নিট (ইউ জি) পরীক্ষা ৫ মে
নিট (ইউ জি) পরীক্ষা ৫ মে
এম বি বি এস, বি ডি এস, বি এ এম এস, বি এস এম এস, বি ইউ এম এস, বি এইচ এম এস কোর্সে ভর্তির জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (নিট-ইউজি) আয়োজিত হবে ৫ মে (রবিবার) । পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এইমস (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস) এবং জিপমারে (জওহরলাল ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ) পড়ার সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষাকেন্দ্র আছে। পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এন টি এ)।
শিক্ষাগত যোগ্যতা: এ বছর যাঁরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, তাঁরা আবেদন করবেন। প্রার্থীকে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বা বায়োটেকনোলজি পড়ে থাকতে হবে।
বয়স: ৩১-১২-২০২৪ তারিখে ১৭ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ৩১-১২-২০০৭ তারিখের আগে। তফসিলিরা ৫, ও বি সি- রা ৩ ও দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
পরীক্ষায় চারটি বিষয়ে প্রশ্ন হবে— ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি ও জুলজি। প্রতিটি বিষয় দু'টি ভাগে বিভক্ত। প্রথম বিভাগে ৩৫টি প্রশ্ন, দ্বিতীয় বিভাগে ১৫টি প্রশ্ন থাকবে (যার মধ্যে ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে)। অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। প্রশ্নপত্রের অন্যতম ভাষা বাংলা। মোট নম্বর ৭২০। সময় ৩ ঘণ্টা ২০ মিনিট। নেগেটিভ মার্কিং আছে। পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি হল। কলকাতা, বাঁকুড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, নদিয়া, মালা, মুর্শিদাবাদ, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও শিলিগুড়ি। পরীক্ষা দুপুর ২টো থেকে শুরু। পরীক্ষার ফল ঘোষণা হবে ১৪ জুন।
অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https:// exams.nta.ac.in/NEET. প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। ৯ মার্চ পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের ফটো (১০-২০০ কেবি সাইজের মধ্যে), পোস্টকার্ড মাপের ফটো (১০- ২০০ কেবি সাইজের মধ্যে), সই (৪-৩০ কেবি সাইজের মধ্যে), বাঁ ও ডান হাতের প্রতিটি আঙুলের ছাপ (১০-২০০ কেবি সাইজের মধ্যে) এবং প্রযোজ্য ক্ষেত্রে দৈহিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (৫০-৩০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের ফি বাবদ দিতে হবে ১,৭০০ টাকা (সাধারণ আর্থিক ভাবে অনগ্রসর এবং ও বি সি প্রার্থীদের ক্ষেত্রে ১,৬০০ টাকা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী ও ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে ১,০০০ টাকা)। জি এস টি অতিরিক্ত। ডেবিট কার্ড (রুপে/ভিসা/মাস্টার কার্ড/মায়েস্ট্রো) বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইউ পি আইয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।
নিট (ইউ জি) পরীক্ষা ৫ মে
এম বি বি এস, বি ডি এস, বি এ এম এস, বি এস এম এস, , বি ইউ এম এস, বি এইচ এম এস কোর্সে ভর্তির জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (নিট-ইউজি) আয়োজিত হবে ৫ মে (রবিবার) । পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এইমস (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস) এবং জিপমারে (জওহরলাল ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ) পড়ার সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষাকেন্দ্র আছে। পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এন টি এ)।
শিক্ষাগত যোগ্যতা:
এ বছর যাঁরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, তাঁরা আবেদন করবেন। প্রার্থীকে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বা বায়োটেকনোলজি পড়ে থাকতে হবে।
বয়স:
৩১-১২-২০২৪ তারিখে ১৭ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ৩১-১২-২০০৭ তারিখের আগে। তফসিলিরা ৫, ও বি সি- রা ৩ ও দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
পরীক্ষায় চারটি বিষয়ে প্রশ্ন হবে—
ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি ও জুলজি। প্র
তিটি বিষয় দু'টি ভাগে বিভক্ত।
প্রথম বিভাগে ৩৫টি প্রশ্ন,
দ্বিতীয় বিভাগে ১৫টি প্রশ্ন থাকবে (যার মধ্যে ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে)।
অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে।
প্রশ্নপত্রের অন্যতম ভাষা বাংলা।
মোট নম্বর ৭২০।
সময় ৩ ঘণ্টা ২০ মিনিট।
নেগেটিভ মার্কিং আছে।
পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি হল:
কলকাতা, বাঁকুড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও শিলিগুড়ি। পরীক্ষা দুপুর ২টো থেকে শুরু।
পরীক্ষার ফল ঘোষণা হবে ১৪ জুন।
অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে:
https://
exams.nta.ac.in/NEET.
প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে।
৯ মার্চ পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। অনলাইন দরখাস্তের সময়
প্রার্থীর পাসপোর্ট মাপের ফটো (১০-২০০ কেবি সাইজের মধ্যে),
পোস্টকার্ড মাপের ফটো (১০- ২০০ কেবি সাইজের মধ্যে),
সই (৪-৩০ কেবি সাইজের মধ্যে),
বাঁ ও ডান হাতের প্রতিটি আঙুলের ছাপ (১০-২০০ কেবি সাইজের মধ্যে
দৈহিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (৫০-৩০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের ফি বাবদ দিতে হবে ১,৭০০ টাকা (সাধারণ আর্থিক ভাবে অনগ্রসর এবং ও বি সি প্রার্থীদের ক্ষেত্রে ১,৬০০ টাকা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী ও ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে ১,০০০ টাকা)। জি এস টি অতিরিক্ত ডেবিট কার্ড (রুপে/ভিসা/মাস্টার কার্ড/মায়েস্ট্রো) বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইউ পি আইয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।
রামকৃষ্ণ মিশনে চারটি ব্যবসামুখী প্রশিক্ষণ
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_33.html
নিট (ইউ জি) পরীক্ষা ৫ মে,2024
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/2024.html
অ্যাডভোকেট পদে ৮৩ জনকে নেবে এলাহাবাদ হাই কোর্ট
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_12.html
অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু ৯ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত রেলে ৯ হাজার হাজার টেকনিশিয়ান
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_74.html
সেনাবাহিনীতে অগ্নিবীর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_83.html
রাজ্যে ৩৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_21.html
কেন্দ্রীয় সরকার স্বীকৃত স্যানিটরি ইন্সপেক্টরের ডিপ্লোমা কোর্সে ভরতি চলছে
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_15.html
পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে ব্যবসার জন্য ঋণ দেওয়া শুরু হচ্ছে কারা কীভাবে দরখাস্ত করলে ঋণ পাবেন
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post.html
IDBI ব্যাঙ্কে ৫০০ অফিসার
https://pkubcollege.blogspot.com/2024/02/idbi.html
গার্ডেন রিচ শিপবিল্ডার্সে জার্নিম্যান
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_79.html
হকিন্সে অ্যাকাউন্টস ট্রেনি
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_91.html
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০২০
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_3.html
0 Comments