MARC data FORMAT :


MARC কথাটির অর্থ হল মেশিন রিডাবেল ক্যাটালগ। কম্পিউটার মেশিনের মাধ্যমে ক্যাটালগ এন্ট্রি গুলি প্রস্তুত করা ও তা ব্যবহার করার জন্য নির্দিষ্ট ফরম্যাটের মাধ্যমে এন্ট্রি গুলি রেকর্ড করার পদ্ধতি অর্থাৎ কম্পিউটার পাঠ্যসূচি করণ ই হলো MARC ১৯৬৫ থেকে ১৯৬৬ সালে আমেরিকার জাতীয় গ্রন্থাগার লাইব্রেরী অফ কংগ্রেস LC -MARC-I সূচনা করেন৷ পরবর্তীকালে ইহা US MARC নামে পরিচিত হয়৷ ব্রিটিশ ন্যাশনাল লাইব্রেরী পরবর্তী সময়ে UK MARC প্রকল্পের সৃষ্টি করে৷ ১৯৬৮ সালে মার্কিন সহযোগিতার ফলে NARC II প্রকল্প গৃহীত৷ এরপরে বিভিন্ন দেশে কানাডা জাপান ইত্যাদি দেশীয় MARC এর জন্ম হয়৷

MARC FORMAT এর উদ্দেশ্য-

1. গ্রন্থাগারের সকল প্রকার নথির সূচীকরণ.

2. বিভিন্ন কম্পিউটার ব্যবস্থা ব্যবহারযোগ্য হওয়া.

3. রুচি করন ছাড়া বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারযোগ্য হওয়া.

Post a Comment

0 Comments