Madhaymik Pass, Graduation Pass Government Job , 2024 ,March Last Week Job
(1-No Post)
৪৬৬০ কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর মাধ্যমিক ও গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য
কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ কলকাতা, মালদা ও শিলিগুড়ি-সহ দেশের ২১টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে স্পেশাল প্রোটেকশন ফোর্সে দুইটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর পদে ৪৬৬০ জন নিয়োগ করা হবে। মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে। অনলাইনে দরখাস্ত করতে হবে ১৫ এপ্রিল, ২০২৪ থেকে ১৪ মে, ২০২৪-এর মধ্যে। পদ অনুযায়ী যোগ্যতা:
(১) কনস্টেবল:
মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। বয়স: ১ জুলাই, ২০২৪ অনুযায়ী ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে।
শূন্যপদ : ৪২০৮
বেতনক্রম: লেভেল-৩। প্রারম্ভিক বেতন ২১৭০০ টাকা।
(২) সাব-ইন্সপেক্টর:
যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে। বয়স: ১ জুলাই, ২০২৪ অনুযায়ী ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে। শূন্যপদ: ৪৫২। বেতনক্রম: লেভেল-৬। প্রারম্ভিক বেতন ৩৫৪০০ টাকা।
মেডিকেল স্ট্যান্ডার্ড: শারীরিকভাবে সুস্থ হতে হবে। দুরের দৃষ্টিশক্তি চশমা-সহ বা চশমা ছাড়া ৬/৯, ৬/১২ ও কাছের দৃষ্টিশক্তি চশমা-সহ বা চশমা ছাড়া এসএন ০.৬.০৬ হতে অফ ভিশন ও নাইট ভিশন টেস্টে পাশ হতে হবে। হবে। এছাড়া কালার ভিশন, বাইনোকিউলার ভিশন, ফিল্ড সব পদের ক্ষেত্রেই নির্দিষ্ট আইন অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন করার পদ্ধতি:
দরখাস্ত করতে হবে অনলাইনে
কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbkolkata.gov.in,
মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbmalda.gov.in,
শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.nbsiliguri.gov.in.
আহমেদাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbahmedabad.gov.in,
আজমেঢ় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbajmer.gov.in,
প্রয়াগরাজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbald.gov.in,
ব্যাঙ্গালোর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbbne.gov.in,
ভোপাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbbpl.nic.in,
ভুবনেশ্বর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbbbs.gov.in,
বিলাসপুর রেলওয়ে রিক্রুটুমেন্ট বোর্ডের বেলায় www.rrbbilaspur.gov.in,
চণ্ডীগড় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbedg.gov.in,
চেন্নাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbchennai.gov.in
গোরক্ষপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় | www.rrbgkp.gov.in,
গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbguwahati.gov.in,
জম্মু-শ্রীনগর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.nbjammu.nic.in,
মুম্বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbmumbai.gov.in,
মুজফফরপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.nbmuzaffarpur.gov.in,
পাটনা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.bpatna.gov.in,
রাঁচি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbranchi.gov.in,
তিরুবনন্তপুরম রেলওয়ে রিক্রুটমেন্ট বেলায় www.rrbhiruvananthapuram.gov.in,
সেকেন্দ্রাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbsecunderabad.gov.in
ওয়েবসাইটের মাধ্যমে। একজন প্রার্থী কেবলমাত্র একটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জন্যই আবেদন করতে পারবেন। এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্ত ফি ৫০০ টাকা। তপশিলি সম্প্রদায়, মহিলা, প্রাক্তন সমরকর্মী, তৃতীয় লিঙ্গ, সংখ্যালঘু ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় দরখাস্ত ফি ২৫০ টাকা। নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি:
প্রার্থী বাছাই হবে তিনটি ধাপে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি), ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (পিইটি) অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (পিএমটি)।
(১) কনস্টেবল পদের বেলায় সম্ভাব্য সিলেবাস - কম্পিউটার বেসড টেস্টের প্রশ্ন হবে মাধ্যমিক মানের। ৯০ মিনিট সময়সীমার ১২০ টি প্রশ্নের সিবিটি হবে এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস (৫০ নম্বর), অ্যারিথমেটিক (৩৫ নম্বর), জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (৩৫ নম্বর)। নেগেটিভ মার্কিং থাকবে। ৩ টি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১ নম্বর কাটা যাবে। সিবিটি পাশের পর হবে পিইটি অ্যান্ড পিএমটি। পিইটি'তে ছেলেদের ৫ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে ১৬০০ মিটার দৌড়, ১৪ ফুট লং জাম্প, ৪ ফুট হাই জাম্প ও মেয়েদের ক্ষেত্রে ৩ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে ৮০০ মিটার দৌড়, ৯ ফুট লং জাম্প, ৩ ফুট হাই জাম্প দিতে হবে।
(২) সাব-ইন্সপেক্টর পদের বেলায় সম্ভাব্য সিলেবাস - কম্পিউটার বেসড টেস্টে প্রশ্ন হবে গ্র্যাজুয়েট মানের। ১০ মিনিট সময়সীমার ১২০টি প্রশ্নের সিবিটি হবে এই সব বিষয়ে "জেনারেল অ্যাওয়ারনেস (৫০ নম্বর), অ্যারিথমেটিক (৩৫ নম্বর), জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (৩৫ নম্বর)। নেগেটিভ মার্কিং আছে। ৩টি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১ নম্বর কাটা যাবে। পাশ করা প্রার্থীদের এরপর পিইটি ও পিএমটি দিতে হবে। পিইটি'তে ছেলেদের ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১৬০০ মিটার দৌড়, ১২ ফুট লং জাম্প, ৩ ফুট ১ ইঞ্চি হাই জাম্প দিতে হবে ও মেয়েদের ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়, ৯ ফুট লং জাম্প, ৩ ফুট হাই জাম্প দিতে হবে। অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট।
(2-No Post)
রাজ্যে পঞ্চায়েত স্তরে ৬,৬৫২ কর্মী নিয়োগ
পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদে ৬,৬৫২ জন কর্মী নিয়োগের জন্য জেলাভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করেছে।
জেলা ও পঞ্চায়েত স্তর অনুযায়ী শূন্যপদ:
আলিপুরদুয়ার:
(ক) গ্রাম পঞ্চায়েত: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, | গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি - ১৬।
(খ) পঞ্চায়েত সমিতি : অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিকস অফিসার, ক্লার্ক-কাম-টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিশুন ১৭।
(গ) জেলা পরিষদ: গ্রুপ ডি,
বীরভূম:
(ক) গ্রাম পঞ্চায়েত: ক্লার্ক, ক্লার্ক-কাম-টাইপিস্ট, পঞ্চায়েত সামাত পিত্তন - ৪৫। সেক্রেটারি ইনফরমেটিকস অফিসার : ১।
(গ) জেলা পরিষদ: স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ৩৫। অ্যাসিস্ট্যান্ট ১২৯।
(খ) পঞ্চায়েত সমিতি: ব্লক ক্যাশিয়ার গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট,
পশ্চিম বর্ধমান:
(ক) গ্রাম পঞ্চায়েত: গ্রাম পঞ্চায়েত কর্মী, সহায়ক, সেক্রেটারি ১৭।
(খ) পঞ্চায়েত সমিতি: অ্যাকাউন্টস ক্লার্ক, ক্লার্ক-কাম-টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন - ১৯। (গ) জেলা পরিষদ: ডিসট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট - ১। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব-অ্যাসিস্ট্যান ইঞ্জিনিয়ার (সিভিল), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) - উপ
পশ্চিম মেদিনীপুর:
(ক) গ্রাম পঞ্চায়েত: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি - ৪৮৫।
(খ) পঞ্চায়েত সমিতি: অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিকস অফিসার, ক্লার্ক-কাম-টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন - ৬১।
(গ) জেলা পরিষদ: অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট'- ১৪ সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল / সিভিল) - ৭
পূর্ব বর্ধমান:
(ক) গ্রাম পঞ্চায়েত: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি - ২৩৮।
(খ) পঞ্চায়েত সমিতি: অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিকস অফিসার, ক্লার্ক-কাম-টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন - ১১।
(গ) জেলা পরিষদ: ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ৫০। ডিসট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল/সিভিল), সিস্টেম ম্যানেজার - ১৯।লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার - ৮।
কোচবিহার:
(ক) গ্রাম পঞ্চায়েত: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায় সহায়ক, সেক্রেটারি ১৫১।
(খ) পঞ্চায়েত সমিতি : বুক ইনফরমেটিকস অফিসার, ক্লার্ক-কাম-টাইপিস্ট, ডেটা এন্টি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন - ১৪।
(গ) জেলা পরিষদ: অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, রেয়ার অ্যাসিস্ট্যান্ট - ২১। ডিসট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল/সিভিল) –
দক্ষিণ দিনাজপুর:
(ক) গ্রাম পঞ্চায়েত: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি - ১৫১।
(খ) পঞ্চায়েত সমিতি: অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিকস অফিসার, ক্লাক-কাম-টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন - ২২।
(গ) জেলা পরিষদ: অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার - ১। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)- ২।
দার্জিলিং:
(ক) গ্রাম পঞ্চায়েত: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি - ৩৩১।
(খ) পঞ্চায়েত সমিতি : অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিকস অফিসার বাবা তামা ইিপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন-৩৫।
(গ) শিলিগুড়ি মহকুমা পরিষদ: দাজিলিং- অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট - ২৫। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল/সিভিল) ৪
হুগলী:
(ক) গ্রাম পঞ্চায়েত: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি - ৫৩৯।
(খ) পঞ্চায়েত সমিতি: অ্যাকাউন্টস ক্লার্ক, ক্লার্ক-কাম-টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন - ৩২।
(গ) জেলা পরিষদ: গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট - ৩০। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)- ৫।
হাওড়া:
(ক) গ্রাম পঞ্চায়েত: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি ৩৭৯।
(খ) পঞ্চায়েত সমিতি : অ্যাকাউন্টস ক্লার্ক, ক্লার্ক-কাম-টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন -৩৩।
(গ) জেলা পরিষদ: অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট - ২৫। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সাব-আসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) ৫।
জলপাইগুড়ি:
(ক) গ্রাম পঞ্চায়েত: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি – ১০৪।
(খ) পঞ্চায়েত সমিতি: অ্যাকাউন্টস ক্লার্ক, ক্লার্ক-কাম-টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন - ১১।
(গ) জেলা পরিষদ: অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার - ৩১। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল/সিভিল) - ৫।
ঝাড়গ্রাম:
(ক) গ্রাম পঞ্চায়েত: গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি - ২০০।
(খ) পঞ্চায়েত সমিতি: অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিকস অফিসার, ক্লার্ক-কাম-টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন - ২১।
(গ) জেলা পরিষদ: স্টেনোগ্রাফার ১। ডিসট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল/সিভিল), পরিষদ পাবলিক হেলথ অফিসার - ৩।
কালিম্পং:
(ক) গ্রাম পঞ্চায়েত: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি - ১৫১।
(খ) পঞ্চায়েত সমিতি: অ্যাকাউন্টস ক্লার্ক, ক্লার্ক-কাম-টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন - ১৮।
পূর্ব মেদিনীপুর:
(ক) গ্রাম পঞ্চায়েত: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি - ২৩৮।
(খ) পঞ্চায়েত সমিতি: অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিকস অফিসার, ক্লার্ক-কাম-টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন - ৭২।
(গ) জেলা পরিষদ: অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট - ১১। ডিসট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল/সিভিল) - ৮।
পুরুলিয়া:
(ক) গ্রাম পঞ্চায়েত: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি - ৩১১।
(খ) পঞ্চায়েত সমিতি: অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিকস অফিসার, ক্লার্ক-কাম-টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন-৫৪।
(গ) জেলা পরিষদ: অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার - ৩৩। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) - ৭।
দক্ষিণ ২৪ পরগনা:
(ক) গ্রাম পঞ্চায়েত: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক সেক্রেটারি - ৪৮৪।
(খ) পঞ্চায়েত সমিতি: অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিকস অফিসার, ক্লার্ক-কাম-টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন - ১৫।
(গ) জেলা পরিষদ: গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার - ১৭। ডিসট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল/সিভিল) - ১।
উত্তর দিনাজপুর:
(ক) গ্রাম পঞ্চায়েত: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি - ৬০।
(খ) পঞ্চায়েত সমিতি: অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিকস অফিসার, পঞ্চায়েত সমিতি পিওন ১১।
(গ) জেলা পরিষদ: অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার - ২৫। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল/সিভিল) - 81
মালদা:
(ক) গ্রাম পঞ্চায়েত: নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি - ১০৩।
(খ) পঞ্চায়েত সমিতি: অ্যাকাউন্টস সম্প্রদায় প্রার্থীরা ৫ বছর; ওবিসি প্রার্থীরা ৩ বছর, শরীরিক ক্লার্ক, ব্লক ইনফরমেটিকস অফিসার, ক্লার্ক-কাম-টাইপিস্ট প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর ছাড় পাবেন। দরখাস্ত করতে - ৮।
(গ) জেলা পরিষদ: অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট, গ্রুপ হবে অনলাইনে ১৮ মার্চ, ২০২৪ রাত ১১টার মধ্যে। ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্ক। ইস্টার্ন রিজিয়নে যোগ্যতা অনুযায়ী পদ: মোট শূন্যপদ ৩৫০। অ্যাসিস্ট্যান্ট ২৫। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, (ক) মাধ্যমিক যোগ্যতায় আবেদন করা যাবে এই সমস্ত সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) - ২
মুর্শিদাবাদ:
(ক) গ্রাম পঞ্চায়েত: এক্সিকিউটিভ পদে- (১) কম্পোজিটর (পোস্ট নং ER11024): শূন্যপদ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি - ১৩৩। ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। বেতনক্রম: লেভেল-২ ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)। বয়স:
(খ) পঞ্চায়েত সমিতিঃ ক্লার্ক-কাম-টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন - ৫।
(গ) জেলা পরিষদ: অ্যাডিশনাল অনুযায়ী। নিয়োগকেন্দ্র- অ্যানথ্রোপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। অ্যাকাউন্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
নদীয়া:
(ক) গ্রাম পঞ্চায়েত: এক্সিকিউটিভ (৩) ফটোগ্রাফার (পোস্ট নং ER12124 ) : শূন্যপদ ১. অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, সেক্রেটারি - ১০২।
(খ) পঞ্চায়েত সমিতি: অ্যাকাউন্টস ক্লার্ক, ক্লার্ক-কাম-টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন - ২৩।
(গ) ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ১৬। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পরিষদ: গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) - ৩। স্টেনোগ্রাফার - ৩০। ডিসট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট
উত্তর ২৪ পরগনা:
(ক) গ্রাম পঞ্চায়েত: এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (অসংরক্ষিত)। বয়স: ২১ থেকে ২৫ বছরের মধ্যে। অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন- ৩৬।
(গ) জেলা জেলা পরিষদ: অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট, গ্রুপ ডি, লোয়ার (৪) ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) (পোস্ট নং ER13324): বেতনক্রম: লেভেল-৫ অনুযায়ী অনুযায়ী।
(3-No Post)
প্রতিবন্ধী ও আর্থিক ভাবে অনগ্রসরদের জন্য কম্পিউটারের প্রশিক্ষণ
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সেরিব্রাল পালসি ১৯৭৪ সাল থেকে বিশেষ ভাবে সক্ষমদের নিয়ে কাজ করছে। বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে তাঁদের জীবনের মূল স্রোতে অংশ নেওয়ার উপযোগী করে তোলাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। বিগত তিন দশক ধরে এই প্রতিষ্ঠান কম্পিউটারের বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ দিচ্ছে প্রতিবন্ধী (দৃষ্টিহীন ছাড়া) এবং আর্থিক ভাবে অনগ্রসর তরুণ-তরুণীদের। প্রথাগত পড়াশোনার পাশাপাশি কম্পিউটারের বিভিন্ন কোর্স করে তাঁরা যাতে চাকরি পাওয়ার বা স্বনির্ভর হওয়ার উপযুক্ত হয়ে উঠতে পারেন সেজন্যই এই উদ্যোগ।
প্রতিষ্ঠানের আই টি (কম্পিউটার কোর্স)-র ডেপুটি হেড সন্দীপ হালদার 'কর্মক্ষেত্র'কে জানালেন, 'একমাত্র দৃষ্টিহীনরা ছাড়া বাকি সব ধরনের প্রতিবন্ধীরা তাঁদের মেধা ও সক্ষমতা অনুযায়ী আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ নিতে পারেন। তবে শুধু শারীরিক বা মানসিক প্রতিবন্ধীরা নয়, বিপিএল তালিকাভুক্ত ও আর্থিক ভাবে অনগ্রসর ছাত্রছাত্রী এবং বেকার তরুণ-তরুণীদেরও বিভিন্ন ধরনের কোর্স করার সুযোগ আছে। কোর্স শেষ করে এই সংস্থার অধিকাংশ ছাত্রছাত্রী বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত।'
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সেরিব্রাল পালসিতে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে বেশ কিছু কম্পিউটারের কোর্স। ভর্তির জন্য আবেদন করতে পারেন এখনই। যে-সব কোর্সে ভর্তি হবেন
১) ইন্ট্রোডাকশন টু কম্পিউটার উইথ এম এস ওয়ার্ড অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট: কোর্সের মেয়াদ ৪ মাস।
২) ইন্টারনেট: কোর্সের মেয়াদ ৩ মাস।
৩) স্প্রেডশিট (এম এস এক্সেল): কোর্সের মেয়াদ ৩ মাস।
৪) পাওয়ার পয়েন্ট: কোর্সের মেয়াদ ১ মাস।
৫) ডি টি পি অপারেটর (ফোটোশপ / কোরেল ড্র): কোর্সের মেয়াদ ৪ মাস।
৬) এস কিউ এল সার্ভার: কোর্সের মেয়াদ ৩ মাস।
৭) কোর জাভা কোর্সের মেয়াদ ৪ মাস।
কারা আবেদন করতে পারেন:
সব রকমের মানসিক ও শারীরিক প্রতিবন্ধী (দৃষ্টিহীনরা ছাড়া), আর্থিক ভাবে অনগ্রসর ও বিপিএল তালিকাভুক্ত তরুণ-তরুণী।
শিক্ষাগত যোগ্যতা:
অন্তত অষ্টম শ্রেণি পাশ। বয়স: অন্তত ১৮ বছর। বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই।
কোর্স ফি:
প্রতি মাসে ৫০০ টাকা। বিপিএল তালিকাভুক্তদের কেবল প্রসেসিং ফি দিতে হবে। আর্থিক ভাবে অনগ্রসরদের পরিবারের বার্ষিক আয় দেখে কোর্স ফি-তে ছাড় দেওয়া হয়।
কম্পিউটার কোর্সের বিষয়ে ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের উদ্দেশে সন্দীপ হালদার বললেন, 'এমন অনেকে আসেন যাঁদের জন্য এই কম্পিউটার কোর্সগুলি উপযুক্ত নয়। তাঁদের বা তাঁদের অভিভাবকদের আমরা প্রথমে ছ'মাসের বেসিক কম্পিউটার কোর্স করানোর পরামর্শ দিই। এখানেও ফি প্রতি মাসে ৫০০ টাকা। তবে এক-দু'মাস পর যদি দেখা যায় শিক্ষার্থীর বেসিক কোর্সটি বুঝতে অসুবিধা হচ্ছে বা তাঁরা আর বিষয়টি নিয়ে এগোতে পারছেন না, তখন আমাদের প্রতিষ্ঠানে কম্পিউটারের বাইরে প্রিন্টিং অ্যান্ড পেপার প্রোডাক্ট, ক্যাটারিং অ্যান্ড টি প্যাকেজিং-এর অন্তর্গত কোর্সগুলি করার পরামর্শ দিই, যাতে প্রশিক্ষণ নিয়ে সেই সব কাজ করে তাঁদের স্বনির্ভর হওয়ার পথ খোলা থাকে। প্রিন্টিং কোর্সে আছে ব্লক প্রিন্টিং, বুক বাইন্ডিং, ল্যামিনেশন, পেপার ব্যাগ মেকিং ইত্যাদি। ক্যাটারিং অ্যান্ড টি প্যাকেজিং কোর্সের অন্তর্গত মিল প্রিপারেশন, বেকারি ইত্যাদি।'
যোগাযোগ: ওয়েবসাইট: www.iicpindia.org.
(4-No Post)
রাজ্যের পলিটেকনিকগুলিতে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন গ্রহণ শুরু
পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিকগুলিতে ফটোগ্রাফি-সহ ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির বিভিন্ন শাখায় ৩ বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থী বাছাই করা হবে মেধার ভিত্তিতে।
ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির বিষয়গুলি হল:
থ্রি-ডি অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স,
এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং,
আর্কিটেকচার,
অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং,
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং,
সিভিল ইঞ্জিনিয়ারিং,
কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেট ওয়ার্কিং,
কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি,
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ঞ্জনিয়ারিং,
কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি,
কনস্ট্রাকশন অ্যান্ড অটোমেশন,
সাইবার ফরেন্সিকস অ্যান্ড ইনফর্মেশন সিকিউরিটি,
ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং,
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং,
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল),
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (রিজিওনাল ল্যাঙ্গুয়েজ),
ইলেক্ট্রিক্যাল পাওয়ার সিস্টেম,
ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং,
ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং,
ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং,
ফুড প্রসেসিং টেকনোলজি, ফুটওয়্যার টেকনোলজি,
জিওগ্রাফিক্যাল ইনফর্মেশন সিস্টেম অ্যান্ড গ্লোবাল পজিশনিং সিস্টেম, ইনফর্মেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং,
ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল,
ইন্টিরিয়র ডেকরেশন,
লেদার গুডস টেকনোলজি,
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং,
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (প্রোডাকশন),
মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং,
মাইন সার্ভেয়িং,
মাইনিং ইঞ্জিনিয়ারিং,
মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি,
মাল্টিমিডিয়া টেকনোলজি,
প্যাকেজিং টেকনোলজি,
ফটোগ্রাফি,
প্রিন্টিং টেকনোলজি,
রিনিউয়েবল এনার্জি,
সার্ভে ইঞ্জিনিয়ারিং,
ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম।
এই সবক'টি বিষয়েই পড়ানো হয় ৩ বছরের ডিপ্লোমা কোর্স । সব পলিটেকনিক প্রতিষ্ঠানে সব শাখায় কোর্স পড়ানো হয় না। কোন পলিটেকনিকে কী কী বিষয় পড়ানো হয় তার বিশদ তালিকা পাবেন এই ওয়েবসাইটে : https://scvtwb.in
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ।
বয়স:
কোনও ঊর্ধ্বসীমা নেই। তবে প্রার্থীর জন্মতারিখ ১-৭-২০০৯-এর পরে হওয়া চলবে না।
প্রার্থীর বর্ণান্ধতা রোগ থাকা চলবে না।
অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https:// scrvesd.wb.gov.in অনলাইন আবেদনের শেষ তারিখ ১৫ মে। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সাবমিট করুন। সাবমিটের পর পাওয়া আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি পরে লাগবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৪৫০ টাকা (কন্যাশ্রী তালিকাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে ২২৫ টাকা)। ফি জমা দেওয়া যাবে নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউ পি আইয়ের মাধ্যমে। ফি দিয়ে পাওয়া রসিদের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি নিজের কাছে রাখবেন। পরে কাজে লাগবে। অনলাইন আবেদনের পদ্ধতি-সহ খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট: https://scvtwb.in
(5-No Post)
কলকাতা পুলিশে ৩৭৩৪ কনস্টেবল
কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে ৩,৭৩৪ জনকে নেবে কলকাতা পুলিশ ৷ প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। হোম গার্ড ও সিভিক ভলান্টিয়াররাও শর্তসাপেক্ষে আবেদনের যোগ্য।
শূন্যপদের ক্যাটেগরি-ভিত্তিক বিন্যাস: সাধারণ:
পুরুষ ৫১৯, মহিলা ৩৫, ই সি পুরুষ ৪৪৯, ই সি মহিলা ৩৭, হোম গার্ড পুরুষ ২৪৪, হোম গার্ড মহিলা ২১, সিভিক ভলান্টিয়ার পুরুষ ২৭৮, সিভিক ভলান্টিয়ার মহিলা ২১, খেলোয়াড় পুরুষ ৬৯, খেলোয়াড় মহিলা ৬, তফসিলি জাতি: পুরুষ ৩১১, মহিলা ২৬, ই সি পুরুষ ২৪৩, ই সি মহিলা ১৮, হোম গার্ড পুরুষ ১০৪, হোম গার্ড মহিলা ৮, সিভিক ভলান্টিয়ার পুরুষ ১০৪, সিভিক ভলান্টিয়ার মহিলা ৮,
তফসিলি উপজাতি : পুরুষ ৬৯, মহিলা ৫, ই সি পুরুষ ৭০, ই সি মহিলা ৫, হোম গার্ড পুরুষ ৩৪, হোম গার্ড মহিলা ৩, সিভিক ভলান্টিয়ার পুরুষ ৩৫, সিভিক ভলান্টিয়ার মহিলা ৩, ও বি সি - এ: পুরুষ ১০৪, মহিলা ৭, ই সি পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক
১০৪, ই সি মহিলা ৯, হোম গার্ড পুরুষ ৬৯, হোম গার্ড মহিলা ৫, সিভিক ভলান্টিয়ার পুরুষ ৬৯, সিভিক ভলান্টিয়ার মহিলা ৬, ও বি সি-বি পুরুষ ১০৪, মহিলা ৮, ই সি পুরুষ ৬৯, ই সি মহিলা ৬, হোম গার্ড পুরুষ ৩৫, হোম গার্ড মহিলা ৩, সিভিক ভলান্টিয়ার পুরুষ ৩৪, সিভিক ভলান্টিয়ার মহিলা ৩, আর্থিক ভাবে অনগ্রসর: পুরুষ ২৪২, মহিলা ২০, ই সি পুরুষ ১০৫, ই সি মহিলা ৭ ।
সিভিক ভলান্টিয়ার ও হোম গার্ডের শূন্যপদের ক্ষেত্রে ১-১-২০২৪ তারিখ অনুসারে কলকাতা পুলিশে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে সিভিক ভলান্টিয়ার ও হোম গার্ডরা আবেদন করবেন।
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক বা সমতুল। প্রার্থীকে বাংলা বলতে, পড়তে ও লিখতে জানতে হবে (দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য মহকুমার স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
দৈহিক মাপজোক: পুরুষদের ক্ষেত্রে উচ্চতা: অন্তত ১৬৭ সেমি (গোর্খা, রাজবংশী এবং তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ১৬০ সেমি)। বুকের ছাতি : না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৮ সেমি ও ৮৩ সেমি (গোর্খা, রাজবংশী এবং তফসিলি উপজাতিদের ক্ষেত্রে যথাক্রমে ৭৬ সেমি ও ৮১ সেমি)। ওজন: অন্তত ৫৭ কেজি (গোর্খা, রাজবংশী এবং তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ৫৩ কেজি)। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা: অন্তত ১৬০ সেমি (গোর্খা, রাজবংশী এবং তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ১৫২ সেমি)। ওজন: অন্তত ৪৯ কেজি (গোর্খা, রাজবংশী এবং তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ৪৫ কেজি)। ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে উচ্চতা: অন্তত ১৬৩ সেমি (গোর্খা, রাজবংশী এবং তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ১৫৫ সেমি)। ওজন: অন্তত ৫২ কেজি (গোর্খা, রাজবংশী এবং তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ৪৮ কেজি)।
খেলোয়াড় নিয়োগ করা হবে এই সব ক্রীড়াক্ষেত্র থেকে: অ্যাথলেটিক্স (ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট-সহ), ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবল টেনিস, ভলিবল, টেনিস, ওয়েটলিফটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিক্স, জুডো, রাইফেল শুটিং, কবাড়ি, খো খো ৷
বয়স: ১-১-২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫ এবং ও বি সি-রা ৩ বছরের বয়সের ছাড় পাবেন। ট্রান্সজেন্ডাররা ৩ বছরের বয়সের ছাড় পাবেন। সিভিক ভলান্টিয়াররা ৫ বছরের বয়সের ছাড় পাবেন।
বেতনক্রম: নিয়মানুসারে। প্রার্থী বাছাই করা হবে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, দৈহিক মাপজোক যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা, ফাইনাল লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। সবশেষে নথিপত্র যাচাই ও মেডিক্যাল এক্সামিনেশন। মনে রাখবেন, প্রিলিমিনারি পরীক্ষা শুধু একটি স্ক্রিনিং টেস্ট। এতে পাওয়া নম্বর চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের জন্য গণ্য হবে না। এই পরীক্ষায় সফল হলে ফাইনাল পরীক্ষায় বসার ছাড়পত্র মিলবে। ফাইনাল পরীক্ষায় সফল হলে নেওয়া হবে ইন্টারভিউ। ফাইনাল পরীক্ষা এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে।
প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় অবজেকটিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে জেনারেল অ্যাওয়্যারনেস অ্যান্ড জেনারেল নলেজ (৪০ নম্বর), মাধ্যমিক স্তরের এলিমেন্টারি ম্যাথমেটিক্স (৩০ নম্বর) এবং রিজনিং (৩০ নম্বর) বিষয়ে। পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা। নেগেটিভ মার্কিং আছে। দৈহিক মাপজোকের পরীক্ষায় উত্তীর্ণদের দৈহিক সক্ষমতার পরীক্ষা হবে। এতে থাকবে পুরুষদের ক্ষেত্রে ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১,৬০০ মিটার, মহিলাদের ক্ষেত্রে ৪ মিনিটে ৮০০ মিটার, ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে সাড়ে ৩ মিনিটে ৮০০ মিটার দৌড়। ৩৫ বছরের বেশি বয়সি প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে থাকবে সাড়ে ৩ মিনিটে ৮০০ মিটার (মহিলা ও ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে সাড়ে ৪ মিনিটে ৮০০ মিটার) দৌড়।
দৈহিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণরা ফাইনাল লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। ফাইনাল পরীক্ষায় অবজেকটিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে জেনারেল অ্যাওয়্যারনেস অ্যান্ড জেনারেল নলেজ (২৫ নম্বর), ইংলিশ (১০ নম্বর), মাধ্যমিক স্তরের এলিমেন্টারি ম্যাথমেটিক্স (২৫ নম্বর) এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস (২৫ নম্বর) বিষয়ে। পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা। নেগেটিভ মার্কিং আছে।
লিখিত ফাইনাল পরীক্ষার মেধাতালিকা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের (১৫ নম্বর) জন্য।
অনলাইন দরখাস্ত করতে হবে এই তিন ওয়েবসাইটের যে-কোনও একটির মাধ্যমে: https://prb.wb.gov.in,
wbpolice.gov.in, kolkatapolice.gov.in অনলাইন আবেদনের শেষ তারিখ ২৯ মার্চ। প্রার্থীর চালু ই-মেল আইডি থাকতে হবে। মনে রাখবেন, অনলাইন আবেদনের সময় জে পি জি ফর্ম্যাটে স্ক্যান করা প্রার্থীর রঙিন পাসপোর্ট মাপের ফটো (১০-৫০ কেবি সাইজের মধ্যে), সই (৫-২০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে। এ ছাড়াও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড স্বীকৃত সহজ মিত্র কেন্দ্রের মাধ্যমে অতিরিক্ত ২৩ টাকার বিনিময়ে অনলাইন দরখাস্ত করা যাবে।
ফি বাবদ দিতে হবে ১৭০ টাকা (তফসিলি প্রার্থীদের ক্ষেত্রে ২০ টাকা)। ফি জমা দেওয়া যাবে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ই-ওয়ালেট বা ইউ পি আই-এর মাধ্যমে। সার্ভিস চার্জ অতিরিক্ত। ফি জমা দিয়ে পাওয়া ই- রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।
(6-No Post)
অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার
টেনিওর বেসড ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ৭৫ জনকে নেবে ওড়িশার বড়মাল অর্ডন্যান্স ফ্যাক্টরি। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রাথমিক ভাবে ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। চুক্তির মেয়াদ ৪ বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
শূন্যপদের বিন্যাস: সাধারণ ৩২, তফসিলি জাতি ১১, তফসিলি উপজাতি ৫, ও বি সি ২০, আর্থিক ভাবে অনগ্রসর ৭। এর মধ্যে ৭টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।
শিক্ষাগত যোগ্যতা: দেশের কোনও অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ট্রেনিং ও অভিজ্ঞতা- সহ অ্যাটেন্ড্যান্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: ১-১-২০২৪ তারিখে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ও বি সি-রা ৩ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে ছাড় পাবেন।
মূল বেতন: ১৯,৯০০ টাকা।
প্রার্থী বাছাই করা হবে শিক্ষা ক্ষেত্রে প্রাপ্ত নম্বর এবং ট্রেড টেস্ট বা প্র্যাক্টিক্যাল টেস্টের মাধ্যমে।
দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে: https://munitionsindia.in পূরণ করবেন যথাযথ ভাবে। পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন
দু'কপি পাসপোর্ট মাপের ফটো। একটি ফটো দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে তার উপর সই করে দেবেন। অপর ফটোটির পিছনে প্রার্থীর নাম ও জন্মতারিখ লিখে দরখাস্তের সঙ্গে গেঁথে দেবেন।
বয়স ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত নকল ।
কাস্ট বা ক্যাটেগরি সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল (প্রযোজ্য ক্ষেত্রে)।
ও বি সি এবং প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে যথাযথ ভাবে পূরণ করা যথাক্রমে অ্যাপেন্ডিক্স-ওয়ান এবং অ্যাপেন্ডিক্স-টু।
(7-No Post)
নার্সিংয়ের সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্সের কয়েক হাজার আসনে ভর্তি
পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির সার্টিফিকেট কোর্স (এ এন এম) এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির ডিপ্লোমা -(জি এন এম) কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা আয়োজিত হবে ১৪ জুলাই (রবিবার)। পরীক্ষাটি পরিচালনা করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড। এ এন এম কোর্সের ক্ষেত্রে শুধু মহিলারা আবেদন করবেন। উভয় কোর্সের ক্ষেত্রে ৩১- ১২-২০২৩ তারিখ অনুসারে প্রার্থীকে স্থায়ী বাসিন্দা হিসেবে পশ্চিমবঙ্গে অন্তত ১০ বছর টানা বসবাস করে থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলায় বলতে, পড়তে ও লিখতে জানতে হবে (নেপালিভাষীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
শিক্ষাগত যোগ্যতা: মোট অন্তত ৪০ শতাংশ নম্বর-সহ উচ্চমাধ্যমিক পাশ। ভোকেশনাল শাখায় উচ্চমাধ্যমিক প্রবেশিকা ১৪ জুলাই পাশ প্রার্থীরাও আবেদন করতে পারেন। সেক্ষেত্রে হেলথ কেয়ার সায়েন্স শাখায় কমিউনিটি হেলথ কাউন্সেলর, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট, পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এইড-এর মধ্যে যে- কোনও দু'টি বিষয় (২০২৩ সালের আগে ভোকেশনাল শাখায় হোম সায়েন্স নিয়ে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে কমিউনিটি নিউট্রিশন, হসপিটাল ম্যানেজমেন্ট, পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এইড) পড়ে থাকতে হবে। উভয় কোর্সের ক্ষেত্রেই উচ্চমাধ্যমিকে ইংরেজি পড়ে থাকতে হবে ।
বয়স: ৩১-৭-২০২৪ তারিখে অন্তত ১৭ বছর হতে হবে।
স্টাইপেন্ড: এ
এন এম কোর্সে পাঠরতদের ক্ষেত্রে প্রতি মাসে ৫00 টাকা।
পরীক্ষার ধরণধারন: পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে এই সব বিষয়ে: লাইফ সায়েন্স (৫০ নম্বর), ফিজিক্যাল সায়েন্স (২৫ নম্বর), বেসিক ইংলিশ (১৫ নম্বর), ম্যাথমেটিক্স (১০ নম্বর), জেনারেল নলেজ (১০ নম্বর) এবং লজিক্যাল রিজনিং (৫ নম্বর)। মোট নম্বর ১১৫। নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষা নেওয়া হবে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত।
অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.wbjeeb.in প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন আবেদনের শেষ তারিখ ২১ এপ্রিল। আবেদনের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো (জে পি জি বা জেপেগ ফর্ম্যাটে, ১০ থেকে ২০০ কেবি সাইজের মধ্যে) ও সই (৪ থেকে ৩০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে।
ফি বাবদ অনলাইন ব্যবস্থায় দিতে হবে ৪০০ টাকা (তফসিলি, ও বি সি, আর্থিক ভাবে অনগ্রসর এবং অনাথ প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকা)। ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত। ফি জমা দেওয়া যাবে অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা কিউ আর কোড বা ইউ পি আইয়ের মাধ্যমে।
অনলাইনে আবেদনপত্র যথাযথ ভাবে সাবমিটের পর কনফার্মেশন পেজের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রেখে দেবেন। পরে কাজে লাগবে।
আবেদনপত্র সংশোধন করা যাবে ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত।
খুটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।
(8-No Post)
নার্সিং ও প্যারামেডিক্যালের ডিগ্রি কোর্সের প্রবেশিকা পরীক্ষা ৩০ জুন
পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি এবং ল্যাবরেটরি টেকনোলজি (বি এম এল বেসরকারি কলেজে নার্সিং, ফিজিওথেরাপি, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি-সহ বিভিন্ন বিষয়ের ডিগ্রি কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা 'জেনপস- ২০২৪' আয়োজিত হবে ৩০ জুন (রবিবার)। পরীক্ষাটি পরিচালনা করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড। সরকারি কলেজে বিএসসি নার্সিং কোর্সের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করবেন। প্রার্থীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে
হবে। কোর্সগুলি হল: বি এসসি নার্সিং, ফিজিওথেরাপি (বি পি টি), মেডিক্যাল টি), ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ( সি সি টি), অপারেশন থিয়েটার টেকনোলজি (ও টি টি), পারফিউশন টেকনোলজি (পি টি), ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট (পি এ), হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন (এইচ এ), মেডিক্যাল মাইক্রোবায়োলজি (এম এম), ভিশন সায়েন্সেস অ্যান্ড অপ্টোমেট্রি (ভি. এস ও), অক্যুপেশনাল থেরাপি (ওটি), রেডিয়োলজি অ্যান্ড ইমেজিং টেকনিক (আর আই 16). সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল (সি এস আই সি) এবং রেসপিরেটরি থেরাপি (আর টি)।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ। নার্সিং কোর্সের ক্ষেত্রে উচ্চমাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি এবং মোট অন্তত ৪৫ শতাংশ (তফসিলি, ও বি সি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪০ শতাংশ) নম্বর-সহ উচ্চমাধ্যমিক পাশ। ভিশন সায়েন্স অ্যান্ড অপ্টোমেট্রি শাখার ক্ষেত্রে উচ্চমাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স ও ইংরেজি এবং অন্তত ৫০ শতাংশ (তফসিলি, ও বি সি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪৫ শতাংশ) নম্বর পেয়ে থাকতে হবে। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে অন্তত ৫০ শতাংশ (তফসিলি, ও বি সি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪৫ শতাংশ) নম্বর-সহ যে কোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। অন্যান্য বাকি বিষয়ের ক্ষেত্রে উচ্চমাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজি এবং অন্তত ৪৫ শতাংশ (তফসিলি, ও বি সি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪০ শতাংশ) নম্বর পেয়ে থাকতে হবে। অক্যুপেশনাল থেরাপির ক্ষেত্রে শুধু পাশ নম্বর থাকলেই আবেদন করা যাবে।
বয়স: ৩১-১২-২০২৪ (নার্সিংয়ের ক্ষেত্রে ৩১-৭-২০২৪ তারিখে) তারিখে অন্তত ১৭ বছরের হতে হবে। সর্বাধিক বয়স ভিশন সায়েন্স অ্যান্ড অপ্টোমেট্রির ক্ষেত্রে ৩৫ বছর এবং অন্যান্য বাকি বিষয়ের ক্ষেত্রে ৪০ বছরের মধ্যে হতে হবে। নার্সিং, ফিজিয়োথেরাপি এবং অক্যুপেশনাল থেরাপির ক্ষেত্রে বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই।
প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে দু'টি পেপারে। প্রথম পত্রের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দ্বিতীয় পত্রের (শুধু হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে) পরীক্ষা দুপুর ২টো থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত। প্রথম পেপারে প্রশ্ন হবে এইসব বিষয়ে: ফিজিক্স (২৫ নম্বর), কেমিস্ট্রি (২৫ নম্বর), বায়োলজি (২৫ নম্বর), বেসিক ইংলিশ (২০ নম্বর) এবং লজিক্যাল রিজনিং (২০ নম্বর)। দ্বিতীয় পেপারে প্রশ্ন হবে এইসব বিষয়ে: ফিজিক্যাল সায়েন্স (৩৫ নম্বর), ম্যাথমেটিক্স (20 নম্বর), জেনারেল নলেজ (২০ নম্বর), বেসিক ইংলিশ (২০ নম্বর) এবং লজিক্যাল রিজনিং (২০ নম্বর)। অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং আছে।
পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ২০ জুন থেকে।
অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.wbjechin
প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন আবেদনের শেষ তারিখ ২২ এপ্রিল।
দরখাস্তের সময় কম্পিউটারে স্ক্যান করে আপলোড করতে হবে এইসব নথি: প্রার্থীর রঙিন ফটো (জে পি জি বা জেপেগ ফর্ম্যাটে ১০ থেকে ২০০ কেবি সাইজের মধ্যে) ও সই (৪ থেকে ৩০ কেবি সাইজের মধ্যে)।
ফি বাবদ দিতে হবে একটি পত্রের ক্ষেত্রে ৫০০ টাকা (তফসিলি, ও বি সি এবং আর্থিক ভাবে অনগ্রসরদের ক্ষেত্রে ৪০০ টাকা) ও দু'টি পত্রের ক্ষেত্রে ৮০০ টাকা (তফসিলি, ও বি সি এবং আর্থিক ভাবে অনগ্রসরদের ক্ষেত্রে ৬৫০ টাকা)। ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত। অনলাইন ব্যবস্থায় নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কিউ আর কোডের মাধ্যমে ফি জমা দিতে হবে।
অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে সাবমিটের পর কনফার্মেশন পেজের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রেখে দেবেন। পরে কাজে লাগবে।
খুটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।
অনলাইনে স্বাস্থ্য
পরিষেবা-সংক্রান্ত স্বল্প দৈর্ঘ্যের কোর্স
মেডিক্যাল রেডিয়ো ইমেজিং অ্যাসোসিয়েট, মাল্টি স্কিলড হেলথ ওয়ার্কার অ্যাসোসিয়েট, হেলথ ওয়ার্কার অ্যাটেন্ড্যান্ট-সহ বিভিন্ন বিষয়ের কোর্সে প্রশিক্ষণ দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। কোর্সগুলি করানো হবে অনলাইনে ।
।। কোলের বিবরণ। হেলথ ওয়ার্কার অ্যাটেন্ড্যান্ট, ব্লাড কালেকশন অ্যাসিস্ট্যান্ট, এল্ডারলি অ্যান্ড ডিস্যাবেল্ড কেয়ার অ্যাসিস্ট্যান্ট, হেলথ ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট, মেডিক্যাল ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ই সি জি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, এক্স-রে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ ।
হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট। শিক্ষাগত যোগ্যতা: ম্যাথমেটিকস- সহ উচ্চমাধ্যমিক পাশ অথবা কমার্স শাখায় উচ্চমাধ্যমিক পাশ।
ব্লাড অ্যান্ড প্যাথোলজিক্যাল স্যাম্পেল কালেকশন অ্যাসোসিয়েট, ইমার্জেন্সি মেডিক্যাল অ্যাসোসিয়েট, নিউট্রিশন প্ল্যানার অ্যাসোসিয়েট, কার্ডিয়াক কেয়ার অ্যাসোসিয়েট, মেডিক্যাল ল্যাব অ্যাসোসিয়েট এবং মেডিক্যাল রেডিয়ো ইমেজিং অ্যাসোসিয়েট। শিক্ষাগত যোগ্যতা: কেমিস্ট্রি ও বায়োলজি-সহ উচ্চমাধ্যমিক পাশ।
বয়স: ১-১-২০২৪ তারিখে ১৬ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
অনলাইন আবেদন করতে হবে এই লিংকের মাধ্যমে: https:// sctvesd.wb.gov.in প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে। প্রার্থীর চালু ই-মেল আই ডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদনের শেষ তারিখ এখনও জানানো হয়নি। অনলাইনে আবেদন সাবমিটের পর সাবমিট করা আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। পরে কাজে লাগবে।
খুটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটটি।
(9-No Post)
দিল্লি সরকারে অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইনস্পেক্টর, স্টেনোগ্রাফার, কেয়ারটেকার,
ভেটেরিনারি অ্যান্ড লাইভস্টক ইনস্পেক্টর, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, ডোমেস্টিক সায়েন্স টিচার, অ্যাকাউন্ট ... অ্যাসিস্ট্যান্ট-সহ বিভিন্ন পদে ১,৪৯৯ জনকে নিয়োগ করবে দিল্লি সরকার। নিয়োগ করা হবে দিল্লির বিভিন্ন সরকারি বিভাগ ও অফিসে। প্রার্থী বাছাই করবে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবল সাধারণ ক্যাটেগরির প্রার্থীদের জন্য নির্দিষ্ট শূন্যপদে আবেদন জানাতে পারবেন। তাই এখানে সাধারণ ক্যাটেগরির অগ্রাধিকার।
বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম: ২৯,২০০- ১২,৩০০ টাকা। নিয়োগ করা হবে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে।
হাউজ ফাদার/মেট্রন (পুরুষ): পোস্ট কোড 37/24: শূন্যপদ: ১৯টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। সোশিওলজি বা সোশ্যাল ওয়ার্ক বা সাইকোলজি বা চাইল্ড সাইকো- প্রার্থীদের জন্য নির্দিষ্ট ৫৮১টি শূন্যপদের বিষয়ে জানানো হল। এই নিয়োগের লজি বা ক্রিমিনোলজি অন্যতম বিষয় হিসেবে পড়ে থাকতে হবে। মাধ্যমিক স্তরে বিজ্ঞপ্তি নম্বর: 05/2024.
শূন্যপদের বিবরণ:
অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইনস্পেক্টর: পোস্ট কোড 33/24 শূন্যপদ ১৪০টি। শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক। সেই সঙ্গে স্যানিটারি ইনস্পেক্টর্স ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হিন্দি জানলে অগ্রাধিকার। বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ২৫,৫০০-৮১,১০০ টাকা। নিয়োগ করা হবে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে।
স্টেনোগ্রাফার গ্রেড 'ডি': পোস্ট কোড 34/24: শূন্যপদ: ৭৭টি। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক। সেই সঙ্গে মিনিটে ৮০টি শব্দের গতিতে শর্টহ্যান্ড এবং ইংরেজিতে মিনিটে ৪০টি শব্দ বা হিন্দিতে মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ২৫,৫০০- ৮১,১০০ টাকা। নিয়োগ করা হবে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে।
ডোমেস্টিক সায়েন্স টিচার: পোস্ট কোড 57/24: শূন্যপদ : ৪৬টি। শিক্ষাগত যোগ্যতা: ডোমেস্টিক সায়েন্স বা হোম সায়েন্সে স্নাতক। সেই সঙ্গে ডোমেস্টিক সায়েন্স বা হোম সায়েন্সকে টিচিং সাবজেক্ট হিসেবে নিয়ে বি এড। মাধ্যমিক স্তরে হিন্দি পড়ে থাকতে হবে। বয়স: ৩০ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা। নিয়োগ করা হবে এডুকেশন ডিরেক্টোরেটে।
ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (কম্পিউটার সায়েন্স): পোস্ট কোড 56/24: শূন্যপদ : ৩৮টি। শিক্ষাগত যোগ্যতা: বি সি এ। অথবা কম্পিউটার সায়েন্সে স্নাতক। অথবা কম্পিউটার সায়েন্স বা ইনফর্মেশন টেকনোলজিতে বি ই বা বি টেক। অথবা যে- কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি-সহ ডোয়েক 'এ' লেভেল পাশ। বয়স: ৩০ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা। নিয়োগ করা হবে এডুকেশন ডিরেক্টোরেটে।
কেয়ারটেকার (পুরুষ): পোস্ট কোড 35/24: শূন্যপদ: ৩৬টি। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক-সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ মাসের অভিজ্ঞতা। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ১৮,০০০-৫৬,৯০০ টাকা। নিয়োগ করা হবে মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরে।
কেয়ারটেকার (মহিলা): পোস্ট কোড 36/24: শূন্যপদ : ২৬টি। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক-সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ মাসের অভিজ্ঞতা। বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম : ১৮,০০০-৫৬,৯০০ টাকা। নিয়োগ করা হবে মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরে।
ভেটেরিনারি অ্যান্ড লাইভস্টক ইনস্পেক্টর: পোস্ট কোড 09/24: শূন্যপদ : ১৭টি। শিক্ষাগত যোগ্যতা: যে-কোনও শাখায় উচ্চমাধ্যমিক। সেই সঙ্গে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি সায়েন্সে ২ বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স পাশ। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ২৫,৫০০-৮১,১০০ টাকা। নিয়োগ করা হবে অ্যানিম্যাল হাজবেন্ড্রি ইউনিটে।
সেলসম্যান গ্রেড ওয়ান: পোস্ট কোড 11/24: শূন্যপদ: ১০টি। শিক্ষাগত যোগ্যতা: যে-কোনও শাখায় স্নাতক। সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ২৭ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ৫,২০০- ২০,২০০ টাকা। সঙ্গে গ্রেড পে ২,৪০০ টাকা। নিয়োগ করা হবে দিল্লি ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশনে।
স্টোর কিপার: পোস্ট কোড 13/24: শূন্যপদ : ৬টি। শিক্ষাগত যোগ্যতা: যে- কোনও শাখায় স্নাতক। সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম : ৫,২০০-২০, ২০० টাকা। সঙ্গে গ্রেড পে ২,৪০০ টাকা। নিয়োগ করা হবে দিল্লি ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশনে।
অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার পোস্ট কোড 14/24: শূন্যপদ ১০টি। শিক্ষাগত যোগ্যতা: বি কম। সেই সঙ্গে ট্যালি, ফিনান্স প্যাকেজ এবং আধুনিকতম অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ৫,২০০-২০,২০০ টাকা। সঙ্গে গ্রেড পে ২,৪০০ টাকা। নিয়োগ করা হবে দিল্লি ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশনে।
চেয়ার সাইড অ্যাসিস্ট্যান্ট পোস্ট কোড 22/24: শূন্যপদ : ৫টি। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল। সঙ্গে কোনও রাজ্য বা কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ডেন্টাল বিভাগে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম : ১৯,৯০০-৬৩,২০০ টাকা। নিয়োগ করা হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে। হিন্দি পড়ে থাকতে হবে। বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ২৫,৫০০-৮১,১০০ টাকা। নিয়োগ করা হবে মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরে।
হাউজ মাদার/মেট্রন (মহিলা): পোস্ট কোড 38/24: শূন্যপদ: ১১টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। সোশিওলজি বা সোশ্যাল ওয়ার্ক বা সাইকোলজি বা চাইল্ড সাইকো- লজি বা ক্রিমিনোলজি অন্যতম বিষয় হিসেবে পড়ে থাকতে হবে। মাধ্যমিক স্তরে হিন্দি পড়ে থাকতে হবে। বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ২৫,৫০০-৮১,১০০ টাকা। নিয়োগ করা হবে মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরে।
ইনডেস্টিগেটর: পোস্ট কোড 42/24: শূন্যপদ : ৬টি। শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক। সেই সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দিতে মিনিটে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ১৯,৯০০-৬৩,২০০ টাকা। নিয়োগ করা হবে মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরে।
ডায়েটিশিয়ান: পোস্ট কোড 44/24: শূন্যপদ: ৪টি। শিক্ষাগত যোগ্যতা: ফুড অ্যান্ড নিউট্রিশনে স্পেশ্যালাইজেশন সহ হোম সায়েন্স বা হোম ইকনমিক্সে স্নাতকোত্তর ডিগ্রি। অথবা হোম সায়েন্স বা হোম ইকনমিক্সে বি এসসি। অন্যতম বিষয় হিসেবে ফুড অ্যান্ড নিউট্রিশন পড়ে থাকতে হবে, সেই সঙ্গে ডায়েটেটিক্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা-সহ ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা বা কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বয়স: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা। নিয়োগ করা হবে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে।
ফিজিয়োথেরাপিস্ট: পোস্ট কোড 45/24: শূন্যপদ: ৫টি। শিক্ষাগত যোগ্যতা: ফিজিয়োথেরাপিতে ডিপ্লোমা। বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা। নিয়োগ করা হবে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে।
জুনিয়র ইঞ্জিনিয়র (মেকানিক্যাল): পোস্ট কোড 54/24: শূন্যপদ: ৪টি। শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা। নিয়োগ করা হবে ইরিগেশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোল দপ্তরে।
লাইব্রেরিয়ান: পোস্ট কোড 55/24: শূন্যপদ: ৪টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। সেই সঙ্গে লাইব্রেরি সায়েন্সে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা। পাশাপাশি, সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম : ৪৪,১০০- ১,৪২,৪০০ টাকা। নিয়োগ করা হবে এডুকেশন ডিরেক্টোরেটে
মোটর ভেহিক্যল ইনস্পেক্টর: পোস্ট কোড 58/24: শূন্যপদ : ৮টি। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক। সেই সঙ্গে অটোমোবাইল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা। পাশাপাশি, প্রার্থীর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স: ৩০ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা। নিয়োগ করা হবে পরিবহণ দপ্তরে।
প্রোগ্রামার: পোস্ট কোড 63/24: শূন্যপদ ৪টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। সেই সঙ্গে ডেটা এন্ট্রির কাজে ঘণ্টায় ৮০০০ কি ডিপ্রেশনের দক্ষতা থাকতে হবে। পাশাপাশি, কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট কোর্স পাশ করে থাকতে হবে। বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ২১,২০০-১২,৩০০ টাকা। নিয়োগ করা হবে দিল্লি স্টেট সিভিল সাপ্লায়েজ কর্পোরেশনে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস): পোস্ট কোড 64/24: শূন্যপদ: ১৩টি। শিক্ষাগত যোগ্যতা: অনার্স সহ বি কম। কম্পিউটার অ্যাকাউন্টিং জানতে হবে। বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ২৫,৫০০-৮১,১০০ টাকা। নিয়োগ করা হবে দিল্লি স্টেট সিভিল সাপ্লায়েজ কর্পোরেশনে।
অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট:
পোস্ট কোড 65/24: শূন্যপদ : ২৩টি। শিক্ষাগত যোগ্যতা: মোট অন্তত ৪৫ শতাংশ নম্বর-সহ বি কম। কম্পিউটার-জ্ঞান থাকতে হবে। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ২৫,৫০০- ৮১,১০০ টাকা। নিয়োগ করা হবে দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনে।
জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার: পোস্ট কোড 68/24: শূন্যপদ: ১৩টি। শিক্ষাগত যোগ্যতা: সিভিল বা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ৩০ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা। নিয়োগ করা হবে দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটিতে।
ডিরেক্টোরেটে।
ড্যাকসিনেটর: পোস্ট কোড 72/24: শূন্যপদ ৪টি। শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক। সেই সঙ্গে স্যানিটারি ইনস্পেক্টরের ডিপ্লোমা। বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ২১,৭০০-৬৯,১০০ টাকা। নিয়োগ করা হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে।
ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি: পোস্ট কোড 24/24: শূন্যপদ ফিল্ড ক্লার্ক: পোস্ট কোড 70/24: শূন্যপদ : ৪টি। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক। ৪টি। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল। সঙ্গে ডেন্টাল কাউন্সিল অব সেই সঙ্গে প্রাথমিক ফায়ার ফাইটিং ও ফার্স্ট এইডের প্রশিক্ষণ সহ হোম গার্ড বা ইন্ডিয়ায় ডেন্টাল অপারেশন রুম হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স: ২০ সিভিল ডিফেন্স ভলান্টিয়ার হিসেবে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ১৯,৯০০-৬৩,২০০ টাকা। নিয়োগ এছাড়া কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দিতে মিনিটে ৩০টি শব্দ। করা হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে, - 2824 শানদার ভার ১৯,৯০০-৬৩,২০০ টাকা। নিয়োগ করা হবে সিভিল ডিফেন্স টাইপ করার দক্ষতা থাকতে হবে। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (হর্টিকালচার): পোস্ট কোড 28/24: শূন্যপদ ৮টি।" শিক্ষাগত যোগ্যতা: এগ্রিকালচার বা বটানিতে ডিগ্রি। অন্যতম বিষয় হিসেবে হর্টিকালচার পড়ে থাকতে হবে। হর্টিকালচারে ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রয়োজনীয় প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ৩৭ বছরের মধ্যে হতে হবে। নিয়োগ করা হবে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে।
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট কোড 29/24: শূন্যপদ: ১৭টি। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল। সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম : ২৫,৫০০-৮১,১০০ টাকা। নিয়োগ করা হবে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে।
পাবলিক হেল্থ নার্সিং অফিসার:
পোস্ট কোড 30/24: শূন্যপদ ১২টি। শিক্ষাগত যোগ্যতা: বি এসসি নার্সিং। অথবা হেল্থ ভিজিটর্স ট্রেনিং বা পাবলিক হেল্থ ট্রেনিং-সহ 'এ' গ্রেড নার্স হতে হবে। কাজ চালানোর মতো হিন্দি জানলে অগ্রাধিকার। বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম: ৪৭,৬০০- ১,৫১,১০০ টাকা। নিয়োগ করা হবে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে।
অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি অর্গানাইজার: পোস্ট কোড 3224: শূন্যপদ : ৭টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। সেই সঙ্গে সোশ্যাল সার্ভিস বা সোশ্যাল ওয়েলফেয়ার বা সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি বা সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। কাজ চালানোর মতো হিন্দি জানলে অথবা ফাইন আর্ট বা ...ড্রামাটিক্স বা মিউজিক বা ক্রাফট বা স্পোর্টস বা এমব্রয়ডারিতে প্রশিক্ষণ থাকলে সব ক্ষেত্রেই ১৭-৪-২০২৪ তারিখে নির্দিষ্ট বয়স থাকতে হবে।
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রযোজ্য ক্ষেত্রে পদ অনুসারে স্কিল টেস্ট, এনডিয়োরেন্স টেস্ট ও ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। পরীক্ষাকেন্দ্র দিল্লি। নেগেটিভ মার্কিং আছে।
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https:// dsssbonline.nic.in অনলাইন দরখাস্ত করা যাবে ১৭ এপ্রিল পর্যন্ত। প্রার্থীর চালু ই-মেল আইডি থাকতে হবে। দরখাস্ত পূরণ করবেন যথাযথ ভাবে ফি বাবদ অনলাইনে দিতে হবে ১০০ টাকা। ফি দেওয়া যাবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া-ই পে-র মাধ্যমে। অনলাইনে ফি জমা দিয়ে পাওয়া ইরিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রেখে দেবেন। পরে কাজে লাগবে। দরখাস্ত এবং প্রার্থী বাছাই পদ্ধতি-সহ অন্যান্য তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট। প্রয়োজনে দেখতে পারেন এই ওয়েবসাইটটিও: http:// k dsssb.delhi.gov.in
(10-No Post)
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে ম্যানেজমেন্ট কোর্স করলে দেশে বিদেশে ভালো চাকরির সুযোগ
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক দেওয়া পড়ুয়ারা অনেকেই ভাবছে পরীক্ষার পরবর্তীতে কী করা যাবে? যাতে করে পড়ুয়াদের পড়াশুনোটাও ভালো হবে আর চাকরির ভবিষ্যৎটাও উজ্জ্বল হবে। Hotel Hospitality Management দারুন আকর্ষণীয় ও গ্ল্যামারাস কেরিয়ার রয়েছে। Hotel, Hospital- ity, Hospital,
Culinary Management, Avation 3 Tours & Travels Tourism* করা ছেলেমেয়েদের জলে, স্থলে, আকাশে সকল জায়গায় চাকরি পাকা বললেই চলে।
তাই, চাকরির বাজারে নিজের সুনিশ্চিৎ ভবিষ্যৎ গড়তে আসুন Runax Institute - যে সকল ছাত্রাছাত্রীরা চাকরি করতে চান পরীক্ষার শেষে তাদের মনে রাখতে হবে যে, কোনও কোর্স করে চাকরি পাওয়া যায়। আজকের কম্পিটিশনের মার্কেটে অত সহজ নয়, তাই রুন্যাক্স ইনস্টিটিউট ছাত্রছাত্রীদের কোর্স শেষে নামীদামী সংস্থায় চাকরির সুযোগ করে দেয়। Runax Institute থেকে সদ্য পাশ হওয়া ছাত্রছাত্রীদের দিচ্ছে ডিগ্রি ও পেশাদরি শিক্ষার সুযোগ, যা সম্পূর্ণ করলে তারা পাবে এক সফল কেরিয়ার গড়ার সামর্থ। সফল কেরিয়ার গড়তে এবং প্রফেশনাল শিক্ষার জন্য এই ইনস্টিটিউটে Bachelors, Masters, MBA, Diploma সহ ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ কোর্স। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যৎ গড়ে দেওয়ার ক্ষেত্রে দায়বদ্ধ Runax Institute। এই প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের একটি বিশ্বমানের পাঠ্যক্রম দেওয়ার চেষ্টা করা হয়। এই পাঠ্যক্রম সম্পূর্ণ হলে যাতে প্রতিটি স্টুডেন্ট সাম্প্রতিকতম অনুশীলনগুলিকে ভালোভাবে রপ্ত করতে পারে এবং নামকরা প্রতিষ্ঠানে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে তা নিশ্চিত করা হয়ে থাকে। শিক্ষার্থীদের দক্ষতার বিকাশ, ঘটিয়ে তাদের সফল ভবিষ্যতের সুযোগ করে দেওয়া হয়। শিল্পের চাহিদা অনুযায়ী পেশাদারি পাঠক্রমের চল - ইদানীং ঊর্ধমুখী। তাই কলকাতার ম্যানেজমেন্ট কলেজগুলির মধ্যে অন্যতম প্রধান হল -ব্যুন্যাক্স ইনস্টিটিউট। ইন্ডাস্ট্রির চাহিদার কথা মাথায় রেখে ১০০ শর্তাংশ প্লেসমেন্ট গ্যারান্টি সহ হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট, কালিনারি সায়েন্সের ওপর ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি এবং ডিপ্লোমা প্রভৃতি কোর্সগুলি করানো হয়। এখানে শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত ১৫ : ১। এই ম্যানেজমেন্ট কোর্সগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন- ব্যাচেলর ইন হোটেল-হসপিটালিটি ম্যানেজমেন্ট, কোর্স ফি- ১,৯৮,০০০/-; ব্যাচেলর ইন হসপিটাল ম্যানেজমেন্ট, কোর্স ফি ১,৯৮,০০০/- । ব্যাচেলর ইন কালিনারি ম্যানেজমেন্ট, কোর্স ফি- ১,৯৮,০০০/-। মাস্টার্স ইন হোটেল- হসপিটালিটি ম্যানেজমেন্ট, কোর্স ফি- ১,৪৫, ০০০/-, মাস্টার্স ইন কালিনারি ম্যানেজমেন্ট, কোর্স ফি ১,৪৫,০০০/-। ডিপ্লোমা ইন হোটেল, হসপিটালিটি, হসপিটাল, কালিনারি ম্যানেজমেন্ট, কোর্স ফি- ৬০,০০০ থেকে ১,৩০,০০০/-। এছাড়াও রয়েছে ৬ মাসের কোর্স। ওপরে দেওয়া এই সমস্ত কোর্সের ফি ইনস্টলমেন্টে দেওয়ার সুবিধাও রয়েছে। ..... সব বিষয়ে আর বিষদে জানতে যোগাযোগ করুন Runax Institute কলেজের ক্যাম্পাসে।
কলেজ ক্যাম্পাসের ঠিকানা হল RU NAX EXELLENCE Campus | BALIGORI
NEWTOWN, KOLKATA : 7001561 অথবা Search করো রুন্যাক্স ইনস্টিটিউটের ওয়েবসাইট: www. runaxinstitute.com
(11-No Post)
সমবায় ব্যাঙ্কে ৫০ ক্লার্ক
প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন। প্রথমে অনলাইন পরীক্ষা হবে, কলকাতায়। ২ ঘন্টার ১৫০ নম্বরের এই পরীক্ষায় প্রশ্ন হবে এম.সি.কিউ. টাইপের, এইসব বিষয়ে : কোয়ান্টিটেটিভ অ্যাস্টিটিউড টেস্ট অফ রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংরিজি ও বাংলা। নেগেটিভ মার্কিং আছে। ৪টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে। সফল হলে ৫০ নম্বরের বেসিক কম্পিউটার নলেজ টেস্ট আর ১৫ নম্বরের ইন্টারভিউ হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইট থেকে।
দরখাক্ত করতে পারবেন অনলাইনে ১০ এপ্রিল পর্যন্ত।
এই ওয়েবসাইটে : www.webcsc.org এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, ম্যাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও কা কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেইনাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন পরীক্ষা ফী বাবদ ৬৫০ (তপশিলী হলে ২৫০) টাকা নেট ব্যাঙ্কিং / ডেবিট কার্ড / ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দেবেন। এরপর স্ক্যান করা ফটো ও সিগনেচার আপলোড করে নেবেন। অ করার পর রেজিস্ট্রেশন নম্বর সহ রিসিপ্ট তৈরি হে জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। তাে নম্বর থাকবে, তা যত্ন করে রেখে দিতে হবে। মোট অন্তত ৫০% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশের পর যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা- আবেদন করতে পারেন। এ.আই.সি.টি.ই.'র অনুমোদিত সংস্থা থেকে বি.টেক কিংবা এম.টেক. কোর্স পাশ হলে অগ্রাধিকার পাবেন। কম্পিউটার অ্যাপ্লিকেশন কিংবা ইনফর্মেশন টেকনোলজির ৬ মাসের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে। বয়স হতে হবে ১-১- কে ৪০ বছরে - ২০২৪'র হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তপশিলী, ও.বি.সি. বা ৫ বছর বয়সে ছাড় পাবেন। -শুরুতে ট্রেনিংয়ের সময় মাইনে : ৩৮,৫১৩.০৭ টাকা। শূন্যপদ : ৫০টি (জেনাঃ ২৫, ও.বি.সি.-এ ক্যাটেগরি ৫, ও.বি.সি. - বি ক্যাটেগরি ৫, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৫)।
(12-No Post)
স্বাস্থ্য দপ্তরে ফ্রি কোর্স করিয়ে কয়েক হাজার গ্রুপ ডি এর চাকরি (মাধ্যমিক পাশ ছেলে-মেয়েদের জন্য)
স্বাস্থ্য দপ্তরে ফ্রি কোর্স করিয়ে কয়েক হাজার গ্রুপ ডি এর চাকরির জন্য আবেদন পত্র জমা নেওয়া হচ্ছে। এই ব্যাচের বিজ্ঞপ্তি নম্বর 24/HD-03 আসন সংখ্যা :
পিয়ন 2254টি,
মাল্টিটাস্কিং স্টাফ 1326টি,
রিসেপশনিস্ট 1828টি,
লোয়ার ডিভিশন ক্লার্ক 1043টি,
ডাটা এন্ট্রি অপারেটর 1342টি,
জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট 1152 টি,
স্টোরকিপার 1537টি,
হাউজকিপিং অ্যাটেনডেন্ট 1643টি,
প্লাম্বার 564টি ও
ইলেক্ট্রিশিয়ান ৪৪4টি।
প্রার্থীর নিকটবর্তী ইনস্টিটিউটে কোর্স করার সুযোগ পাবেন। ইনস্টিটিউট গুলি পাবেন কলকাতা, উত্তর ২৪ পরগনা, আসানসোল, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, মালদা, বহরমপুর, হাবরা, খড়গপুর, শান্তিপুর, ডানকুনি, ধুলিয়ান, রানাঘাট, হলদিয়া ও আরো অন্যান্য জায়গাগুলিতে। কোর্সের সময়সীমা থাকবে | 12 মাস। কোর্স সম্পূর্ণ হওয়ার পর স্থায়ী চাকরিতে যোগদান করতে পারবেন ।
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে।
বয়স : 1 লা মে 2024 হিসাবে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তপশিলী এবং ও.বি.সি.'রা | বয়সে 5 বছর ও 3 বছর ছাড় পাবেন ।
প্রার্থী বাছাই পদ্ধতি : শর্টলিস্ট করিয়ে গ্রুপ ডিসকাশন করা হবে।
বেতন: কোর্স চলাকালীন স্টাইপেন পাবেন 10,000 টাকা প্রতি মাসে। তারপর পাবেন 30,200 টাকা প্রতি মাসে।
কোর্স চলাকালীন থাকা ও খাওয়ার সুযোগ সুবিধা পাবেন সম্পূর্ণ ফ্রি তে।
আবেদন পদ্ধতি : দরখাস্ত করবেন অনলাইনে 26-শে মার্চ 2024 তারিখ থেকে 12-ই মে 2024 | তারিখের মধ্যে। এই ওয়েবসাইটে www.inmeboard.org এজন্য বৈধ ই-মেল আই.ডি. থাকতে হবে। যেকোন বিষয়ের সাহায্যের জন্য যোগাযোগ করতে পারবেন হেড অফিসে, ঠিকানা- | আইএনএমই ভবন, সেক্টর-11, সিবিডি বেলাপুর, নাভি মুম্বাই, মহারাষ্ট্র 400614, অথবা এডমিন অফিসে, ঠিকানা- বেনফিশ মার্কেট, বাগুলা, ওয়েস্ট বেঙ্গল- 741502. ফোন নম্বর- 9830726880, অথবা ফোন করুন হেড অফিসের এই হেল্পলাইন নম্বর গুলিতে 022-6962-2245, 9088049721,
8584902385. আবেদন মূল্য, সম্পূর্ণ বেতন, প্রশিক্ষণ কেন্দ্রের তালিকা ও আরো বিস্তারিত তথ্য পারেন ওই ওয়েবসাইটে।
0 Comments