অর্থ হল উত্তেজনার প্রশমন বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দাঁতাৎ বলতে দুই বা ততোধিক শত্রুভাবাপন্ন দেশের মধ্যে উত্তেজনা হ্রাস এবং বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের বিষয়কে বোঝায়। ১৯৫০-এর দশকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ফরাসি প্রেসিডেন্ট দ্য গল এই শব্দটি প্রথম প্রয়োগ করেন। তিনি আশা করেছিলেন যে, পূর্ব-পশ্চিমের মধ্যে সম্পর্ক নানাবিধ কারণের মধ্য দিয়ে স্বাভাবিক হয়ে আসবে। তবে সুনির্দিষ্টভাবে দাঁতাৎ শব্দটি ষাটের দশকের শেষ থেকে সোভিয়েত ইউনিয়ন .মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের বিষয়টিকে বোঝান হয়ে থাকে। কোরল বেলের মতে, দাঁতাৎ ইচ্ছাকৃতভাবে উত্তেজনা হ্রাস করে পরিস্থিতিকে স্বাভাবিক করে তোলার একটি প্রচেষ্টা হিসাবে গণ্য হতে পারে। তিনি আরো বলেছেন যে, দাতাৎ বলতে শুধুমাত্র সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য উত্তেজনা প্রশমনকে বোঝায় না। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চিনের সম্পর্কের উন্নতিকেও বোঝানো হয়ে থাকে। মার্কিন কূটনৈতিক হেনরি ফিসিঞ্জার দাঁতাৎ-কে A mode of management of adversary power বলে উল্লেখ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিকসন মার্কিন কংগ্রেসে উল্লেখ করেন যে, সোভিয়েত ইউনিয়ন প্রবল প্রতিপক্ষ হিসাবে গণ্য না করে উভয়ের মধ্যে একটি সহযোগিতা এবং বোঝাপড়ার সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন এবং এই প্রসঙ্গে তিনি দাঁতাৎ কথাটি প্রয়োগ করেন। ১৯৭০এর দশকে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়ে উঠলেও এর প্রেক্ষাপট আরও আগে থেকেই গড়ে উঠেছিল। তবে দাঁতাৎ-এর প্রেক্ষাপট মূলত পশ্চিম ইউরোপে গড়ে উঠেছিল এবং ক্রমশ অন্যান্য পাশ্চাত্য রাষ্ট্রগুলি এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে শুরু করে।

Post a Comment

0 Comments