কী অর্থে নেপোলিয়ন বিপ্লবের উত্তরাধিকারী ব্যাখ্যা করুন? অথবা নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলার যৌক্তিকতা আছে কি?

 

  • কী অর্থে নেপোলিয়ন বিপ্লবের উত্তরাধিকারী ব্যাখ্যা করুন?
  • অথবা নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলার যৌক্তিকতা আছে কি?

                                নেপোলিয়নের পতনের পর তাঁকে 'সেন্ট হেলেনা' দ্বীপে নির্বাসিত করা হয়। সেখানে একটি আত্মজীবনীমূলক রচনায় তিনি নিজেকেবিপ্লবের সন্তানবলে অভিহিত করেছেন। তিনি লিখিছেন যে,‘আমিই বিপ্লব এই গ্রন্থের অন্যত্র আবার তিনি নিজেকেবিপ্লবের ধ্বংসকারীবলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন যে, 'আমিই বিপ্লবকে ধ্বংস করেছি।' আপাত দৃষ্টিতে এই উক্তি পরস্পর বিরোধী বলে মনে হলেও এর মধ্যে যথেষ্ঠ সত্যতা আছে। এখানে মনে রাখা দরকর যে ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিলস্বাধীনতা, সাম্য এবং মৈত্রী। তিনি সাম্য এবং আদর্শকে গ্রহণ করেননি। ফ্রেডারিক, ম্যাসন, সোরেল, জর্জ লেফেভার ফিসার প্রমুখের মতে নেপোলিয়ন ছিলেনবিপ্লবের সন্তান’—বিপ্লবের মূর্ত প্রতীক, বিপ্লবের ধারক বাহক।

) রাজরক্তহীন অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি সম্রাট পদে ব্রতী হন। ফরাসি বিপ্লব ব্যাতীত তাঁর এই উত্তরণ কখনই সম্ভব হত না। এদিক থেকে সত্যই তিনি ছিলেনবিপ্লবের সন্তান।'

) তিনি ঈশ্বর প্রদত্ত রাজ ক্ষমতাতত্ত্বের উপর আঘাত হানেন। গণ সার্বভৌমত্ব নীতির উপর তাঁর শোষণ ব্যাবস্থা প্রতিষ্ঠিত করেন। তাঁর প্রবর্তিত গণভোট প্রথা গণসার্বভৌমত্ব নীতির প্রতিই শ্রদ্ধা প্রদর্শণ।

) তিনি ফাসি বিপ্লবের সাম্যের আদর্শকে গ্রহণ করেছিলেন। তিনি বলেন যে, ফরাসি জাতি স্বাধীনতা চায় না, চায় সাম্য।' তাঁর আমলে প্রবর্তিত বিভিন্ন আইন দ্বারা তিনি সাম্য নীতিকে স্থায়িত্ব দেন। ১৭৯১-১৭৯৪ খ্রীঃ মধ্যে ফ্রান্সের বিপ্লবী শাসকবর্গ সামন্ত প্রথা, সামন্ত কর, স্থানীয় শুল্ক প্রভৃতি বিনাশ করেছিলেন। পরবর্তীতে নেপোলিয়ন সেগুলি বজায় রাখেন।

) বিপ্লবী যুগের ভূমি ব্যবস্থাকেও তিনি অপরিবর্তিত রাখেন।

) বিপ্লবী আমলে ধনী-দরিদ্র নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে চাকুরি অন্যান্য সুযোগের যে নিয়ম প্রবর্তিত হয়, তাকে তিনি স্বীকৃতি দেন।

) কোড নেপোলিয়ন' দ্বারা তিনি আইনের চোখে সবার সমান অধিকার স্বীকার করে সামাজিক সাম্য প্রতিষ্ঠায় সচেষ্ট হন।

) তিনি ধর্মনিরপেক্ষতার আদর্শ বজায় রাখেন। পোপের সাথে চুক্তি দ্বারা তিনি গির্জার সম্পত্তি জাতীয়করনে স্বীকৃতি দেন।

) বৈদেশিক নীতির ক্ষেত্রেও তিনি ছিলেন বিপ্লবের ধারক বাহকবিপ্লবের অগ্নিময় তরবারি।' তাঁর বিজয়ী সেনাদল ইতালি জার্মাণি ইউরোপের অন্যান্য স্থান যেখানেই গিয়েছে, সেখানেই পুরাতনন্ত্রের সমাধি রচিত হয়ে ফরাসি বিপ্লব প্রসুত ভাবধারা যথা সামাজিক সাম্য সমাজতন্ত্রের অবসান বিশেষ অধিকার লোপ প্রভৃতি প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং এদিক থেকে তাঁকে বিপ্লবের উত্তরাধিকারী নির্বাহক বললে অযৌক্তিক হয় না।

  • কোড নেপোলিয়ন?

                                                নেপোলিয়নের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গৌরবময় কীর্তি হল তার 'আইন সংহতি বাকোড নেপোলিয়ন। এতদিন পর্যন্ত ফ্রান্স বিভিন্ন প্রদেশে কোনো সাধারণ আইনবিধি প্রচলিত ছিল না। সমগ্র দেশে নানা ধরণের বৈষম্যমূলক, পরস্পর বিরোধী এবং যুগের অনুপযোগী প্রায় ৩৬০টি বিভিন্ন ধরণের আইন প্রচলিত ছিল। দেশের উত্তরে ছিল প্রথাগত আইন, দক্ষিণে রোমান আইন, এছাড়া ছিল রাজকীয় আইন,সামন্ত আইন যাজকীয় আইন। এক কথায়, সমগ্র ফ্রান্সে কোনো আইনগত ঐক্য ছিলনা। কনভেনশন ডিরেক্টরী যুগে বিপ্লবী নেতৃবৃন্দ এইসব পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে সারা দেশে এক ধরণের আইন প্রণয়ণের চেষ্টা করেন, কিন্তু কাজে তাঁরা সফল হননি। নেপোলিয়নের উদ্যোগে ফ্রান্সের চারজন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে গঠিত এক কমিশন চার বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে ১৮০৪ খ্রীঃ একটি আইনবিধি সংকলন করে। আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য মোট ৮৪ টি অধিবেশন বসে। এর মধ্যে ৩৬টি অধিবেশনে সভাপতিত্ব করেন স্বয়ং নেপোলিয়ন। ১৮০৭ খ্রীঃ নেপোলিয়ন এর নামকরণ করেনকোড নেপোলিয়ন' এই আইনবিধির মধ্যে ফ্রান্সের প্রাচীন আচার-অনুষ্ঠান রোমান রীতি-নীতি এবং ফরাসি বিপ্লবী ঐতিহ্যের সমন্বয় লক্ষ করা যায়। এই আইনবিধি কোনোভাবেই ধর্মীয় বা রাজনৈতিক কুসংস্কার দ্বারা কলুষিত হয়নি।কোড নেপোলিয়ন'-কে বিপ্লবের স্থায়ী ফল বলা যেতে পারে। মোট ২২৮৭টি বিধি সম্বলিত এই আইন সংহিতা তিনভাগে বিভক্তদেওয়ানি, ফৌজদারি বাণিজ্যিক আইন, আইনের দৃষ্টিতে সমতা, ধর্মীয় সহিষ্ণুতা, যোগ্যতা অনুযায়ী সরকারী চাকরিতে নিয়োগ, ভূমিব্যবস্থার স্বীকৃতি প্রভৃতি এই আইন সংহিতার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই আইনবিধির মূল নীতিগুলি পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র গ্রহন করেছিল। ঐতিহাসিক লেভের এই আইনবিধিকে সমাজে বাইবেলের সঙ্গে তুলনা করেছেন।

Post a Comment

0 Comments