নিরস্ত্রীকরণ সম্মেলন (১৯৩৩) অথবা, নিরস্ত্রীকরণ?

 

  • নিরস্ত্রীকরণ সম্মেলন (১৯৩৩) অথবা, নিরস্ত্রীকরণ?

প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে প্রধানতম রাজনৈতিক বিষয় ছিল বিশ্বশান্তি রক্ষা এই উদ্দেশ্যে নিরাপত্তা নিরস্ত্রীকরণ সমস্যার সুষ্ঠু সমাধনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা। প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলায় যখন সমগ্র বিশ্বে অব্যাহতভাবে চলছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইলসন যুদ্ধাবসানে নিরস্ত্রীকরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি তাঁর বিখ্যাত চৌদ্দ দফা শর্তের চতুর্থ শর্তে বলেছিলেন। “Adequate guarantees given and taken that national ornaments will be reduced to the lowest poin consistent with domestic safely: হবার পর লিগ অফ নেশন্ গঠিত হলে তা চুক্তিপত্রের অষ্টম নবম ধারায় এই নিরস্ত্রীকরণের নীতি উল্লেখ করা হল এই নীতি কার্যে পরিণত করার জন্য সর্বপ্রকার চেষ্টা করার কথা বলা হয়। লিগ কাউন্সিল পরবর্তী লিগের বাইরেও নিরস্ত্রীকরণ সমস্যার সমাধানের কিছু কিছু চেষ্টাও হচ্ছিল। নিরস্ত্রীকরণ সমস্যা সমাধানের জন্য লিগের পক্ষে প্রথম দিকে বৈজ্ঞানিক ভিত্তিতে নিয়ন্ত্রণ প্রয়াস চালানো হয়। তবে এই প্রচেষ্টা সমরসজ্জার প্রসারণ নিয়ন্ত্রণ করতে পারেনি। প্রথমে নৌ বায়ু সেনাদের মধ্যে থেকে বিশেষজ্ঞদের নিয়ে একটি স্থায়ী উপদেষ্টা কমিশন গঠিত হয়। লিগ চুক্তিপত্রের নবম অনুচ্ছেদ অনুসারে স্থায়ী উপদেষ্টা কমিশন গঠনের 'মাস পরে গঠিত হয় অস্থায়ী মিশ্র কমিশন, মে ১৯২০ তে। এই কমিশন বিভিন্ন তথ্য অনুসন্ধান সংগ্রহ করতে থাকে বিভিন্ন রাষ্ট্রের সমরাস্ত্রের পরিমাণ সম্পর্কে এবং এই ক্ষেত্রে অনেকটা সময় ব্যয় করার পর সুপারিশ করে যে প্রাথমিক নিরস্ত্রীকরণের শর্ত প্রতিটি রাষ্ট্রই পূরণ করবে এবং তা সেই রাষ্ট্রের জাতীয় বাজেটের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। নিরাপত্তার প্রয়োজনে যে ন্যূনতম অস্ত্র রাখা হবে তা রাষ্ট্রের জাতীয় আয়-ব্যয়ের হিসাবের ঊর্ধ্বে যেন না হয়। অস্থায়ী মিশ্র কমিশনের ব্রিটিশ প্রতিনিধি লর্ড এশার একটি পরিকল্পনা পেশ করেন। গ্যার্থেন হার্ডির মতে এটিও ছিল গাণিতিক ধরনের অর্থাৎ mathematical type এর। লর্ড এশার প্রস্তাব দেন প্রতিটি রাষ্ট্র নির্দিষ্ট সৈন্য রাখতে পারবে। ত্রিশ হাজার সেনা নিয়ে একটি ইউনিটি গঠন করার প্রস্তাবনানুসারে স্থির হয় যে ফ্রান্স, ব্রিটেন ইটালি যথাক্রমে তিন চার ইউনিট সেনাবাহিনী রাখতে পারবে। তবে পরবর্তীতে এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ওঠে এবং সেনাবাহিনী হ্রাসের প্রথম প্রয়াস ব্যর্থ হয়ে যায়।

Post a Comment

0 Comments