ইউটিউব চ্যানেল করে সহজে আয় বাড়ান

 

ইউটিউব চ্যানেল করে সহজে আয় বাড়ান


ইউটিউব চ্যানেল থেকে আজকাল অনেকেই অনেক টাকা রোজগার করেন তাই চাকরির মন্দার বাজারে সময় নষ্ট না করে অনেকে ইউটিউবের দিকে ঝুঁকছেন আজ দেশ-বিদেশে হাজার হাজার ইউটিউবার রয়েছেন, যাঁরা নিজেদের ইউটিউব চ্যানেল থেকে এত টাকা রোজগার করছেন যে তাঁদের অন্য কোনো ভিডিও তৈরির আগে আপনার ভিডিও কোন ধরনের দর্শকদের কাছে নিয়ে যেতে চান, তা আগে ঠিক করুন এরপর সেই দর্শকদের জন্য ভিডিও তৈরি করে দর্শকদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে হবে ভিডিও তৈরির আগে উপযুক্ত বিষয় পছন্দ করুন তারপর শুধুমাত্র সেই বিষয়েই ভিডিয়ো তৈরি করুন এর ফলে দর্শকদের সঙ্গে যোগাযোগ করতে সুবিধা হবে এরপর ওই নির্দিষ্ট বিষয়ের বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করুন কাজ বা চাকরি করার দরকারই  একটি ভালো ক্যামেরা, আলো আর মাইক্রোফোন আপনার ভিডিয়োকে আরও প্রফেশনাল লুক দিতে পারে নিয়মিত ভিডিয়ো পোস্ট করতে হবে পড়ে না প্রত্যেক ভিডিয়োর সঙ্গে দিতে হবে কী-ওয়ার্ড নিজের ভিডিয়ো থেকে সোশাল মিডিয়া নিজের ব্লগিং ওয়েবসাইটে ট্রাফিক নিতে হবে  ইউটিউব থেকে রোজগারের জন্য চ্যানেলে অন্তত হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে সাবস্ক্রাইবার পিছু শুরুতে আপনি কোনো টাকা পাবেন না তবে যত বেশি সাবসক্রাইবার করাতে পারবেন, তত বেশি রোজগার করতে পারবেন

এইসব ইউটিউবার নিজেদের ইউটিউব চ্যানেলটিকেই বিজনেস হিসাবে চালিয়ে মাসে হাজার - . হাজার টাকা আয় করে চলেছেন জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্ম থেকে ডুগাররা মাসে কয়েক লাখ মার্কিন ডলার পর্যন্ত রোজগার করে থাকেন অনেকেই বেকারত্ব থেকে মুক্তি পেয়েছেন চাইলে আপনিও শুরু করতে পারেন আর ঘরে 'বসেই মাসে কয়েক লাখ টাকা আয় ইউটিউব চ্যানেলের ভিডিয়োর ভিউ সাধারণত ১০০০ হলেই আয় শুরু হয় কিন্তু ইউটিউব চ্যানেলের ভিডিয়োর ভিউ থেকে আয় বাড়াতে হলে আপনার চ্যানেলকে অবশ্যই ইউটিউব পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে হবে আর ইউটিউব চ্যানেলের ভিডিয়ো থেকে ভালো টাকা আয় করতে হলে কমপক্ষে লাখ ভিউয়ার দরকার তবে ভিউ ছাড়াও করতে পারেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে অন্যভাবেও আয় করা যায় সেক্ষেত্রে ইউটিউব থেকে আয় করার সেরা আপনি ভিডিয়োর লিংক থেকে অন্য জিনিস বিক্রি করতে হবে কিছু উপায় ইউটিউবে প্রতি হাজার ভিউতে কত টাকা পাওয়া যায়

প্রথম দিকে কড়া প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে তাই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে আপনার স্থায়ী দর্শক ইউটিউব চ্যানেলের ভিডিয়োর ভিউ থেকে আপনার আয় মূলত নির্ভর করে আপনার ভিডিয়োর কনটেন্টের ওপর বস্তুত ইউটিউব চ্যানেলের ভিডিয়োর ১০০০ ভিউয়ের ওপর ডলার বা ৮২ টাকা থেকে ২৫ ডলার বা ২০৭০ টাকা আয় হওয়া সম্ভব

তথ্য অনুযায়ী, ফিনান্স আর টেকনোপঞ্জি নিয়ে তৈরি ভিডিয়ো নির্মাতারা ইউটিউব চ্যানেলের ভিডিয়োর ভিউতে অন্যদের থেকে বেশি টাকা আয় করে থাকেন কারণ বিষয়ে বিজ্ঞাপনের সুযোগ থাকায় আয় বেশি হয় এই ভিডিয়োতে বিজ্ঞাপন দিয়ে ইউটিউবেরও লাভ হয় প্রতি মিলিয়ন ভিউয়ে আনুমানিক ১০০ থেকে ২০০ ডলার পেতে পারেন কিন্তু একই পরিমাণ ভিউ যদি ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হয়, সেক্ষেত্রে দেড় থেকে হাজার ডলারও পাওয়া যায় আর যদি সেই ভিডিয়ো কোনো কোম্পানি স্পনসর করে, তাহলে সেখান থেকেও কিছু টাকা আয় করা যায়

ইউটিউবে কোন ধরনের ভিডিয়ো মানুষ বেশি দেখেন : wikipedia.org এর দ্বারা প্রকাশ করা সর্বাধিক ভিউ হওয়া ইউটিউব চ্যানেল আর চ্যানেলের সব বিষয়ের তালিকা দেখে নেওয়া যাক এই তালিকা দেখে বুঝতে পারবেন, ইউটিউবে কী ধরনের ভিডিয়ো সবচেয়ে বেশি দর্শকরা দেখছেন

এছাড়া ইউটিউবে বেশি ভিউ পাওয়ার জন্য বেশিরভাগ ক্রিয়েটররা এইসব টপিক নিয়ে ভিডিয়ো তৈরি করে থাকেন

() মিউজিক ভিডিয়ো,

() কীভাবে কী করব (টিউটোরিয়াল),

() শীর্ষ তালিকা,

( ) শিক্ষামূলক ভিডিয়ো,

() কমেডি ভিডিয়ো,

() খাবারের রেসিপিভিডিয়ো,

() ইন্টারভিউ / প্রশ্নোত্তর,

() প্রোডাক্ট রিভিউ ভিডিয়ো,

() নিউজ মিডিয়া,

(১০) গেমপ্লে ভিডিয়ো

ভারতে সবচেয়ে ধনী ইউটিউবার কারা

() অজয় নাগর – 'ক্যারিমিনাটি' নামেই বিখ্যাত

() ভুবন বাম

() আশিস চাচলানি

ইউটিউব অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় : ব্যক্তিগত চ্যানেল তৈরি করতে সাধারণত জি-মেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে ইউটিউব ওয়েবসাইটে লগ ইন করে ইউটিউব চ্যানেল তৈরি করা যায় লগ ইনের পর প্রোফাইল আইকনে ক্লিক করে Create a Channel' অপশনে ক্লিক করুন সাধারণত আপনার জি-মেল অ্যাকাউন্টে যে নাম থাকে, সেই নামেই চ্যানেল খোলা হয়ে থাকেইউটিউব চ্যানেল খুলতে কোনো টাকা লাগে না এটা পুরোপুরি ফ্রি শুধু একটা -মেল অ্যাকাউন্ট থাকলেই হয়

শুধু ইউটিউবে দেখানো বিজ্ঞাপন থেকে রোজগার করে জীবন চালানো প্রথমদিকে ভীষণ কঠিন তাই সঙ্গে অন্য কাজ করা দরকার পরে ধাপে ধাপে রোজগার বাড়লে, এই কাজেই মন প্রাণ সঁপে দেবেন আয় বাড়াতে নিজের চ্যানেলের ভিডিয়োতে বিজ্ঞাপন দেখানোর জন্য ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিতে পারেন প্রত্যেক ভিডিয়ো থেকে রোজগারের একটি অংশ কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে ভাগ করে নেয় এই ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম

ইউটিউব স্টুডিয়ো থেকে মানিটাইজেশন বিভাগে গিয়ে চ্যানেলে বিজ্ঞাপন দেখানো সিলেক্ট করতে পারবেন এখানেই ড্যাশবোর্ডে মাসে কত রোজগার হয়েছে দেখে নিতে পারবেন

একবার প্ল্যাটফর্ম থেকে রোজগার শুরু হলে আপনি ইউটিউব প্রিমিয়ামে গিয়ে সাইন আপ করতে পারবেন এই ফিচারে আপনার সাবস্ক্রাইবার চাইলে বাড়তি টাকা খরচ করে বিজ্ঞাপন ছাড়াই আপনার চ্যানেলের ভিডিয়ো দেখতে পাবেন সাবস্ক্রাইবারদের থেকে রোজগারের দ্বিতীয় পথ হিসাবে তখন কাজ করবে এই ইউটিউব প্রিমিয়াম

ইউটিউব চ্যানেল থেকে প্রচুর টাকা যে রোজগার করা যায় আর সদর দফতর : ৯০১ চেরি অ্যাভিনিউ, স্যান ব্রুনো, ক্যালিফোর্নিয়া, আজকাল যে অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্ম, তাতে কোনো সন্দেহ নেই তবে মার্কিন যুক্তরাষ্ট্র সাফল্য নির্ভর করবে পরিশ্রম, উদ্যোগ বুদ্ধিমত্তার ওপর

Post a Comment

0 Comments