লুই ব্ল্যাঙ্ক।

 

  • লুই ব্ল্যাঙ্ক।

                                 লুই ব্ল্যাঙ্ক ফ্রান্সের এক দরিদ্র অথচ অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পাবর্তীকালে সুলেখক হিসাবে খ্যাতিলাভ করেন। তিনি ছিলেন ফ্রান্সের খ্যাতনামা সমাজতন্ত্রী।রিভ্যু দ্যা প্রগ্রেস'-নামক গ্রন্থে তিনি সমাজতন্ত্রের আদর্শ প্রচার করেন, প্রত্যেক শ্রমিক মজুর নিজের ক্ষমতা অনুযায়ী কাজ পাবে এবং প্রয়োজনমতো পারিশ্রমিক পাবেএই নীতির তিনি ছিলেন উগ্র প্রবক্তা। তিনি ছিলেন বাস্তববাদী সমাজতন্ত্রী, তিনি প্রচলিত রাষ্ট্র ব্যবস্থাকে অধিকতর গনতান্ত্রিক করে তার মাধ্যমে সমাজতান্ত্রিক মতবাদকে কার্যকর করার পক্ষপাতি ছিলেন। বিত্তশালী পুঁজিপতিদের নিকট আবেদন-নিবেদন করার পরিবর্তে, তিনি শ্রমজীবিদের নিকট আবেদন জানিয়েছিলেন। তিনি জানতেন যে, রাজনৈতিক ক্ষমতা লাভ না করা পর্যন্ত শ্রমিকদের সর্বাঙ্গিন উন্নতি সাধন সম্ভব নয়। এই কারণে লুই ব্লাঙ্ক গনতান্ত্রিক ভিত্তিতে ফ্রান্সের রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠন করার কথা প্রচার করেন। তিনি সামাজিক কারখানা স্থাপন করে ব্যক্তিগত মালিকানার অবসান ঘটাতে প্রয়াসী হয়েছিলেন। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। তিনি শেষ জীবনে সকলের জন্য সমান মজুরির দাবি করেছিলেন।

Post a Comment

0 Comments