জ্যাঁ-জ্যাক রুশো/জাঁ জেকুইস রুশো? অথবা সামাজিক চুক্তি মতবাদ?

 

  • জ্যাঁ-জ্যাক রুশো/জাঁ জেকুইস রুশো
  • অথবা সামাজিক চুক্তি মতবাদ?

ফরাসি দার্শণিকদের মধ্যে সর্বাপেক্ষা বলিষ্ঠ, জনপ্রিয় প্রগতিশীল ছিলেন জাঁ জেকুইস রুশো। তাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। তাঁরঅসাম্যের সূত্রপাত' নামক গ্রন্থে তিনি দেখান যে মানুষ সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু লোভী স্বার্থপর সমাজব্যবস্থা তাকে বঞ্চিত করে। এই গ্রন্থের মাধ্যমে তিনি প্রচলিত সামাজিক বৈষম্য শ্রেণীগত অত্যাচারের মূলে কুঠারাঘাত করেন। ১৭৬২ খ্রীঃ প্রকাশিত তাঁর সর্বাপেক্ষা বিখ্যাত।সামাজিক চুক্তি' গ্রন্থে তিনি বলেন যে, জন্মের সময় মানুষ স্বাধীন, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত। এই গ্রন্থে তিনি আধুনিক গনতন্ত্র প্রজাতন্ত্রবাদের ভিত্তি স্থাপন করেন। নানা যুক্তি তর্কের মাধ্যমে তিনি রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতাকে নস্যাৎ করে দিয়ে তিনি বলেন যে, জনগণই হল রাষ্ট্র সমস্ত সার্বভৌম শক্তির উৎস। ঈশ্বর নন একদিন জনগনের ইচ্ছা অনুসারে এক চুক্রির মাধ্যমে রাজা শাসন ক্ষমতা পান। এই চুক্তির মাধ্যমেই রাজা সিংহাসনে বসেছেন। সুতরাং তিনি স্বৈরাচারী হয়ে চুক্তি লঙ্ঘন করলে প্রজাসাধারণ তাকে পদচ্যুত করতে পারবে। তাঁর এই সামাজিক চুক্তি মতবাদ রাজার দৈবস্বত্বের মূলে কুঠারাঘাত করলে প্রজাদের মনে রাজ কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের প্রেরণা যোগায়।

Post a Comment

0 Comments