লাওসের স্বাধীনতা?

 

  • লাওসের স্বাধীনতা?

 ১৯৫৪ সালে জেনিভা প্রোটোকল দ্বারা যে চারটি দেশ স্বাধীন হয়েছিল লাওস ছিল তাদের মধ্যে সর্বকনিষ্ঠ। লাওসের অবস্থা ছিল পশ্চাৎপদ। এখানে সীমিত অভিজাত শ্রেণি, যা গঠিত ছিল রাজ্য তার পরিবারবর্গ, বড়ো জমিদার এবং বৌদ্ধ পুরোহিতদের নিয়ে। লাওস সরকার স্থানীয় কমিউনিস্টদের দমন করার নীতি গ্রহণ করেছিল। ছোটো এই দেশের গোলযোগ আন্তর্জাতিক ক্ষেত্রে আশঙ্কার কারণ হয়ে উঠল। আমেরিকা যেমন লাওসিয়ান কমিউনিস্ট বিরোধীদের সমর্থন করতে লাগল। রুশ, চীনা ভিয়েতনামীরা তেমন কমিউনিস্টদের সমর্থন করল। তবে কোনো পক্ষেরই প্রধানমন্ত্রী প্রিন্স সৌভান্না মৌমার ওপর পূর্ণ আস্থা ছিল না। শান্তির আশায় তিনি নির্বাচিত হয়েছিলেন এই মাত্র।

Post a Comment

0 Comments