পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০২০
বিভিন্ন বিভাগে ১,০২০ জন অফিসার ও ম্যানেজার নেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। নিয়োগ করা হবে ক্রেডিট সাইবার সিকিউরিটি ও ফোরেক্স বিভাগে।
বিভাগ অনুসারে শূন্যপদ
অফিসার (capfed):
শূন্যপদ ১,০০০টি (সাধারণ ৪০০, তফসিলি জাতি ১৫২, তফসিলি উপজাতি ৭৮, ও বি সি ২৭০, আর্থিক ভাবে অনগ্রসর ১০০)। এর মধ্যে ১৩টি করে শূন্যপদ শ্রবণসংক্রান্ত ও বৌদ্ধিক প্রতিবন্ধী, ১২টি শূন্যপদ অস্থিসংক্রান্ত প্রতিবন্ধী এবং ১০টি শূন্যপদ দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা: সি এ বা সি এম এ (আই সি ডব্লু এ) বা সি এফ এ বা মোট অন্তত ৬০ শতাংশ নম্বর এবং ফিনান্সে স্পেশ্যালাইজেশন-সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট বা এম বি এ বা সমতুল। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
ম্যানেজার (ফোরেক্স):
শূন্যপদ ১৫টি (সাধারণ ৭ তফসিলি জাতি ২ তফসিলি উপজাতি ১, ও বি সি ৪, আর্থিক ভাবে অনগ্রসর ১)। শিক্ষাগত যোগ্যতা: মোট অন্তত ৬০ শতাংশ নম্বর এবং ফিনান্স বা ইন্টারন্যাশনাল বিজনেসে স্পেশ্যালাইজেশন-সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট বা এম বি এ বা সমতুল। এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অফিসার পদে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফোরেন্সে সার্টিফিকেট কোর্স করে থাকলে অগ্রাধিকার।
ম্যানেজার (সাইবার সিকিউরিটি):
শূন্যপদ ৫টি (সাধারণ ৩, তফসিলি জাতি ১, ওবিসি ১)। শিক্ষাগত যোগ্যতা: মোট অন্তত ৬০ শতাংশ নম্বর সহ কম্পিউটার সায়েন্স বা ইনফর্মেশন টেকনোলজি বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বি ই বা বি টেক অথবা এম সি এ পাশ, সঙ্গে সি সি এন এ বা সি সি এন এ সিকিউরিটি বা সি সি এস ই বা পি সি এন এস ই বা সমতুল কোর্স পাশ। সংশ্লিষ্ট কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার সায়েন্স বা ইনফর্মেশন টেকনোলজি বা ইলেক্ট্র নিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এম টেক কোর্স পাশ প্রার্থীদের অগ্রাধিকার। বয়স: ১-১-২০২৪ তারিখে অফিসার (ক্রেডিট) পদের ক্ষেত্রে ২১ থেকে ২৮ বছর এবং ম্যানেজার পদের ক্ষেত্রে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ও বি সি-রা ৩, দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন । প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন
বেতনক্রম: অফিসার পদের ক্ষেত্রে ৩৬,০০০-৬৩,৮৪০ টাকা, ম্যানেজার পদের ক্ষেত্রে ৪৮,১৭০-৬১,৮১০ টাকা।
প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন পরীক্ষা হবে মার্চ-এপ্রিলে।
অনলাইন পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে রিজনিং (২৫ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (২৫ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৫০ নম্বর) এবং পদ অনুসারে প্রফেশনাল নলেজ (১০০ নম্বর) বিষয়ে। সময় দু'ঘণ্টা। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে।
রাজ্যের পরীক্ষাকেন্দ্রগুলি হল আসানসোল, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি ও বর্ধমান।
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে : www.pnbindia.in অনলাইন দরখাস্তের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি।
প্রার্থীর চালু ই-মেল আইডি থাকতে হবে। মনে রাখবেন,
অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো (২০-৫০ কেবি সাইজের মধ্যে),
কালো কালির সই (১০-২০ কেবি সাইজের মধ্যে),
বাঁ-হাতের বুড়ো আঙুলের ছাপ (২০-৫০ কেবি সাইজের মধ্যে),
নির্দিষ্ট বয়ানে লেখা ডিক্লারেশন (৫০-১০০ কেবি সাইজের মধ্যে),
বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র,
কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট,
প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট,
দৈহিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (প্রতিটি ৫০০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে।
অনলাইন ব্যবস্থায় ফি বাবদ দিতে হবে জি এস টি-সহ ১,১৮০ টাকা (তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে জি এস টি-সহ ৫৯ টাকা)।
ডেবিট কার্ড (রুপে/ভিসা/মাস্টার কার্ড) বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (আই এম পি এস) বা ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেট বা ইউ পি আইয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড ই-রিসিপ্ট এবং অনলাইন অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট নিয়ে নেবেন। এগুলি নিজের কাছে রেখে দেবেন। পরে দরকার হবে।
Read More Job News: Click Link
রামকৃষ্ণ মিশনে চারটি ব্যবসামুখী প্রশিক্ষণ
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_33.html
নিট (ইউ জি) পরীক্ষা ৫ মে,2024
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/2024.html
অ্যাডভোকেট পদে ৮৩ জনকে নেবে এলাহাবাদ হাই কোর্ট
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_12.html
অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু ৯ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত রেলে ৯ হাজার হাজার টেকনিশিয়ান
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_74.html
সেনাবাহিনীতে অগ্নিবীর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_83.html
রাজ্যে ৩৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_21.html
কেন্দ্রীয় সরকার স্বীকৃত স্যানিটরি ইন্সপেক্টরের ডিপ্লোমা কোর্সে ভরতি চলছে
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_15.html
পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে ব্যবসার জন্য ঋণ দেওয়া শুরু হচ্ছে কারা কীভাবে দরখাস্ত করলে ঋণ পাবেন
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post.html
IDBI ব্যাঙ্কে ৫০০ অফিসার
https://pkubcollege.blogspot.com/2024/02/idbi.html
গার্ডেন রিচ শিপবিল্ডার্সে জার্নিম্যান
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_79.html
হকিন্সে অ্যাকাউন্টস ট্রেনি
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_91.html
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০২০
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_3.html
0 Comments