আপনি কি মনে করেন প্যালেস্টাইন সমস্যা মধ্যপ্রাচ্যের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ন সংকট? আমেরিকার হস্তক্ষেপ কি সংকটকে বাড়িয়ে তুলেছিল ? অথবা, প্যালেস্টাইন সমস্যাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন ? অথবা, প্যালেস্টাইন সমস্যার স্বরুপ আলোচনা করুন? অথবা প্যালেস্টাইন সমস্যার উপর একটি নিবন্ধ লিখুন?

 

  • আপনি কি মনে করেন প্যালেস্টাইন সমস্যা মধ্যপ্রাচ্যের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ন সংকট? আমেরিকার হস্তক্ষেপ কি সংকটকে বাড়িয়ে তুলেছিল ?
  •  অথবা, প্যালেস্টাইন সমস্যাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন ? অথবা, প্যালেস্টাইন সমস্যার স্বরুপ আলোচনা করুন?
  • অথবা প্যালেস্টাইন সমস্যার উপর একটি নিবন্ধ লিখুন?

                                       মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সাংস্কৃতিক ইতিহাসে প্যালেস্টাইনের গুরুত্ব অপরিসীম। ইহুদি, ইসলাম খ্রিষ্টানদের উৎপত্তিস্থল প্যালেষ্টাইন দু হাজার বছরেরও বেশি সময় ধরে বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে। প্যালেস্টাইনের জেরুজালেম তিন ধর্মের উপাসকদের কাছেই পবিত্র স্থান। খ্রিষ্টের জন্মের আগে থেকেই প্যালেস্টাই রোমান সাম্রাজ্যের অধীনে ছিল এবং ৬৩৪ খ্রীঃ পর্যন্ত রোমান শাসন চলে। তারপর খ্রিষ্টানদের শাসনে থাকে ১০৯৮ থেকে ১১৮৭ খ্রীঃ পর্যন্ত তারপর প্যালেস্টাইন তুরস্ক সাম্রাজ্যের অধীনস্থ হয়। তুরস্ক সাম্রাজ্যের পতন অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত প্যালেস্টাইন তুরস্ক সাম্রাজ্যের অধীনে থাকে। নিজেদের প্রাধান্য বিস্তারের জন্য খ্রিষ্টান, মুসলমান এবং ইহুদিরা তাদের এই পবিত্রভূমিতে মাঝেমধ্যেই নিজেদের মধ্যে সংঘর্ষ বাধিয়েছে। ইহুদি জাতিয়তাবাদ আর আরব জাতিয়তাবাদ এই দুই এর সংঘাতকে কেন্দ্র করে বর্তমানে প্যালেস্টাইনের সংকট ঘনীভূত হয়েছে। ১৮৮১ খ্রীঃ রাশিয়ায় জার এর প্রত্যক্ষ মদতে ইহুদি বিতাড়ন শুরু হয়। সেই সময় রুশ-ইহুদি বুদ্ধিজীবী পিনসকার ইহুদিদের মধ্যে লড়াই এর মনোভাব জাগিয়ে তোলে। পিনসকার তত্ত্ব 'Theory Auto Emancipation' নামে খ্যাত। এই তত্ত্ব মতে প্যালেস্তাইনে ইহুদিদের 'Homeland' হলেই ইহুদিদের মুক্তিলাভ সম্ভব। এই পিতৃভূমি গঠন বা প্যালেস্তাইনে ইহুদি তুরস্কের বিরূদ্ধে প্রথম বিশ্বযুদ্ধের সময় এবং পরে প্যালেস্তাইনে নিজেদের নিয়ন্ত্রন বজায় রাখত। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২০ সালে ব্রিটেন প্যালেস্তাইনে শাসনাধিকার পায়। ব্রিটেনের দুমুখো নীতি প্যালেস্তাইনের সমস্যার সমাধানে ব্যার্থ হয়, আরবরা প্যালেস্তাইনে আরও ইহুদি অনুপ্রবেশে অনিচ্ছুক ছিল। অপরদিকে ইহুদিরা দরিদ্র আরবদের থেকে জমি কিনে, তাদের বাস্তুহারা করে অনুপ্রবেশে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। প্যালেস্তাইনের আরব ভূ-খন্ডকে কেউ স্বীকৃতি দিল না এমনকি প্যালেস্তাইন সমস্যা নিয়ে কেউ কোনরূপ ভাবনাও পোষন করল না। ফলে দুই রাষ্ট্রের আন্তর্জাতিক সীমানাও নির্ধারিত হল না।

ইহুদি-আরব এই অন্তহীন সংঘাতের মধ্য প্যালেস্তাইনের আবর অংশ ক্রমশই অবহেলিত, অপমানিত সঙ্কুচিত হচ্ছে। আরবদের এই অংশের বর্তমাণ জ্বলন্ত সমস্যাগুলির তাই আশু সমাধান দরকার। প্রথম সমস্যা হল প্যালেস্টাইন এবং ইজরায়েলের মধ্যে স্থায়ী আন্তর্জাতিক সীমানা নির্ধারণ। ইজরায়েল তার নির্দিষ্ট সীমানার বাইরে অনেকটা আরব অঞ্চল দখল করে রেখেছে। সুতরাং দুপক্ষের গ্রহণযোগ্য দুদেশের সীমানা নির্ধারণ আশু প্রয়োজন। দ্বিতীয় সমস্যা হল ইজরায়েল থেকে বিতাড়িত আরব উদবাস্তুরা। এই উদবাস্তুরা শোচনীয় দুর্দশার মধ্যে কালাতিপাত করেছে। এদের পুনর্বাসন জরুরি। তৃতীয় সমস্যা হল অধিকৃত অঞ্চলে আরবদের সমস্যা।

Post a Comment

0 Comments