রামকৃষ্ণ মিশনে চারটি ব্যবসামুখী প্রশিক্ষণ

 

রামকৃষ্ণ মিশনে চারটি ব্যবসামুখী প্রশিক্ষণ



রামকৃষ্ণ মিশনে চারটি ব্যবসামুখী প্রশিক্ষণ

চারটি কোর্সে ভর্তি নিচ্ছে রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠের জনশিক্ষা মন্দির। কোর্সগুলি হল: মোবাইল ফোন রিপেয়ারিং অ্যান্ড মেইন্টেন্যান্স, টু অ্যান্ড থ্রি হুইলার (মেকানিক-টেকনিশিয়ান), এয়ারকন্ডিশনার, ফ্রিজ এবং ওয়াশিং মেশিন মেরামতি রক্ষণাবেক্ষণ এবং বেসিক ইলেক্ট্রনিক্স ইলেক্ট্রিক্যাল সরঞ্জাম মেরামতি রক্ষণাবেক্ষণ। প্রশিক্ষণ শেষে প্রথম দু'টি কোর্সের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (পূর্বতন ডব্লু বি এস সি ভি টি) এবং পরের দু'টি কোর্সের ক্ষেত্রে সার্টিফিকেট ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এন এস ডি সি) প্রদান করা হবে। সপ্তাহে দিন ক্লাসসকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

-

মোবাইল রিপেয়ারিং অ্যান্ড মেইন্টেন্যান্স এবং টু অ্যান্ড থ্রি হুইলার:

শিক্ষাগত যোগ্যতা: উভয় কোর্সের ক্ষেত্রেই মাধ্যমিক।

 কোর্সের মেয়াদ: মাস।

কোর্স ফি : ,৫০০ টাকা।

এয়ারকন্ডিশনার, ফ্রিজ এবং ওয়াশিং মেশিন মেরামতি রক্ষণাবেক্ষণ:

 শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক।

কোর্সের মেয়াদ: মাস।

কোর্স ফি: ,০০০ টাকা।

ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল সরঞ্জাম মেরামতি রক্ষণাবেক্ষণ:

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক।

কোর্সের মেয়াদ: এক বছর।

কোর্স ফি: ,০০০ টাকা

আগে এলে আগে সুযোগের ভিত্তিতে প্রার্থীদের ভর্তি নেওয়া হবে। ভর্তির আবেদনপত্র পাওয়া যাবে রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠের জনশিক্ষা মন্দিরের অফিসে। ভর্তির সময়ে সঙ্গে লাগবে: কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো, আধার কার্ডের নকল, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিটের নকল, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের নকল এবং কোর্স অনুযায়ী ফি।

ভর্তির শেষ তারিখ জানানো হয়নি। দ্রুত আবেদন করুন।

 প্রয়োজনে ফোন করতে পারেন এই নম্বরে: ০৩৩ ২৬৫৪-১১৪৫, ৭৪৭৮৪৮৭৬৬৩

 

 

 

 Read More Job News: Click Link

রামকৃষ্ণ মিশনে চারটি ব্যবসামুখী প্রশিক্ষণ

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_33.html

নিট (ইউ জি) পরীক্ষা মে,2024

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/2024.html

অ্যাডভোকেট পদে ৮৩ জনকে নেবে এলাহাবাদ হাই কোর্ট

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_12.html

অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু মার্চ থেকে এপ্রিল পর্যন্ত রেলে হাজার হাজার টেকনিশিয়ান

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_74.html

সেনাবাহিনীতে অগ্নিবীর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_83.html

রাজ্যে ৩৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_21.html

কেন্দ্রীয় সরকার স্বীকৃত স্যানিটরি ইন্সপেক্টরের ডিপ্লোমা কোর্সে ভরতি চলছে

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_15.html

পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে ব্যবসার জন্য ঋণ দেওয়া শুরু হচ্ছে কারা কীভাবে দরখাস্ত করলে ঋণ পাবেন

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post.html

IDBI ব্যাঙ্কে ৫০০ অফিসার

https://pkubcollege.blogspot.com/2024/02/idbi.html

গার্ডেন রিচ শিপবিল্ডার্সে জার্নিম্যান

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_79.html

হকিন্সে অ্যাকাউন্টস ট্রেনি

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_91.html

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০২০

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_3.html

 

 

 

 

 

 

 

 



Post a Comment

0 Comments