ফরাসি সংবিধান সভার (১৭৮৯-এর) কার্যাবলী আলোচনা করুন।? অথবা সংবিধান সভার (১৭৮৯-১৭৯১) সংস্কারগুলি আলোচনা করুন। আপনি কি মনে করেন এগুলি শ্রেনিস্বার্থের দিকে নজর রেখেই তৈরি হয়েছিল? অথবা সংবিধানসভা (১৭৮৯-৯১) ফ্রান্সে কী ধরনের ব্যবস্থাসমূহ গ্রহন করেছিল? এই ব্যবস্থাগুলির সীমাবদ্ধতা নির্দেশ করুন?

 

  • ফরাসি সংবিধান সভার (১৭৮৯-এর) কার্যাবলী আলোচনা করুন।
  • অথবা সংবিধান সভার (১৭৮৯-১৭৯১) সংস্কারগুলি আলোচনা করুন। আপনি কি মনে করেন এগুলি শ্রেনিস্বার্থের দিকে নজর রেখেই তৈরি হয়েছিল
  • অথবা সংবিধানসভা (১৭৮৯-৯১) ফ্রান্সে কী ধরনের ব্যবস্থাসমূহ গ্রহন করেছিল? এই ব্যবস্থাগুলির সীমাবদ্ধতা নির্দেশ করুন?

                                          ১৭৮৯ খ্রীঃ স্টেটস জেনারেল জাতীয় সভা বা গণপরিষদে রুপান্তর লাভ করে এবং এর ওপর ফ্রান্সের ভবিষ্যৎ সংবিধান রচনার দায়িত্ব অর্পিত হয়। গনপরিষদের প্রথম কার্য হল ইংল্যান্ডের ম্যাগনাকার্টা আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের অনুকরণে মানুষের মৌলিক অধিকার সম্বলিত একটি প্রস্তাব গ্রহন করা। ফরাসী জনসাধারণ সুদীর্ঘকালের স্বৈরাচারী রাজতন্ত্রের অধীনতা থেকে মুক্ত হয়ে নতুন রাষ্ট্র সমাজ গঠন করতে যাচ্ছিল। সুতরাং স্বাধীনতা লাভের প্রাক্কালে মানবাধিকারের একটি সূচীপত্র থাকা প্রয়োজন। মানবাধিকার ঘোষণার পশ্চাতে মূল নীতি ছিল চারটি

() স্বাধীনতা মানুষ মাত্রে জন্মগত অধিকার। জাতিধর্ম নির্বিশেষে সকল মানুষই সমান স্বাধীনতা অধিকার ভোগ করে। 

() ব্যক্তিগত স্বাধীনতা, সম্পত্তি প্রাণধারণের নিরাপত্তা, অত্যাচারের প্রতিরোধ করা, ধর্মাচরণের স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা মানুষমাত্রেরই মৌলিক অধিকার। 

() আইনের চোখে প্রত্যেক মানুষই সমান এবং বেআইনীভাবে কোনো ব্যক্তিকে কারারুদ্ধ করা অথবা দন্ডিত করা অন্যায়। 

) প্রজাবর্গের স্বাধীনতা ইচ্ছাই রাষ্ট্রশক্তির উৎস। এককথায় সাম্য মৈত্রি স্বাধীনতার আদর্শই ফরাসি জনসাধারণকে নতুন রাষ্ট্র সমাজ গঠন করতে প্রেরণা যুগিয়েছিল।

নতুন সংবিধান অনুযায়ী স্থির হল যে, ফ্রান্সে ৭৫৪ জন সদস্য নিয়ে গঠিত এক কক্ষযুক্ত একটি আইন পরিষদ থাকবে। আইন পরিষদের সদস্য নির্বাচনের ব্যাপারে ভোটাধিকার সীমাবদ্ধ করে জনসাধারণকে 'সক্রিয়' নিষ্ক্রিয়' নাগরিকএই দুই শ্রেণীতে ভাগ করা হল। কেবলমাত্র সক্রিয় নাগরিকগণই ভোটাধিকার লাভ করল।

নতুন সংবিধান অনুযায়ী ফ্রান্সে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র স্থাপিত হল। রাষ্ট্রে রাজার সর্বোচ্চ ক্ষমতা স্বীকৃত হলেও তাঁর সার্বভৌম আধিপত্য অনেকাংশে খর্ব করা হল। রাজার ব্যক্তিগত ভুসম্মত্তি বাজেয়াপ্ত করে তার সাংসারিক খরচের একটি তালিকা প্রস্তুত করা হল। সামরিক নৌবিভাগ পরিচালনার ক্ষমতা রাজাকে দেওয়া হল। কিন্তু পররাষ্ট্রনীতি সম্পর্কে তাঁর ক্ষমতা সীমাবদ্ধ করা হল। আইন পরিষদের বিনা অনুমোদনে রাজা যুদ্ধ ঘোষণা অথবা সন্ধি স্থাপন করতে পারবেন না। শাসনকার্যে সাহায্য করবার জন্য রাজা মন্ত্রী নিযুক্ত করতে পারবেন কিন্তু মন্ত্রীগন আইন পরিষদের সদস্য হতে পারবেন না। আইন পরিষদে গৃহিত কোনো প্রস্তাব রাজা বাতিল করতে পারবেন না। নতুন শাসনতন্ত্র অনুযায়ী রাজা শুধু ভেটো প্রয়োগ করে নির্দিষ্ট কালের জন্য কোনো আইন স্থগিত রাখবার অধিকার লাভ করলেন। শাসনকার্যের সুষ্ঠ পরিচালনার জন্য ফ্রান্সের পুরাতন প্রদেশসমূহ বাতিল করে তার পরিবর্তে সমগ্র দেশকে ৮৩টি বিভাগে ভাগ করা হল। প্রত্যেকটি ডিপার্টমেন্ট কয়েকটি জেলা ক্যান্টনে বিভক্ত হল। শহরের শাসনকার্য পরিচালনার দায়িত্ব অর্পিত হল 'কমিউন' নামে পরিচালিত পৌরসভার উপর। স্থানীয় শাসনকার্য পরিচালনার জন্য স্থানীয় কর্মসূচি নিযুক্ত হল নতুন সংবিধান অনুযায়ী বিচার বিভাগেও সংস্কার সাধিত হল। প্রত্যেক ক্যান্টন বিভাগেও সংস্কার সাধিত হল। বিনাবিচারে কাউকেই করারুদ্ধ রাখা আইনবিরুদ্ধ বলে ঘোষণা করা হল জনসাধারণ কর্তৃক নির্বাচিত বিচারক জরুরী সাহায্যে ফৌজদারি মোকদ্দমার বিচার প্রবর্তিত হল।

                                                         ফ্রান্সের অর্থনৈতিক সংকট দূর করবার জন্য চার্চের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে তাকে রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত করা হল। চার্চের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকার ২২০ কোটি লিভর অর্থসংগ্রহ করে। অবশ্য চার্চের ব্যয়ভার সরকার বহন করায় ১০ কোটি লিভর খরচ করতে হয়। এসাইনেট নামক এক প্রকার কাগজের মুদ্রা প্রবর্তন করে জাতীয় সম্পত্তিতে পরিণত চার্চের জমিসমূহ জনসাধারণের মধ্যে বিক্রয় করার ব্যবস্থা করা হল। চার্চের সম্পত্তি রাষ্ট্রীয়করণ ছাড়াও এক নতুন আইন প্রবর্তন করা হল। যার ফলে চার্চের স্বাতন্ত্রের অবসান ঘটল। এই বিধান অনুযায়ী স্থির হল যে, অতঃপর ধর্মযাজক নির্বাচনে পোপের কোনো অধিকার থাকবে না। যাজক নির্বাচন করবে জনসাধারণ। পোপ অবশ্যই নির্বাচনের ফলাফল জানতে পারবেন। যাজকগণ বেতনভোগী কর্মচারীর পর্যায়ভুক্ত হল। এই নববিধানের ফলে চার্চ সম্পূর্ণভাবে রাষ্ট্রের অধীন হল।

Post a Comment

0 Comments