- ন্যাটো?
NATO
এর অর্থ North Atlantic Treaty Organization.। ট্রুম্যান ডকট্রিক ও মার্শাল পরিকল্পনা কমিউনিজমের প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হলেও আন্তজাতিক ক্ষেত্রে পর পর কতগুলি ঘটনা পাশ্চাত্য শক্তিবর্গের ক্ষেত্রে আত্মবিশ্বাসকে ক্ষুণ্ণ করেছিল। চেকোশ্লোভাকিয়ার অভ্যুত্থান, বার্লিন সংকট ইত্যাদি বিষয়গুলি কমিউনিস্ট আগ্রাসন সম্পর্কে পাশ্চাত্য শক্তিবর্গের ভীতি ও আশঙ্কাকে আরো জোরালো করে তোলে। এই পরিস্থিতিতে পশ্চিমি শক্তিবর্গ সামরিক জোটের প্রয়োজনীয়তার বিষয়টি বিশেষভাবে উপলব্ধি করে। ১৯৪৮ এর মার্চ মাসে ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, ইত্যাদি দেশগুলি ব্রাসেলস্ চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির উদ্দেশ্য ছিল যুদ্ধের সূত্রপাত হলে পরস্পর পরস্পরকে সাহায্য করবে, এই মর্মে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান সেই চুক্তিকে স্বাগত জানান। যদিও আমেরিকার ইউরোপের সঙ্গে চুক্তি স্বাক্ষরের ব্যাপারে প্রতিবন্ধকতাগুলি কাটিয়ে উঠতে পারবে কিনা সে বিষয়ে সংশয় ছিল। ১৯৪৮ এর জুনে মার্কিন সিনেট Vandenberg
Resolution পাশ করে। যার ভিত্তিতে কংগ্রেস সদস্যদের একটা বড় অংশ ব্রাসেলস চুক্তি সমর্থন করে। এই পরিস্থিতিতে বার্লিন সংকট কমিউনিস্টদের আগ্রাসনের প্রতিবন্ধকতা করার ব্যাপারে আমেরিকা সক্রিয় উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনা করে। শুধুমাত্র তাই নয়, নিরাপত্তার অভাব বোধ মার্শাল পরিকল্পনার কার্যকারিতাকে ক্ষুণ্ণ করবে বলে আশঙ্কা করা হয়। এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে তারা উপলব্ধি করে যে, শুধুমাত্র
অর্থনৈতিক সহায়তাই যথেষ্ট নয় । আমেরিকাকে সামরিক সাহায্য প্রদানের ব্যাপারেও এগিয়ে আসতে হবে। এই পটভূমি NATO গঠনের পথকে প্রশস্ত করে।
0 Comments