অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু ৯ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত রেলে ৯ হাজার হাজার টেকনিশিয়ান
কলকাতা, শিলিগুড়ি, মালদহ, গুয়াহাটি, পটনা, রাঁচী, চেন্নাই, আহমেদাবাদ, এলাহবাদ, বেঙ্গালঊরু, ভুবনেশ্বর বিলাসপুর, মুম্বই, মজঃফরপুর, সেকেন্দরাবাদ, আজমীর, জম্মু-কাশ্মীর, চন্ডীগড়, ভোপাল, গোরক্ষপুর ও তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের ১৭টি জোনে ২১টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 'টেকনিশিয়ান গ্রেড-।।।' ও 'টেকনিশিয়ান গ্রেড-। সিগন্যাল' পদে ৯,০০০ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
টেকনিশিয়ান গ্রেড :
মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আই.টি.আই. থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ট্রেডে অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ কোর্স পাশ হলেও যোগ্য।
দৃষ্টিশক্তি দরকার :
B-1. বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।
মূল মাইনে : ১৯,৯০০ টাকা।
শূন্যপদ : ৭,৯০০টি। কোন ট্রেডে ক'টি শূন্যপদ তা ওয়েবসাইটে পাবেন।
টেকনিশিয়ান গ্রেড- সিগন্যাল ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শাখার বি.এসসি. কোর্সের প্রথম বর্ষ পাশরা আবেদন করতে পারেন। ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক কোর্স পাশরাও যোগ্য।
দৃষ্টিশক্তি দরকার: B-1. বয়স হতে হবে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে।
শূন্যপদ ১,১০০টি। কোন ট্রেডে কটি শূন্যপদ তা ওয়েবসাইটে পাবেন। ওপরের সব পদের বেলায় বয়স গুণতে হবে ১-৭-২০২৪ এর হিসাবে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি'রা ৩ বছর, বিধবা, বিবাহ-বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করলে, প্রতিবন্ধী আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পরীক্ষা : সব রেলওয়ে রিক্লন্টমেন্ট বোর্ডের বেলায়ই প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট (সি.পি.টি. - I) হবে। ৩।৩ সফল হলে দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট (সি.বি.টি. -11) হবে।
এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা।
দরখাস্ত করবেন অনলাইনে, ৯ মার্চ থেকে ৮ এপ্রিলের মধ্যে। যিনি যে রেলওয়ে রিব্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান, সেই রেলওয়ে রিজুন্টমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করবেন।
এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে।
এছাড়াও পাশপোর্ট মাপের রঙিন ফটো (৩০ থেকে ৭০ কেবির মধ্যে)
সিগনেচার (৩০-৭০ কেবির মধ্যে)
কাস্ট সার্টিফিকেট (শুধুমাত্র তপশিলীদের জন্য) ৫০০ কেবির মধ্যে স্ক্যান করে, নেবেন।
যে ফটো স্ক্যান করবেন সেই ফটোর ১২ কপি নিজের কাছে রেখে দেবেন,
পরবর্তী ধাপে পরীক্ষার জন্য লাগবে। প্রথমে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত করবেন। তখন ইউজার আই.ডি. ও পাশওয়ার্ড পাবেন। তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবেন।
পরীক্ষা ফী বাবদ ৫০০ (তপশিলী, প্রতিবন্ধী, মহিলা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় ২৫০) টাকা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। সাধারণ প্রার্থীরা 'সি.বি.টি.।' পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষা ফাঁ থেকে ৪০০ টাকা আর তপশিলী, প্রাক্তন সমরকর্মী, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা 'সি.বি.টি.।' পরীক্ষা দিয়ে থাকলে ২৫০ টাকা ফেরৎ পেয়ে যাবেন (ব্যাঙ্ক চার্জ কেটে)।
কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে দরখাস্ত করবেন।
কলকাতা রেলওয়ে রিফ্রুটমেন্ট বোর্ডের বেলায়
ওয়েবসাইটে www.rrbkolkata.gov.in,
মালদহ স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে: www.rrbmalda.gov.in,
শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে www.rrbsiliguri.gov.in,
রাঁচি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে www.rrbranchi.gov.in,
পটনা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে www.rrbpatna.gov.in.
গুয়াহাটি রেলওয়ে রিত্রুন্টমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে www.rrbguwahati.gov.in,
আহমেদাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে : www.rrbahmedabad.gov.in,
আজমীর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে www.rrbajmer.gov.in,
বেঙ্গালউরু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে www.rrbbnc.gov.in,
ভোপাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে: www.nbbhopal.gov.in,
ভুবনেশ্বর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে www.rrbbbs.gov.in,
বিলাসপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে www.rrbbilaspur.gov.in,
চণ্ডীগড় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে www.rrbcdg.gov.in,
চেন্নাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে www.rrbchennai.gov.in,
গোরক্ষপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে www.rrbgkp.gov.in,
জম্মু-শ্রীনগর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে www.rrbjammu.nic.in
মুম্বই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে : www.rrbmumbai.gov.in,
মজঃফরপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে। www.muzaffarpur.gov.in
সেকেন্দ্রাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে www.rrbsecunderabad.gov.in,
তিরুবনন্তপুরম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে : www.rrbthiruvananthapuram.gov.in
প্রয়াগরাজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইটে
: www.rrbald.gov.in
কোন ট্রেডের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ ইত্যাদি ওয়েবসাইটে পাবেন।
Read More Job News: Click Link
রামকৃষ্ণ মিশনে চারটি ব্যবসামুখী প্রশিক্ষণ
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_33.html
নিট (ইউ জি) পরীক্ষা ৫ মে,2024
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/2024.html
অ্যাডভোকেট পদে ৮৩ জনকে নেবে এলাহাবাদ হাই কোর্ট
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_12.html
অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু ৯ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত রেলে ৯ হাজার হাজার টেকনিশিয়ান
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_74.html
সেনাবাহিনীতে অগ্নিবীর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_83.html
রাজ্যে ৩৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_21.html
কেন্দ্রীয় সরকার স্বীকৃত স্যানিটরি ইন্সপেক্টরের ডিপ্লোমা কোর্সে ভরতি চলছে
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_15.html
পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে ব্যবসার জন্য ঋণ দেওয়া শুরু হচ্ছে কারা কীভাবে দরখাস্ত করলে ঋণ পাবেন
https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post.html
IDBI ব্যাঙ্কে ৫০০ অফিসার
https://pkubcollege.blogspot.com/2024/02/idbi.html
গার্ডেন রিচ শিপবিল্ডার্সে জার্নিম্যান
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_79.html
হকিন্সে অ্যাকাউন্টস ট্রেনি
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_91.html
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০২০
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_3.html
0 Comments