জার্নিম্যান পদে ৫০ জনকে নেবে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ করা হবে স্ট্রাকচারাল ফিটার, পাইপ ফিটার, ক্রেন অপারেটর, রিগার, ডিজেল মেকানিক-সহ বিভিন্ন ট্রেডে।
প্রথমে ২ বছরের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে।
এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 2024/02 (1).
ট্রেড অনুসারে শূন্যপদের বিবরণ:
স্ট্রাকচারাল ফিটার:
৫টি (সাধারণ ২, তফসিলি জাতি ১, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক। সেই সঙ্গে স্ট্রাকচারাল ফিটার বা ফেব্রিকেটর বা শিট মেটাল ওয়ার্কার বা ফিটার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
ফিটার:
৪টি (সাধারণ ২, তফসিলি জাতি ১, ও বি সি ১)। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক। সেই সঙ্গে ফিটার বা উইপন ফিটার বা মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
ওয়েল্ডার:
৫টি (সাধারণ ২. তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ও বি সি ১)। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক। সেই সঙ্গে ওয়েল্ডার বা ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) বা টিগ-মিগ ওয়েল্ডার বা ওয়েল্ডার (জি এম এ ডব্লু অ্যান্ড জি টি এ ড) বা ওয়েল্ডার (পাইপ) বা ওয়েল্ডার (পাইপ অ্যান্ড প্রেশার ভেসেলস) বা ওয়েল্ডার (স্ট্রাকচারাল) বা ওয়েল্ডার (ফেব্রিকেশন অ্যান্ড ফিটিং) বা ওয়েল্ডার (ওয়েল্ডিং অ্যান্ড ইনস্পেকশন) বা অ্যাডভান্স ওয়েল্ডার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
ক্রেন অপারেটর
৫টি (সাধারণ ২, তফসিলি জাতি ১, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক। সেই সঙ্গে ইলেক্ট্রিশিয়ান ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। ক্রেন অপারেশনে সরকার স্বীকৃত সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার।
মেশিন অপারেটর:
৪টি (সাধারণ ২, তফসিলি জাতি ১, ও বি সি ১)। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক। সেই সঙ্গে মিলরাইট মেকানিক বা মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
মেশিনিস্ট
৪টি (সাধারণ ২. তফসিলি জাতি ১, ও বি সি ১)। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক। সেই সঙ্গে মেশিনিস্ট বা টার্নার বা মেশিনিস্ট (গ্রাইন্ডার) ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
পাইপ ফিটার:
৭টি (সাধারণ ৩, তফসিলি জাতি ২, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক। সেই সঙ্গে পাইপ ফিটার বা প্লাম্বিং ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
রিগার:
৫টি (সাধারণ ২, তফসিলি জাতি ১, ও, বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক। সেই সঙ্গে রিগার বা কার্পেন্টার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
ড্রাইভার মেটিরিয়াল হ্যান্ডলিং:
২টি (সাধারণ ১ ও বি সি ১)। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক। সেই সঙ্গে ডিজেল মেকানিক ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীর হেভি ভেহিক্যল ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। ক্রেন অপারেশনে সরকার স্বীকৃত সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার।
ইলেক্ট্রনিক মেকানিক:
২টি (সাধারণ ১ ও বি সি ১)। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক। সেই সঙ্গে ইলেক্ট্রনিক মেকানিক ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
ডিজেল মেকানিক:
৭টি (সাধারণ ৩, তফসিলি জাতি ২ তফসিলি উপজাতি ১, ও বি সি ১)। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক। সেই সঙ্গে ডিজেল মেকানিক বা মেকানিক ডিজেল বা মেকানিক (মেরিন ডিজেল) ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।মোট শূন্যপদের মধ্যে ৪টি দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে।
বয়স: ১-১-২০২৪ তারিখে ২৬ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫ ও বি সি-রা ৩ ও দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
স্টাইপেন্ড: ট্রেনিং চলাকালীন প্রথম ও দ্বিতীয় বর্ষে যথাক্রমে নির্দিষ্ট মাসিক ২৪,০০০ টাকা ও ২৬,০০০ টাকা। সফল ট্রেনিং শেষে বেতনক্রম: ১৯,৯০০- ৬১,৬৫০ টাকা।
প্রাথমিক ভাবে শিক্ষা ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে। ড্রাইভার মেটিরিয়াল হ্যান্ডলিং, রিগার ও ক্রেন অপারেটর ট্রেডের ক্ষেত্রে অতিরিক্ত দৈহিক সক্ষমতার পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা দু'টি পার্টে হবে।
প্রথম পার্টে সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন হবে (৮০ নম্বর)।
দ্বিতীয় পার্টে জেনারেল নলেজ, জেনারেল অ্যাপ্টিটিউড, রিজনিং, মেন্টাল এবিলিটি ও নিউমেরিক্যাল এবিলিটি বিষয়ে প্রশ্ন হবে (২০ নম্বর)। উভয় ক্ষেত্রেই অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে।
সময় ২ ঘণ্টা।
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.grse.in প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে।
অনলাইন দরখাস্ত করার সময় প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, দৈহিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে) ও কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে) -সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইন দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি পাঠাতে হবে।
আবেদনের ফি বাবদ দিতে হবে ৪৭২ টাকা। অনলাইনে ফি জমা দিতে হবে। তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ফি দিতে লাগবে না।
দরখাস্তের প্রিন্ট আউটের নির্দিষ্ট জায়গায় সই করে, তার সঙ্গে প্রযোজ্য ক্ষেত্রে ফি জমা দেওয়ার প্রমাণপত্র এবং প্রয়োজনীয় যাবতীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত নকল গেঁথে ২৪ ফেব্রুয়ারির মধ্যে সাধারণ ডাকে পৌঁছতে হবে এই ঠিকানায়।
Post Box No. 3076, Lodhi Road, New Delhi 110003.
Read More Job News: Click Link
রামকৃষ্ণ মিশনে চারটি ব্যবসামুখী প্রশিক্ষণ
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_33.html
নিট (ইউ জি) পরীক্ষা ৫ মে,2024
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/2024.html
অ্যাডভোকেট পদে ৮৩ জনকে নেবে এলাহাবাদ হাই কোর্ট
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_12.html
অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু ৯ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত রেলে ৯ হাজার হাজার টেকনিশিয়ান
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_74.html
সেনাবাহিনীতে অগ্নিবীর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_83.html
রাজ্যে ৩৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_21.html
কেন্দ্রীয় সরকার স্বীকৃত স্যানিটরি ইন্সপেক্টরের ডিপ্লোমা কোর্সে ভরতি চলছে
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_15.html
পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে ব্যবসার জন্য ঋণ দেওয়া শুরু হচ্ছে কারা কীভাবে দরখাস্ত করলে ঋণ পাবেন
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post.html
IDBI ব্যাঙ্কে ৫০০ অফিসার
https://pkubcollege.blogspot.com/2024/02/idbi.html
গার্ডেন রিচ শিপবিল্ডার্সে জার্নিম্যান
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_79.html
হকিন্সে অ্যাকাউন্টস ট্রেনি
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_91.html
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০২০
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_3.html
0 Comments