PG Course Bengali
দ্বিতীয় পত্র (2nd Paper )
BHASABIGNAN O SAHITYATATWA : PGBG-II
- ফ্লোর আর্টস ও জন আর্টস- কৃত বাক্যখণ্ডের শ্রেণিবিভাগগুলি কী কী?
- সিলেবলের গঠনে আবশ্যিক স্বরধ্বনির পূর্ববর্তী এক বা একাধিক ব্যঞ্জনধ্বনিকে কি বলে?
- ‘দেশের' শব্দটিতে বদ্ধ ও মুক্ত রূপের সংখ্যা কয়টি?
- গঠনগতভাবে সিদ্ধ বা মৌলিক ধাতুর রূপকল্পের সংখ্যা কয়টি?
- ভূমিকা অনুসারে বাক্যকে যে প্রধান চারভাগে ভাগ করা হয় সেগুলি কী কী?
- ‘সামনে বাস আসছে>সামনে বাস' কোন্ জাতীয় বাক্য সংবর্তনের উদাহরণ?
- ১৯৫৬ সালে সমাজভাষাবিজ্ঞান চর্চায় 'রেজিস্টার' কথাটির প্রবক্তা কে?
- ভুক্তিবাদের প্রবক্তা কে?
- ‘On the Sublime' গ্রন্থটির রচয়িতা কে?
- সম্পূরক বাক্যখণ্ড বা বাক্য যে শব্দ দিয়ে যুক্ত করা হয় তাকে কী বলে?
- প্রাচীন সংস্কৃতে কারকের সংখ্যা কয়টি?
- 'গাছ থেকে সে নেমে এল'- রেখাঙ্কিত পদটি কোন্ কারক?
- ‘ওখানে যাও’- ভূমিকা বা ক্রিয়া (function) অনুসারে এটি কোন জাতীয় বাক্য?
- ‘মিছিমিছি পরিশ্রম করছ'- এই বাক্যটি কি জাতীয় নঞর্থক বাক্যের উদাহরণ?
- ‘Aspects of the Theory of Syntax' (১৯৬৫) গ্রন্থটির প্রণেতা কে?
- ‘অষ্টাধ্যয়ী' গ্রন্থটির রচয়িতা কে?
- ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে তুলনামূলক পদ্ধতির প্রথম যথার্থ প্রয়োগ কে করেন?
- ‘On the Variety of Human Language Structure'- প্রবন্ধটির রচয়িতা কে?
- ‘Introduction to the Study of Language' (১৯১৪) গ্রন্থটির রচয়িতা কে?
- ‘Transformational Generative Grammar' তত্ত্বের প্রবক্তা কে?
- আদর্শ চিনা ভাষা রূপতত্ত্বগত ভাবে কোন্ শ্রেণির অন্তর্গত?
- ‘ভাষা-প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' (১৯৩৯) গ্রন্থটির রচয়িতা কে?
- বাংলা ভাষার কম্পিত ধ্বনি কোন্টি?
- বাংলা ভাষার নাসিক্যধ্বনি কোনগুলি?
- পাইক ও পাইক (১৯৪৮)-এর 'দল' বা 'সিলেবল' গঠন বিন্যাস অনুসারে আবশ্যিক স্বরধ্বনির পূর্ববর্তী এক বা একাধিক ঐচ্ছিক ব্যঞ্জনধ্বনিকে কি নামে চিহ্নিত করা হয়?
- ‘পাখিরা' শব্দের মধ্যে মুক্তরূপিমের সংখ্যা কয়টি?
- ব্যবহার অনুসারে যে দুধরনের বাক্যখণ্ড পাওয়া যায় সেগুলি কী কী?
- চমস্কির ‘Government and binding' তত্ত্ব পরবর্তীকালে কোন তত্ত্ব হিসেবে পরিচিতি লাভ করে?
- তোমার পায়ের কাছে সাপ রয়েছে à পায়ের কাছে সাপ- এই দৃষ্টান্তটি বাক্যের কী জাতীয় আন্বয়িক সংবর্তন?
- ফুলটি হয় রঙিন à রঙিন ফুল- এই দৃষ্টান্তটি বাক্যের কী জাতীয় আন্বয়িক সংবর্তন?
- ‘Sociolinguistics' পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন?
- বর্ণনামূলক সমাজভাষাবিজ্ঞানে কথোপকথনের ক্ষেত্রে প্রধান তিনটি উপাদান কী কী?
- দুটি মান্য ভাষা যখন পাশাপাশি চলে তখন যে অবস্থা তৈরি হয় তাকে চার্লস ও ফার্গুসন কি হিসেবে চিহ্নিত করেছেন?
- ইংল্যাণ্ডের ভাষাবিজ্ঞানী রিড উপলক্ষ্য (setting) অনুসারে ভাষারীতির বদলকে ('According to use') কি নামে চিহ্নিত করেছেন?
- 'পিজিন' কোনো ভাষাগোষ্ঠীর মাতৃভাষা বা প্রথম ভাষারূপে গণ্য হলে তা কি নামে পরিচিতি লাভ করে?
- ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিভাষা তৈরির প্রথম কমিশন 'Commission of Scientific and Technical Terminology' কত সালে তৈরি হয়?
- ভরতের রস সূত্র বিশ্লেষণের সূত্রে গড়ে ওঠা অনুমিতিবাদ নামক মতবাদের প্রবক্তা কে?
- ‘On the Sublime' গ্রন্থটির রচয়িতা কে?
- প্রাচীন ভারতে ‘root-theory'র প্রবক্তা কে?
- অষ্টাদশ শতকে ভাষার উৎপত্তি বিষয়ে রচিত বিখ্যাত প্রবন্ধ 'Concerning the origins of Language'-এর রচয়িতা কে?
- ১৭৮৬ খ্রিষ্টাব্দের ২ফেব্রুয়ারি এশিয়াকটি সোসাইটিতে কার প্রদত্ত বক্তৃতাকে আধুনিক তুলনামূলক ভাষা বিজ্ঞানের উৎস সূত্র মনে করা হয়?
- ‘গ্রিমেরসূত্র'অনুসারে ইন্দো-ইউরোপীয় ভাষার তুলনায় জার্মান ভাষায় ব্যঞ্জনধ্বনি যে পরিবর্তন হয় তাকে কি বলে?
- ‘Comparative Grammar of Sanskrit, Zend, Greek, Latin, Lithuanian, Gothic and German' গ্রন্থটির রচয়িতা কে?
- ডারউইনের তত্ত্বের সঙ্গে ভাষার উৎপত্তি ও বিকাশের সাদৃশ্য বিষয়ে ১৮৬৩ সালে প্রকাশিত ‘Darwinian Theory and Linguistics'-এর রচয়িতা কে?
- অর্থ প্রয়োগের দিক থেকে বাক্যের অন্তর্গত শব্দগুলির ‘syntagmatic relationship' এবং 'paradigmatic relationship' এর প্রবক্তা কে?
- ১৯৩৩ সালে প্রকাশিত ‘Language' গ্রন্থটির প্রণেতা কে?
- ‘রূপান্তরমূলক সৃজনমূলক ব্যাকরণে'র প্রবক্তা কে?
- প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল কোটি?
- ইংরেজি ভাষা পৃথিবীর ভাষাগুলির বংশানুগত শ্রেণিবিভাগ অনুযায়ী কোন্ বংশের অন্তর্গত?
- রূপতত্ত্বানুগত ভাবে পৃথিবীর ভাষাগুলিকে যে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়, সেগুলি কী কী?
- হ্যালহেডের ‘A Grammar of the Bengal Language' কত সালে প্রথম প্রকাশিত হয়?
- ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' (১৯৩৯) গ্রন্থটির রচয়িতা কে?
- পুণ্যশ্লোক রায়ের ‘Bengali Language Handbook'(১৯৬৬) গ্রন্থটিকে ভাষা বিজ্ঞানের কোন ধারার অন্তর্ভুক্ত করা যায়?
- লিপ্যন্তকরণের ক্ষেত্রে ব্যবহৃত IPA-এর পুরো কথাটি কি?
- মহাপ্রাণ ধ্বনির অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে?
- ‘লেখো>লিখি’ এটি কোন্ জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
- ‘ঠাকুরদাদা>ঠাকুরদা’- এই উদাহরণটিতে কোন্ জাতীয় স্বরলোপ ঘটেছে?
- বাংলায় পার্শ্বিক ধ্বনির উদাহরণ কোনটি?
- ‘পল্লা' এবং ‘উল্টো' শব্দ দুটিতে উচ্চারণ স্থান অনুযায়ী ‘ল্’ ধ্বনির রূপভেদগুলি কী কী?
- বর্ণনামূলক ধ্বনিতত্ত্ব যে চারটি মুখ্যনীতির ভিত্তিতে কোনো নির্দিষ্ট ভাষার ধ্বনিকল্প নির্নয় করে সেগুলি কী কী?
0 Comments