ডিসেমব্রিষ্ট বিদ্রোহ?

 

ডিসেমব্রিষ্ট বিদ্রোহ?

                           ডিসেমব্রিষ্ট বিদ্রোহের মূল সংগঠন ছিল রুশ সেনাবাহিনীর কিছু পদস্থ অফিসার। তাঁদের সঙ্গে হাত মেলায় কিছু উদারপন্থি দেশপ্রেমিক। এই বিদ্রোহের কিছু তাৎপর্যপূর্ন কারণ ছিল। বহু রুশ দেশপ্রেমিক রাশিয়ার জারের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে সেখানে সাংবিধানিক শাসন প্রবর্তনে সচেষ্ট ছিলেন। এই বিদ্রোহের পশ্চাতে তাঁদের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাশিয়ায় বেশ কিছু গুপ্তসমিতি প্রতিষ্ঠিত হতে থাকে। ১৮১৬ খ্রী: রাজধানী সেন্ট পিটার্সবার্গে ইউনিয়ন অব স্যালভেসন নামে এক গুপ্তসমিতি প্রতিষ্ঠিত হয়। ইতিমধ্যে কর্ণেল পেষ্টেল-এর নেতৃত্বে গড়ে ওঠে সাদান সোসাইটি। আন্দোলনের নেতাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন পেষ্টেল। ডেসড্রেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্ণেল পেষ্টেল ফরাসী বিপ্লবের আদর্শের সঙ্গে সুপরিচিত ছিলেন। এই বিদ্রোহের নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পেষ্টেল, টুবেটস্কি মুরাভিয়ভ প্রমুখ। চরম নিষ্ঠুরতার সাহায্যে জার এই বিদ্রোহ দমন করলে মস্কো রেজিমেন্ট আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পেষ্টেল, করি কনরাড সহ পাঁচ জনকে প্রাণদণ্ড দেওয়া হয়। একশো জনেরও বেশি বিদ্রোহীকে সাইবেরিয়ায় নির্বাসিত করা হয়। এই বিদ্রোহের ব্যর্থতার জন্য কিছু কারণকে দায়ি করা হয়। সেগুলি হল – 

() ...বিদ্রোহীদের মধ্যে সুস্পষ্ট নীতি লক্ষ্যের অভাব ছিল। তাঁদের মধ্যে কোনো ঐক্যমত ছিল না। 

() বিদ্রোহীরা আষ্টাদশ শতকের মতাদর্শ পদ্ধতির সঙ্গে উনিশ শতকের বৈপ্লবিক চিন্তাধারা যুক্ত করতে পারেননি। () বিদ্রোহীদের অনেকের বিশ্বাসঘাতকতা,

নেতৃবৃন্দের মনোবলের অভাব এবং তাদের রাজনৈতিক অনভিজ্ঞতা দুরদর্শিতার | অভাব বিদ্রোহের ব্যর্থতাকে অনিবার্য করে তোলে। 

() বিদ্রোহীদের মধ্যে ধৈর্য্যের অভাব ছিলতাঁদের ব্যস্ততার কারনেও বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়।

Post a Comment

0 Comments