স্পেনের গৃহযুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করুন? অথবা, আপনি কী মনে করেন স্পেনীয় গৃহযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ক্ষমতা রাজনীতির এক মঞ্চমহড়া ছিল ? অথবা, আপনি কী মনে করেন স্পেনের গৃহযুদ্ধ ছিল আন্তর্জাতিক ক্ষমতার রাজনীতির মহড়া। অথবা, স্পেনের গৃহযুদ্ধের পেক্ষাপট কী ছিল? অথবা, স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে টীকা লিখুন?

 

  • স্পেনের গৃহযুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করুন?
  • অথবা, আপনি কী মনে করেন স্পেনীয় গৃহযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ক্ষমতা রাজনীতির এক মঞ্চমহড়া ছিল ?
  • অথবা, আপনি কী মনে করেন স্পেনের গৃহযুদ্ধ ছিল আন্তর্জাতিক ক্ষমতার রাজনীতির মহড়া। অথবা, স্পেনের গৃহযুদ্ধের পেক্ষাপট কী ছিল?
  • অথবা, স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে টীকা লিখুন?

                                 ১৯৩৬ খ্রীঃ স্পেনে একটি সামরিক অভ্যুত্থান গৃহযুদ্ধে রুপান্তরিত হয়। এই যুদ্ধ তিন বছর স্থায়ী হয়েছিল। একদিকে ছিল বৈধভাবে নির্বাচিত প্রজাতান্ত্রিক সরকার এবং অপরদিকে ফ্রাঙ্কোর নেতৃত্বে সামরিক বাহিনী দক্ষিনপন্থীরা, Helen Graham ফ্যাসিস্ট দলের উত্থান এবং জার্মানিতে নাৎসী উত্থানের সঙ্গে সমজাতীয় ছিল বলে তাঁর গ্রন্থে স্পেনীয় গৃহযুদ্ধকে সামরিক অভ্যুত্থান হিসাবে গন্য করেছেন যা ইতালির উল্লেখ করেছেন। ঐতিহাসিক হবসবম অবশ্য ভিন্ন মত পোষন করেছেন। তার মতে, "The Spanish civil war not the first phase of the second world war, and the victory of General Franco who cannot even be described as fascist has global significance ” কাজেই ৩০ এর দশকে স্পেনীয় গৃহযুদ্ধ নিঃসন্দেহে আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ১৯৩১ স্পেনে প্রজাতান্ত্রিক সরকার কতগুলি সংস্কার প্রবর্তন করেন, যার দরুন দক্ষিণপন্থী এবং legalist দের দিক থেকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

১৯৩৩ এর নির্বাচনে দক্ষিণপন্থীরা জয়লাভ করলে, ১৯৩৯ এর নির্বাচনে স্পেনের রাজনৈতিক দলগুলি দুটি বিরোধী গোষ্ঠিতে বিভক্ত হয়ে পড়ে। একদিকে ছিল বাম গণতান্ত্রিক পপুলার ফ্রন্ট এবং অন্যদিকে ছিল ক্যাথলিক রাজতন্ত্রীদের মিলিত জাতীয় ফ্রন্ট। স্পেনে একদিকে গনতান্ত্রিক সমাজতান্ত্রিক জোট এবং অপর দিকে প্রতিক্রিয়াশীল একনায়কতান্ত্রিক জাতীয়তাবাদী দল যা কার্যত ইউরোপের বৃহত্তর দ্বন্দ্বের প্রতিফলনের শামিল। হগ টমাসের মতে এই কারণে স্পেনীয় গৃহযুদ্ধ সম্পর্কে আশঙ্কা করা হয়েছিল যে—‘স্পেনীয় গৃহযুদ্ধ ইউরোপে একটি বৃহৎ গৃহযুদ্ধের সূচনা করবে।

স্পেনের উপরিউক্ত পরিস্থিতির দরুন ব্রিটেন স্পেনের হস্তক্ষেপ থেকে বিরত থাকার ব্যাপারে ফ্রান্সের প্রস্তাবকে অনুমোদন করে। এছাড়া ব্রিটেনের আরেকটি উদ্দেশ্য ছিলযে পক্ষই জয়লাভ করুক না কেন তাদের সঙ্গে সুম্পর্ক বজায় রাখা। ব্রিটেন ইতালির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চেয়েছিল যা আবিসিনিয়ার ঘটনার সময় খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই জাতীয় উদ্দেশ্য সাধনের জন্য স্পেনে হস্তক্ষেপ না করার নীতি ব্রিটেনের দিক থেকে উপযুক্ত বলে মনে করা হয়েছিল। এই জাতীয় নীতি গ্রহণের পেছনে আরেকটি উদ্দেশ্য ছিলইতালি জার্মানির সম্পর্কের উন্নতির সম্ভাবনাকে যতটা সম্ভব রদ করা। ফ্রান্সের দিক থেকেও স্পেনীয় গৃহযুদ্ধে হস্তক্ষেপ না করার পিছনে কতগুলি কারণ ছিল। প্রথমত, স্পেনীয় গৃহযুদ্ধ যখন শুরু হয় সেই পর্যায়ে ব্রিটেনে লিও রুমের নেতৃত্বে পপুলার ফ্রন্ট সরকার গড়ে ওঠে। বলা হয়ে থাকে যে, মূলত ব্রিটেনের চাপে পপুলার ফ্রন্ট সরকার স্পেনের ক্ষেত্রে হস্তক্ষেপ থেকে বিরত থাকার নীতি গ্রহণ করে। কিন্তু শুধুমাত্র ব্রিটেনের চাপই নয়। ফ্রান্সের আভ্যন্তরীন কিছু বিষয়ও এই জাতীয় নীতি গ্রহণের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। ব্লুম চেয়েছিলেন বৈধ প্রজাতান্ত্রিক সরকারকে সাহায্য করতে। কিন্তু তিনি উপলব্ধি করতে সক্ষম হন যে, এর প্রভাব ফরাসি সমাজের ওপর ক্ষতিকারক হবে এবং ফরাসিদেরই দ্বিধাবিভক্ত একটি গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। করে জার্মানি ইতালি প্রথম থেকেই ফ্রাঙ্কোর পক্ষ সমর্থন করে এবং ব্যাপক সামরিক সাহায্য প্রদান করে। ইতালি একনায়কতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠা। স্পেনের আকরিক খনিজ সম্পদের ওপর কতৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যেও এরা স্পেনের ব্যাপারে হস্তক্ষেপ করেন। এছাড়া বিদ্রোহীরা জয়লাভ করলে ফ্যাসিস্ট শক্তিবর্গের পক্ষে ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার সামরিক ঘাঁটি গড়ে তোলা সম্ভব হবে বলে তারা আশা করেছিলেন। জার্মানির একটি লক্ষ্য হিসাবে বলা হয়ে থাকে যে, স্পেনীয় গৃহযুদ্ধে নতুন গড়ে তোলা জার্মাণির বিমান বাহিনীর কার্যকারিতা পরীক্ষা করে দেখার জন্য এই গৃহযুদ্ধে হস্তক্ষেপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। স্পেনের গৃহযুদ্ধের দরুন প্রথমত, প্রজাতান্ত্রিক সরকারের বিলুপ্তি ঘটে এবং ফ্রাঙ্কোর নেতৃত্বে দক্ষিণপন্থী কেনায়কতান্ত্রিক সরকার গড়ে ওঠে। ফলে ইউরোপে ফ্যাসিস্ট শক্তির প্রাধান্য প্রতিপত্তি আরও বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, স্পেনীয় গৃহযুদ্ধের ফলে জার্মানি ইতালির মধ্যে বোঝাপড়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পায়। তৃতীয়ত, স্পেনীয় গৃহযুদ্ধে ব্রিটেন ফ্রান্সের ভূমিকা সোভিয়েত ইউনিয়নকে বিশেষভাবে নিরুৎসাহ করে তোলে। কার্যত ব্রিটেন ফ্রান্সের উদ্দেশ্য সম্পর্কে সোভিয়েত ইউনিয়নের মধ্যে সংশয় এই সময় থেকে গড়ে ওঠে। চতুর্থত, স্পেনীয় গৃহযুদ্ধের মধ্য দিয়ে আরেকটি ঘটনা পরিস্ফুট হয়ে ওঠে। তা হল এই যে, ইউরোপীয় কূটনীতিতে ফ্রান্স এককভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করতে অপারগ। ফ্রান্স মূলত ব্রিটেনকে অনুসরণ করেই চলতে পারবে। স্পেনীয় গৃহযুদ্ধের সময় জার্মানির সদ্য গড়ে ওঠা বিমানবাহিনীর মহড়া দেওয়া সম্ভব হয়েছিল। স্পেনের খনিজ সম্পদ হিটলারের হস্তগত হওয়ায় হিটলারের ক্ষমতা প্রতিপত্তি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল।

Post a Comment

0 Comments