জার প্রথম নিকোলাস।

 

জার প্রথম নিকোলাস।

                           ১৮২৫ খ্রীঃ প্রথম আলেকজান্ডারের মৃত্যু "লর প্রথম নিকোলাসের সিংহাসনারোহনের মধ্যবর্তী কালে রাশিয়ার সদ্য-সংগঠিত গুপ্ত সমিতিগুলি সক্রিয় হওয়ার সুযোগ পায়। আলেকজান্ডারের পরবর্তী সম্রাট হওয়ার অধিকারী ছিলেন কনষ্টানটাইন। কিন্তু আলেকজান্ডার কনষ্টানটাইনকে কনিষ্ঠ ভ্রাতা নিকোলাসের অনুকুলে সিংহাসনের উত্তরাধিকারী না হওয়ার পরামর্শ দেন। সতরাং সিংহাসনের উত্তরাধিকারের প্রশ্ন তিন সপ্তান ধরে ঝুলে থাকে এবং শেষ পর্যন্ত নিকোলাস সিংহাসনে আরোহন করেন। জার প্রথম নিকোলাস প্রথম জীবনে সেনাবাহিনীতে ছিলেন। এই কারণে সৈনিক সুলভ কঠোরতা, সংকীর্ণতা এবং বাস্তবতা তাঁর চরিত্রের বৈশিষ্ট্য ছিল। যুগধর্মের সঙ্গে চলার মতো মানসিক প্রবণতা তাঁর ছিলনা। তিনি ছিলেন প্রবল প্রতিক্রিয়াশীল রক্ষণপন্থী। তাঁর আমলে গনতান্ত্রিক উদারনৈতিক ভাবধারার বিরুদ্ধে অবিরত অভিযান চলে এবং স্বৈরাচারী শাসনব্যবস্থা বজায় রাখার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করেন। . এই সময় রাশিয়ার সর্বত্র বিক্ষোভ অসন্তোষ দেখা যায় এবং সেই সুযোগে গুপ্ত সমিতিগুলি প্রকাশ্যে বিদ্রোহের সূচনা করে। ১৮২৫ খ্রীঃ পেট্রোগ্রাভে মোতায়েনরত একদল রুশ সেনা উর্দ্ধতন সামরিক কর্মচারীদের প্রারোচনায় নতুন সম্রাট নিকোলাসের প্রতি আনুগত্যের শপথ নিতে অস্বীকার করেন। এটি ছিল এক সামরিক অভ্যুত্থান। কিন্তু জনগণের সমর্থণ না থাকায় এই অভ্যুত্থান সহজেই দমন করা হয়। দক্ষিণী সোসাইটি নামে অপর এক গুপ্তসমিতিও বিদ্রোহী হয়ে ওঠে। কিন্তু কঠোর হাতে তা দমন করা হয়। এই বিদ্রোহগুলির মূল কারণ অনুসন্ধানের জন্য একটি কমিশন গঠন করা হয় এবং দন্ড হিসাবে রাশিয়ার বহু পন্ডিত, শিক্ষাব্রতী রাজনৈতিক দার্শনিকদের সাইবেরিয়ায় নির্বাসন দেওয়া হয়। এইভাবে ডিসেমব্রিস্ট আন্দোলন ব্যর্থতার পর্যবসিত হয়। ডিসেমব্রিস্টদের আন্দোলনের কর্মসূচি ছিল আইনের চোখে সকলের সমতা, ভূমিদাসদের মুক্তি নিয়মতান্ত্রিক সরকার। আন্দোলন ব্যর্থ হয় বটে, কিন্তু ডিসেমব্রিষ্টদের আত্মত্যাগ সর্বাংশে বৃথা হয়নি। ডিসেমব্রিস্ট শহীদের আত্মবলিদানের মধ্যে ভবিষ্যৎ মুক্তির বীজ রোপিত হয়।

Post a Comment

0 Comments