হকিন্সে অ্যাকাউন্টস ট্রেনি
ফ্রেশাররা আবেদনের যোগ্য
অ্যাকাউন্টস বিভাগে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করবে প্রেশার কুকার উৎপাদক সংস্থা হকিন্স কুকারস লিমিটেড। অ্যাকাউন্টস বিষয়ে শিক্ষিতরা আবেদনের যোগ্য। অ্যাকাউন্টিং পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা ও অডিটরদের সঙ্গে কাজের জ্ঞান থাকতে হবে।
কমার্সের গ্র্যাজুয়েট, পোস্ট-গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। ফ্রেশাররাও আবেদনের যোগ্য। কস্ট অ্যাকাউন্ট্যান্ট ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা উচ্চতর স্তরে | কস্ট অ্যাকাউন্ট্যান্ট ও নিয়োগ পাবেন।
প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে।
হকিন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনিং চলাকালীন বার্ষিক বেতন ৯ লক্ষ টাকা। দেড় বছরের ট্রেনিং শেষে বার্ষিক বেতন ১২ লক্ষ টাকা। অভিজ্ঞরা উচ্চতর বেতনে নিয়োগ পাবেন। দরখাস্ত বিচার-বিবেচনার পরে প্রার্থীকে লিখিত পরীক্ষায় ডাকা হবে। দেশের বিভিন্ন শহরে লিখিত পরীক্ষা আয়োজিত হয়ে থাকে। লিখিত পরীক্ষায় সফল হলে মুম্বইয়ে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ। মুম্বই যাতায়াতের জন্য ট্রেনের ভাড়া পাওয়া যাবে।
আগ্রহীরা অনলাইন আবেদন করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে: https://www.hawkinscookers.com/Jobs
অনলাইন দরখাস্তে Reasons why I am interested in joining Hawkins' শীর্ষক নিজের মতো করে ২০০ শব্দের একটি লেখা আপলোড করতে হবে। লিখতে হবে ইংরেজিতে, নিজ হস্তাক্ষরে।
শিক্ষাগত যোগ্যতা, বয়স, মোবাইল ফোনের নম্বর, অভিজ্ঞতা (থাকলে) ইত্যাদি উল্লেখ করে অফলাইন দরখাস্তও জমা দেওয়া যাবে। দরখাস্তের সঙ্গে উপরোক্ত লেখাটি জুড়ে দেবেন। দরখাস্ত ভরা খামের উপর পদের নাম লিখবেন।
যত দ্রুত সম্ভব দরখাস্ত করবেন।
অফলাইন দরখাস্ত ডাকে বা ক্যুরিয়ারে পাঠানোর ঠিকানা :
Senior VP Personnel,
Hawkins Cookers Limited,
Maker Tower, F-101,
Cuffe Parade,
Mumbai-400 005.
Read More Job News: Click Link
রামকৃষ্ণ মিশনে চারটি ব্যবসামুখী প্রশিক্ষণ
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_33.html
নিট (ইউ জি) পরীক্ষা ৫ মে,2024
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/2024.html
অ্যাডভোকেট পদে ৮৩ জনকে নেবে এলাহাবাদ হাই কোর্ট
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_12.html
অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু ৯ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত রেলে ৯ হাজার হাজার টেকনিশিয়ান
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_74.html
সেনাবাহিনীতে অগ্নিবীর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_83.html
রাজ্যে ৩৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_21.html
কেন্দ্রীয় সরকার স্বীকৃত স্যানিটরি ইন্সপেক্টরের ডিপ্লোমা কোর্সে ভরতি চলছে
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_15.html
পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে ব্যবসার জন্য ঋণ দেওয়া শুরু হচ্ছে কারা কীভাবে দরখাস্ত করলে ঋণ পাবেন
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post.html
IDBI ব্যাঙ্কে ৫০০ অফিসার
https://pkubcollege.blogspot.com/2024/02/idbi.html
গার্ডেন রিচ শিপবিল্ডার্সে জার্নিম্যান
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_79.html
হকিন্সে অ্যাকাউন্টস ট্রেনি
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_91.html
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০২০
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_3.html
0 Comments