মন্তেঙ্কু?

 

  • মন্তেঙ্কু?

যেকোনো বিপ্লবের পূর্বে মানুষের চিন্তা বা ভাবজগতে বিপ্লব আসে। ফরাসী বিপ্লবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অষ্টাদশ শতকে ফ্রান্সে একদল সাহিত্যিক দার্শনিকদের আবির্ভাব হয়। যারা ফ্রান্সের সমকালীন সমাজ, রাজনীতি, অর্থনীতি ধর্মীয় জীবনের সর্বস্তরে পরিব্যাপ্ত অনাচার দুর্নীতির তীব্র সমালোচনা করে জাতীয় জীবনে এক বৈপ্লবিক ভারতরঙ্গের সৃষ্টি করেন। তাঁদের সমালোচনার ফলেই সাধারণ মানুষ এইসব অনাচার, দুর্নীতি, বৈষম্য এবং এর পাশাপাশি তাদের নিজ অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে, তাঁদের সমালোচনার ফলে পুরনো ব্যবস্থার ভিত শিথিল হয়ে পড়ে। পেশায় আইনজীবি বিশিষ্ট ফরাসী দার্শণিক মন্তেন্ধু ছিলেন বিপ্লব বিমুখ এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক। তিনি বেশ কিছুকাল ইংল্যান্ডে বসবাস করেন এবং ইংল্যান্ডের নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের আদর্শে প্রভাবিত হন। ১৭৪৮ খ্রীঃ প্রকাশিত হয় তাঁর বিখ্যাত গ্রন্থ “The Spirit of Law” এই গ্রন্থে তিনি রাজার ইশ্বরদত্ত ক্ষমতার তীব্র সমালোচনা করেন এবং ব্যক্তিস্বাধীনতা বৃক্ষকল্পে রাষ্ট্রের শাসন আইন বিচার বিভাগের সম্পূর্ণ পৃথকীকরণের দাবি জানান। এই গ্রন্থখানি পরবর্তীকালে বিপ্লবী শাসনতন্ত্র রচনায় যথেষ্ট প্রভাব বিস্তার করে। তিনি ঘোষনা করেন যে, “একই ব্যক্তির হাতে সরকারের আইন,বিচার শাসন বিভাগের দায়িত্ব থাকলে ব্যক্তিস্বাধীনতা লোপ পাবে।তাঁর অপর গ্রন্থ ছিল ”The Persian Letters ” সেখানেও তিনি ফ্রান্সের প্রচলিত সমাজব্যবস্থা অভিজাততন্ত্র, এবং রাজতন্ত্রের বিভিন্ন দুবর্লতা ত্রুটির কঠোর সমালোচনা করেন।

Post a Comment

0 Comments