Madhaymik,H.S.,Gradution pass Job April First Week,2024

 

  • রেল নিরাপত্তাবাহিনীতে ৪,৬৬০ কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর অনলাইনে দরখাস্ত নেওয়া

  • রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর পদে শূন্যপদ বেড়ে ১,১৩১ হল অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ ৭ এপ্রিল

  • 'জেনপাস' পরীক্ষার মাধ্যমে বিএসসি নার্সিং ও প্যারামেডিক্যাল ডিগ্রি কোর্সে ভর্তি

  • ঝাড়গ্রামে স্বাস্থ্যকর্মী নিয়োগ

  • নবোদয় বিদ্যালয়ে ১,৩৭৬ মাল্টিটাস্কিং স্টাফ, অ্যাটেন্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, স্টেনো ও নার্স

  • যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আমরি হাসপাতালের যৌথ উদ্যোগে ডায়ালিসিস টেকনিশিয়ানের পেশাদারি কর্মমুখী কোর্স

  • কলকাতা পুলিশে ২২৫ ডেটা এন্ট্রি অপারেটর

  • অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে হকিন্স কুকারস লিমিটেড 

  • অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন ও নাবার্ড-এর যৌথ উদ্যোগে বৃত্তিমূলক প্রশিক্ষণ

  • বন্ধন ব্যাঙ্কে চাকরি





রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর পদে শূন্যপদ বেড়ে ১,১৩১ হল অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ ৭ এপ্রিল





                                পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইন্সপেক্টর (আন-আর্মড)', 'সাব-ইন্সপেক্টর (আর্মড)' ও 'লেডি সাব-ইন্সপেক্টর (আন-আর্মড)' পদে ৪৬৪ জন ছেলেমেয়ে নেওয়ার যে খবর ১৬ ফেব্রুয়ারির 'কর্মসংস্থানে' বেরিয়েছিল, তাতে শূন্যপদ বেড়ে ১,১৩১ জন হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ১৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে (WBPRB/ Notice-2024/23 (SI_WBP_24) বর্ধিত শূন্যপদ ঘোষণা করেছে। পাঠক-পাঠিকাদের অনুরোধে এই পদে কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, বর্ধিত শূন্যপদ ইত্যাদি তথ্য আবার দেওয়া হল। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা ১-১-২০২৪ 'র হিসাবে  ২০ থেকে ৩০ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গের ও.বি.সি. সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, রূপান্তরকামীরা ৩ বছর, তপশিলী সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর আর পশ্চিমবঙ্গ পুলিশের বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শারীরিক প্রতিবন্ধীরা কোনে পদেই আবেদনের যোগ্য নন। সব পদের বেলায় দৃষ্টিশক্তি থাকা দরকার সরকারি স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশ অনুযায়ী। মূল মাইনে :৩২,১০০-৮২,৯০০ টাকা। বাংলা ভাষায় লিখতে, বলতে ও পড়তে জানতে হবে। তবে দার্জিলিং সাব-ডিভিশন ও কালিম্পং জেলার পার্বত্য এলাকার প্রার্থীদের বেলায় বাংলা না জানলেও হবে। সেক্ষেত্রে তাঁদের বেলায় অফিসিয়াল ভাষা জানতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশের 'সাব-ইন্সপেক্টর (আন-আর্মড)' পদের বেলায় শরীরের মাপজো হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত ১৬৭ (গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি ও তপশিল্পী উপজাতিদের বেলায় ১৬০) সেমি, ওজন অন্তত ৫৬ ( গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি ও তপশিলী উপজাতিদের বেলায় ৫২ কেজি) আর বুকের ছাতি না-ফুলিয়ে ৭৪ (গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি ও তপশিলী উপজাতিদের বেলায় ৭১ সেমি) ও ৫ সেমি প্রসারণক্ষম হতে হবে।

পশ্চিমবঙ্গ পুলিশের ‘সাব-ইন্সপেক্টর (আর্মড)' পদের বেলায় শরীরের মাপজোখ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত ১৭৩ (গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি ও তপশিলী উপজাতিদের 'বেলায় ১৬৩) সেমি, ওজন অন্তত ৬০ (গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি ও তপশিলী উপজাতিদের বেলায় ৫৪ কেজি) আর বুকের ছাতি না-ফুলিয়ে ৮১ (গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি ও তপশিলী উপজাতিদের বেলায় ৭৬ সেমি) ও ৫ সেমি প্রসারণক্ষম হতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশের 'লেডি সাব-ইন্সপেক্টর (আন-আর্মড)' পদের বেলায় শরীরের মাপজোধ হতে হবে লম্বায় অন্তত ১৬০ (গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি ও তপশিলী উপজাতিদের বেলায় ১৫৫) সেমি, ওজন অন্তত ৪৮ (গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি ও তপশিলী উপজাতিদের বেলায় ৪৫) কেজি।


পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর (আন-আর্মড)' পদের বেলায় শরীরের মাপজোখ হতে হবে রূপান্তরকামীদের বেলায় লম্বায় অন্তত ১৬২ (গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি ও তপশিল্পী উপজাতিদের বেলায় ১৫৭) সেমি, ওজন অন্তত ৫১ (গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি ও তপশিলী উপজাতিদের বেলায় ৪৭ কেজি)। পশ্চিমবঙ্গ পুলিশের 'সাব-ইন্সপেক্টর (আর্মড)' পদের বেলায় শরীরের মাপজোখ হতে হবে রূপান্তরকামীদের বেলায় লম্বায় অন্তত ১৬৬ (গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি ও তপশিলী উপজাতিদের বেলায় ১৬০) সেমি, ওজন অন্তত ৫৪ (গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি ও তপশিলী উপজাতিদের বেলায় ৫০ কেজি)।


মোট শূন্যপদ: ১,১৩১টি। 


এর মধ্যে আন-আর্মড ব্রাঞ্চে ছেলেদের জন্য ৫৬৪টি (জেনাঃ ২৫৪, ই ড.এস.৫৬ ভাজার ১২৪, ডাউজোঃ৩৪, ৩.বি.সি.-এ ক্যাটেগরি৫৬, ও.বি.সি.বি ক্যাটেগরি ৪০)। আন-আর্মড ব্রাঞ্চে মেয়েদের জন্য ২৪৮টি (জেনাঃ ১১২, ই.ডব্লু.এস. ২৫, তঃজাঃ ৫৪,তঃউঃজাঃ ১৫, ও.বি.সি.-এ ক্যাটেগরি ২৫, ও.বি.সি. - বি ক্যাটেগরি ১৭)। আর্মডব্রাঞ্চে ছেলেদের জন্য ৩১৯টি জেনাঃ ১৪৪, ই.এস. ৩২, তাজ ০, ভালো ১৯, ও.বি.সি.-এ ক্যাটেগরি ৩২. ও.বি.সি. - বি ক্যাটেগরি ২২)। 

এই পদের বিজ্ঞপ্তি নং : WBPRB / Notice-2024/14 (SI_WBP_24). 


প্রার্থী বাছাই হবে ৪টি ধাপে। প্রথমে হবে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা। তাতে সফল হলে শারীরিক মাপজোখ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা। এরপর হবে ফাইনাল লিখিত পরীক্ষা। সব শেষে হবে ৩০ নম্বরের পার্সোনালিটি টেস্ট।

প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় ২০০ নম্বরের ১০০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : 

(১) জেনারেল স্টাডিজ, ১০০ নম্বরের ৫০টি প্রশ্ন, 

(১) লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং-৫০ নম্বরের ২৫টি প্রশ্ন, 

(৩) অ্যারিথমেটিক - ৫০ নম্বরের ২৫টি প্রশ্ন। সময় থাকবে ৯০ মিনিট। প্রশ্ন হবে বাংলা ও ইংরিজিতে । নেগেটিভ মার্কিং আছে। ৪টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে।

সফল হলে শারীরিক মাপজোখ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা। শারীরিক মাপজোখের পরীক্ষায় উচ্চতা, ওজন ও বুকের ছাতি দেখা হবে। এরপর হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা। এই পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে ৩ মিনিটে ৮০০ মিটার দৌড় আর মেয়েদের বেলায় ২ মিনিটে ৪০০ মিটার দৌড় আর রূপান্তরকামীদের বেলায় ১ মিনিট ৪০ সেকেন্ডে ৪০০ মিটার দৌড়। এরপর ফাইনাল লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় থাকবে ডেসক্রিপ্টিভ টাইপের প্রশ্ন। ২০০ নম্বরের এই ৩টি পেপার থাকবে : 

(১) জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক - ১০০ নম্বর (জেনারেল স্টাডিজ ৫০ নম্বর, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং - ২৫ নম্বর, অ্যারিথমেটিক -২৫ নম্বর)। সময় ২ ঘন্টা। 

(২) ইংরিজি -৫০ নম্বর। সময় ১ ঘন্টা। 

(৩) বাংলা- ৫০ নম্বর। সময় ১ ঘন্টা। জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক পেপারের প্রশ্ন হবে 'বাংলা, ইংরিজি ও নেপালী ভাষায় সফল হলে ৩০ নম্বরের পার্সোন্যালিটি টেস্ট। তারপর হবে ডাক্তারি পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন। পার্সোনালিটি টেস্টে ন্যূনতম ৮ নম্বর পেতে হবে।

দরখাস্ত করবেন অনলাইনে, ৭ এপ্রিলের মধ্যে। 


এই ওয়েবসাইটে: https://prt.wb.gov.in www.wbpolice.gov.in এজন্য বৈধ একটি ই-মেল আইডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো (১০-৫০ কে.বি.'র মধ্যে) ও সিগনেচার (৫-২০ কে.বি.র মধ্যে) স্ক্যান করে নেবেন। ফটোর মাপ হতে হবে ৪.৫×৩.৫ সেমি আর সিগনেচার ১.৭×৯.২ সে.মি'র মধ্যে প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন পরীক্ষা ফী বাবদ ২৭০ (তপশিলী হলে ২০) টাকা নেট ব্যাঙ্কিং / ডেবিট কার্ড / ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দেবেন। এজন্য সার্ভিস চার্জ বাবদ অতিরিক্ত ৫ টাকা দিতে হবে। এরপর স্ক্যান করা ফটো ও সিগনেচার আপলোড করে নেবেন। অনলাইনে দরখাস্ত করার পর রেজিস্ট্রেশন নম্বর-সহ রিসিপ্ট তৈরি হয়ে যাবে ও সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। তাতে যে রেজিস্ট্রেশন নম্বর থাকবে তা যত্ন করে রেখে দিতে হবে। এছাড়াও সহজ মিত্র কেন্দ্রের মাধ্যমে দরখাস্ত করতে পারবেন। গ্রাম পঞ্চাশে কোথায় সহজ মিত্র কেন্দ্র আছে তা ওয়েবসাইটে জানতে পারবেন। এত কর্মীকে অতিরিক্ত ২৩ টাকা দিতে হবে। সহজ মিত্র কেন্দ্রের মাধ্যমে কোনো অসুবিধা হলে সরাসরি ফোন করুন এই নম্বরে : (০৩৩)-২৩২ ১৮০০৪১৯০২৫০। অনলাইনে দরখাস্ত করার পর চালান ওয়েবসাইট ে ফর্ম পূরণ করতে কোনো অসুবিধা হলে ফোন করুন এই নম্বরে : ৭০৪৪১০৯৩৪৬। ই-মেল :wbprbonline@applythrunet.co.in ফর্ম পূরণ করার পর কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করতে পারবেন ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের মধ্যে ।




কলকাতা পুলিশে ২২৫ ডাটা এন্ট্রি অপারেটর





কলকাতা পুলিশ কমিশনারের অফিস ‘ডাটা এন্ট্রি অপারেটর' পদে ২২৫ জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার.ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। ইনফর্মেশন টেকনোলজির ডিগ্রি, কম্পিউটার সায়েন্সের বি.এসসি. কোর্স, বি.সি.এ., এম.সি.এ., ইনফর্মেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্সের ডিগ্রি (বি.ই. বা, বি.টেক.) কোর্স পাশরাও যোগ্য। ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে। বাংলা টাইপিং জানলে অগ্রাধিকার পাবেন । বাংলা ভাষায় লিখতে ও পড়তে পারা দরকার আর টাইপিং স্কিল-সহ ডাটা এন্ট্রির কাজে দক্ষতা থাকতে হবে । পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। জন্ম-তারিখ হতে হবে সাধারণদের বেলায় ১-৪-১৯৮৪ থেকে ১-৪-২০০৬ এর মধ্যে, তপশিলী প্রার্থীদের বেলায় ১-৪-১৯৭৯ থেকে ১-৪-২০০৬ এর মধ্যে, ও.বি.সি.-এ ও ও.বি.সি.-বি ক্যাটেগরির প্রার্থীদের বেলায় ১-৪-১৯৮১ থেকে ১-৪-২০০৬' এর মধ্যে, ই.ডব্লু.এস. প্রার্থীদের বেলায় ১-৪-১৯৮৪ থেকে ১- ৪-২০০৬ এর মধ্যে। 


শূন্যপদ : ২২৫টি (জেনাঃ ১০০, তঃজাঃ ৫০, তঃউঃজাঃ ১৪, ও.বি.সি.-এ. ক্যাটেগরি ২২, ও.বি.সি.-বি ক্যাটেগরি ১৬, ই.ডব্লু.এস. ২৩)।


প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। সফল হলে ইন্টারভিউ ও প্র্যাক্টিক্যাল টেস্ট। তখন মিনিটে '৩০টি শব্দ তোলার গতিতে ইংরিজি টাইপিং টেস্ট দিতে হবে।

দরখাস্ত করবেন অনলাইনে, ৪ এপ্রিলের মধ্যে । এই 


ওয়েবসাইটে : www.kolkatapolice.gov.in 


এজন্য ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের রঙিন ফটো (৪ সেমি x৩ সেমি), সিগনেচার, আধার কার্ড, শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়স, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, রেশন কার্ড আর ই.ডব্লু.এস. প্রার্থীদের বেলায় ইনকাম সার্টিফিকেট স্ক্যান করে নেবেন। এবার ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করে সাবমিট করতে হবে। দরখাস্ত করতে কোনো ফী লাগবে না। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।











রেলে ৯১৪৪ টেকনিশিয়ান


টেকনিশিয়ান গ্রেড-ওয়ান সিগন্যাল ও টেকনিশিয়ান গ্রেড থ্রি পদে ১,১৪৪ জনকে নিয়োগ করবে ভারতীয় রেল। বিভিন্ন বিভাগে প্রার্থীদের নিয়োগ করা হবে কলকাতা, শিলিগুড়ি, মালদা-সহ মোট ২১টি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। 


এই নিয়োগের সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট 02/2024 নোটিশ নম্বর

প্রসঙ্গত, এই নিয়োগ সংক্রান্ত আগাম তথ্য 'কর্মক্ষেত্র'-র গত ২১ ফেব্রুয়ারি সংখ্যায় প্রকাশিত হয়েছিল। আর আর বি অনুসারে শূন্যপদের বিন্যাস আর আর বি কলকাতা: টেকনিশিয়ান গ্রেড 


ওয়ান সিগন্যাল (ইস্টার্ন রেলওয়ে): 


৫৪টি (সাধারণ ২৪, তফসিলি জাতি ৭, তফসিলি উপজাতি ৪, ও বি সি ১৫, আর্থিক ভাবে অনগ্রসর ৪)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৬টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল (মেট্রো): 


৪টি (সাধারণ ৩, ও বি সি ১)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত হবে। টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল (সাউথ-ইস্টার্ন রেলওয়ে): ১৬টি ( সাধারণ ৭, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ১, ও বি সি ৪, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ২টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।


টেকনিশিয়ান গ্রেড থ্রি ব্ল্যাকস্মিথ (ইস্টার্ন রেলওয়ে): 


৫টি (সাধারণ ৪, তফসিলি উপজাতি ১)। টেকনিশিয়ান গ্রেড ওয়ান ব্ল্যাকস্মিথ (সাউথ-ইস্টার্ন রেলওয়ে): ৪টি (সাধারণ ১ তফসিলি জাতি ১, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি ক্রেন ড্রাইভার (ইস্টার্ন রেলওয়ে): 


১টি (সাধারণ)। টেকনিশিয়ান গ্রেড থ্রি ডিজেল (ইলেক্ট্রিক্যাল): ৯টি (সাধারণ ৪, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ২, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি ডিজেল  (মেকানিক্যাল) (ইস্টার্ন রেলওয়ে): 


১৪টি (সাধারণ ৬ তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ৩, ও বি সি ২, আর্থিক ভাবে অনগ্রসর ২)। এর মধ্যে ১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেক্ট্রিক্যাল (ইস্টার্ন রেলওয়ে): 


৪৮টি (সাধারণ ২৮, তফসিলি জাতি ৫, তফসিলি উপজাতি ৯, ও বি সি ২, আর্থিক ভাবে অনগ্রসর ৪)। এর মধ্যে ৪টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেক্ট্রিক্যাল (সাউথ- ইস্টার্ন রেলওয়ে): 


২০টি (সাধারণ ৭ তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ২, ও বি সি ৫, আর্থিক ভাবে অনগ্রসর ৩)। এর মধ্যে ৩টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেক্টিক্যাল / টি আর এস (সাউথ ইস্টার্ন রেলওয়ে): 


৫টি (সাধারণ ২, তফসিলি উপজাতি ১, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি ই এম ইউ (ইস্টার্ন রেলওয়ে): 


৬৩টি ( সাধারণ ২১, তফসিলি জাতি ১৮, তফসিলি উপজাতি ৮, ও বি সি ৮, আর্থিক ভাবে অনগ্রসর ৮)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৬টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি ই এম ইউ (সাউথ-ইস্টার্ন রেলওয়ে) : 


৫০টি (সাধারণ ১৯, তফসিলি জাতি ৮, তফসিলি উপজাতি ৪, ও বি সি ১৪, আর্থিক ভাবে অনগ্রসর ৫)। এর মধ্যে ৫টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি (ফিটার) (ইস্টার্ন রেলওয়ে): 


৪২টি (সাধারণ ১৩, তফসিলি জাতি ৬, তফসিলি উপজাতি ৪, ও বি সি ৭, আর্থিক ভাবে অনগ্রসর ১২)। এর মধ্যে ৫টি করে শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (ইস্টার্ন রেলওয়ে): 


৯টি (সাধারণ ৬, তফসিলি উপজাতি ১, আর্থিক ভাবে অনগ্রসর ৮)। এর মধ্যে ১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি (এস অ্যান্ড টি) (ইস্টার্ন রেলওয়ে): 


৭৪টি (সাধারণ ২৯, তফসিলি জাতি ১১, তফসিলি উপজাতি ৪, ও বি সি ২০, আর্থিক ভাবে অনগ্রসর ১০)। এর মধ্যে ২টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৮টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি (এস অ্যান্ড টি) (মেট্রো)। 


৪১টি (সাধারণ ২১, তফসিলি জাতি ৫, তফসিলি উপজাতি ২, ও বি সি ১০, আর্থিক ভাবে অনগ্রসর ৩)। এর মধ্যে ৩টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৫টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি (এস অ্যান্ড টি) (সাউথ-ইস্টার্ন রেলওয়ে): 

২৮টি (সাধারণ ১১ তফসিলি জাতি ৫, তফসিলি উপজাতি ২, ও বি সি ৮, আর্থিক ভাবে অনগ্রসর ২)। এর মধ্যে ৩টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।


 টেকনিশিয়ান গ্রেড থ্রি (টার্নার): 


৩টি (সাধারণ ১, তফসিলি জাতি ১, ও বি সি ১)। এর মধ্যে ১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি (ওয়েল্ডার) (ইস্টার্ন রেলওয়ে): 


১৫টি (সাধারণ ৯, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ২, ও বি সি ২)। এর মধ্যে ১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি (ওয়েল্ডার) (সাউথ-ইস্টার্ন রেলওয়ে): 


১টি (আর্থিক ভাবে অনগ্রসর)। আর আর বি মালদা: 


টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল (ইস্টার্ন রেলওয়ে): 


১৭টি (সাধারণ ৮, তফসিলি জাতি ২ তফসিলি উপজাতি ১, ও বি সি ৫, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ২টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি ব্ল্যাকস্মিথ (ইস্টার্ন রেলওয়ে): 


৪টি (সাধারণ)। টেকনিশিয়ান গ্রেড ওয়ান ব্ল্যাকস্মিথ (সাউথ-ইস্টার্ন রেলওয়ে): ২টি (সাধারণ ১ ও বি সি ১)। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি ডিজেল (ইলেক্ট্রিক্যাল): 


১৪টি (সাধারণ ৭ তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ১, ও বি সি ২, আর্থিক ভাবে অনগ্রসর ২)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ২টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি ডিজেল (মেকানিক্যাল) (ইস্টার্ন রেলওয়ে): 


১৬টি (সাধারণ ৫, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ১, ও বি সি ৪, আর্থিক ভাবে অনগ্রসর ৩)। এর মধ্যে ২টি করে শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেক্ট্রিক্যাল (ইস্টার্ন রেলওয়ে): 


২৮টি (সাধারণ ১৫, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ৩ ও বি সি ৩, আর্থিক ভাবে অনগ্রসর ৫)। এর মধ্যে ২টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৩টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেক্ট্রিক্যাল (সাউথ-ইস্টার্ন রেলওয়ে): 


৫টি (সাধারণ ৩, তফসিলি জাতি ১, ওবি সি ১)।


 টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেক্ট্রিক্যাল/টি আর এস (ইস্টার্ন রেলওয়ে): 


৫টি (সাধারণ ২, তফসিলি উপজাতি ১, আর্থিক ভাবে অনগ্রসর ২)। এর মধ্যে ১টি করে শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত হবে।


 টেকনিশিয়ান গ্রেড থ্রি (ফিটার) (ইস্টার্ন রেলওয়ে): 


৩০টি (সাধারণ ২১, তফসিলি জাতি ৩, ওবিসি ২, আর্থিক ভাবে অনগ্রসর ৪)। এর মধ্যে ৩টি করে শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।


 টেকনিশিয়ান গ্রেড থ্রি (ফিটার) (সাউথ-ইস্টার্ন রেলওয়ে): 


১টি (সাধারণ)। টেকনিশিয়ান গ্রেড থ্রি পার্মানেন্ট ওয়ে (ইস্টার্ন রেলওয়ে): ৩০টি (সাধারণ ১০, তফসিলি জাতি ৪ তফসিলি উপজাতি ২, ও বি সি ১০, আর্থিক ভাবে অনগ্রসর ৪)। এর মধ্যে ৩টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (ইস্টার্ন রেলওয়ে): 

৬টি ( সাধারণ ৩, তফসিলি জাতি ১, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (সাউথ-ইস্টার্ন রেলওয়ে): 


১টি (সাধারণ)।


 টেকনিশিয়ান গ্রেড থ্রি (এস অ্যান্ড টি) (ইস্টার্ন রেলওয়ে): 


৪৪টি (সাধারণ ২৩, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ৪, ও বি সি ৯, আর্থিক ভাবে অনগ্রসর ৪)। এর মধ্যে ২টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৫টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি (এস অ্যান্ড টি) (সাউথ-ইস্টার্ন রেলওয়ে): 


১৫টি (সাধারণ ৬. তফসিলি জাতি ২ তফসিলি উপজাতি ২, ও বি সি ৩, আর্থিক ভাবে অনগ্রসর ২)। এর মধ্যে ২টি করে শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি (ওয়েল্ডার) (ইস্টার্ন রেলওয়ে): 


৫৬টি (সাধারণ ২৬, তফসিলি জাতি ৭, তফসিলি উপজাতি ৪, ও বি সি ১৪, আর্থিক বাবে অনগ্রসর ৫)। এর মধ্যে ২টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৫টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। 


টেকনিশিয়ান গ্রেড থ্রি (ওয়েল্ডার) (সাউথ- ইস্টার্ন রেলওয়ে): 


১টি (সাধারণ)।


আর আর বি শিলিগুড়ি: 


টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল (নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে) ১৮টি (সাধারণ ৮, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ১, ও বি সি ৫, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ২টি করে শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। টেকনিশিয়ান গ্রেড ওয়ান ব্ল্যাকস্মিথ (নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে): ১৪টি (সাধারণ ৫, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ২, ও বি সি ৪, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ২টি করে শুন্যপদ দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। টেকনিশিয়ান গ্রেড থ্রি ক্যারেজ অ্যান্ড ওয়াগন (নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে): ২৫টি (সাধারণ ১০, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ২, ও বি সি ৬, আর্থিক ভাবে অনগ্রসর ৩)। এর মধ্যে ৪টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ২টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। টেকনিশিয়ান গ্রেড থ্রি ডিজেল (ইলেক্ট্রিক্যাল) (নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে): ৩টি (সাধারণ ২, আর্থিক ভাবে অনগ্রসর ১)। টেকনিশিয়ান গ্রেড ভি ডিজেল (মেকানিক্যাল) (নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে): ৪টি (সাধারণ ২, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত হবে। টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেক্ট্রিক্যাল (নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে): ১৪টি (সাধারণ ৬, তফসিলি জাতি ২ তফসিলি উপজাতি ১, ও বি সি ৪, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ৩টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ২টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। টেকনিশিয়ান গ্রেড থ্রি (ওয়েল্ডার) (নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে): ৫টি (সাধারণ ২, তফসিলি জাতি ১, আর্থিক ও বি সি ১, ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ২টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত হবে।


আর আর বি আহমেদাবাদ। 


টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল: ৭৪টি ( সাধারণ ৩৮, তফসিলি জাতি ১০, তফসিলি উপজাতি ৩ ও বি সি ১৯, আর্থিক ভাবে অনগ্রসর ৪)। এর মধ্যে ৩টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৮টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। টেকনিশিয়ান গ্রেড থ্রি: ৬৮৭টি ( সাধারণ ২৯৯, তফসিলি জাতি ৯৯, তফসিলি উপজাতি ৪৬, ও বি সি ১৭৩, আর্থিক ভাবে অনগ্রসর ৭০)। এর মধ্যে ৩০টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৬৯টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।


আর আর বি আজমের 


টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল: ৬৯টি (সাধারণ ৩২, তফসিলি জাতি ১০, তফসিলি উপজাতি ৪, ও বি সি ১৮, আর্থিক ভাবে অনগ্রসর ৫)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৭টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। টেকনিশিয়ান গ্রেড থ্রি: ৪৫৩টি (সাধারণ ২০৯, তফসিলি জাতি ৫৮, তফসিলি উপজাতি ২৪, ও বি সি ১০৬, আর্থিক ভাবে অনগ্রসর ৫৬)। এর মধ্যে ১৫টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৪৬টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।



আর আর বি ব্যাঙ্গালোর 


টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল: ৪৪টি (সাধারণ ২২, তফসিলি জাতি ৭, তফসিলি উপজাতি ৩, ও বি সি ৮, আর্থিক ভাবে অনগ্রসর ৪)। এর মধ্যে ৫টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। টেকনিশিয়ান গ্রেড খ্রি: ৯৮টি (সাধারণ ৪৬, তফসিলি জাতি ১৪, তফসিলি উপজাতি ১০ ও বি সি ২০, আর্থিক ভাবে অনগ্রসর ৮)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ১২টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।


আর আর বি ভোপাল: 


টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল: ৭৯টি (সাধারণ ৩৬, তফসিলি জাতি ১১, তফসিলি উপজাতি ৫, ও বি সি ২০, আর্থিক ভাবে অনগ্রসর ৭)। এর মধ্যে ৩টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৮টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। টেকনিশিয়ান গ্রেড থ্রি: ৩৭৩টি (সাধারণ ২০৮, তফসিলি জাতি ৫২, তফসিলি উপজাতি ১৬, ও বি সি ৬৫, আর্থিক ভাবে অনগ্রসর ৩২)। এর মধ্যে ১৪টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৩৬টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।


আর আর বি ডুবনেশ্বর 


টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল: ১২টি (সাধারণ তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ২, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি করে শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত হবে। টেকনিশিয়ান গ্রেড খ্রি: ১৩৮টি (সাধারণ ৫১, তফসিলি জাতি ১৯, তফসিলি উপজাতি ১৩, ও বি সি ২৭, আর্থিক ভাবে অনগ্রসর ১৮)। এর মধ্যে ১২টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ১৪টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।


আর আর বি বিলাসপুর 


টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল: ৯৫টি (সাধারণ ৪৫, তফসিলি জাতি ১১, তফসিলি উপজাতি ৬, ও বি সি ২৪, আর্থিক ভাবে অনগ্রসর ৯)। এর মধ্যে ২টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ১০টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। টেকনিশিয়ান গ্রেড খ্রি: ৭৬৬টি (সাধারণ ৩৬৫, তফসিলি জাতি ১০১, তফসিলি উপজাতি ৪৫, ও বি সি ১৮৮, আর্থিক ভাবে অনগ্রসর ৬৭)। এর মধ্যে ১৭টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৮০টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।


আর আর বি চণ্ডিগড়: 


টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল: ২৫টি (সাধারণ ১০, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ২, ও বি সি ৬, আর্থিক ভাবে অনগ্রসর ৩)। এর মধ্যে ৩টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। টেকনিশিয়ান গ্রেড খ্রি: ৮৬টি ( সাধারণ ৩৭, তফসিলি জাতি ১৩, তফসিলি উপজাতি ৫, ও বি সি ২২, আর্থিক ভাবে অনগ্রসর ৯)। এর মধ্যে ২টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৯টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।


আর আর বি চেন্নাই: 


টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল: ৪৮টি (সাধারণ ২২, তফসিলি জাতি ৭, তফসিলি উপজাতি ২, ও বি সি ১২, আর্থিক ভাবে অনগ্রসর ৫)। এর মধ্যে ২টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৫টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। টেকনিশিয়ান গ্রেড থ্রি: ৭৮৫টি (সাধারণ ৩২৪, তফসিলি জাতি ১১৫, তফসিলি উপজাতি ৬৪, ও বি সি ১৮৮, আর্থিক ভাবে অনগ্রসর ৯৪)। এর মধ্যে ৩৮টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৭৯টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।


আর আর বি গোরখপুর: 


টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল: ৫৯টি (সাধারণ ২৬, তফসিলি জাতি ৭, তফসিলি উপজাতি ৪, ও বি সি ১৬, আর্থিক ভাবে অনগ্রসর ৬)। এর মধ্যে ৩টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৬টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। টেকনিশিয়ান গ্রেড খ্রি: ১৪৬টি ( সাধারণ ৫৭, তফসিলি জাতি ২০, তফসিলি উপজাতি ১২ ও বি সি ৩৯, আর্থিক ভাবে অনগ্রসর ১৮)। এর মধ্যে ৪টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ১৫টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।





'জেনপাস' পরীক্ষার মাধ্যমে বিএসসি নার্সিং ও প্যারামেডিক্যাল ডিগ্রি কোর্সে ভর্তি







পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃতিপ্রাপ্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি নার্সিং, ব্যাচেলর অফ ফিজিয়োথেরাপি, ব্যাচেলর অফ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, | বিএসসি ইন পারফিউশন টেকনোলজি, বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, ব্যাচেলর অফ ভিশন সায়েন্সেস অ্যান্ড অপ্টোমেট্রি, বিএসসি ইন মেডিক্যাল মাইক্রোবায়োলজি, ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি, ব্যাচেলর অফ রেডিয়োলজি অ্যান্ড ইমেজিং টেকনিক, ব্যাচেলর অফ সেন্ট্রাল স্টেরালাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, ব্যাচেলর অফ রেসপিরেটরি কোর্সে ২০২৪-২৫ সেশনে ভর্তির জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনস বোর্ড দ্বারা আয়োজিত 'কমন এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড সায়েন্স (আন্ডার গ্র্যাজুয়েট) ২০২৪' (JENPAS )


                       প্রবেশিকা পরীক্ষার দরখাস্ত গ্রহণ শুরু হয়েছে। পরীক্ষা হবে ৩০ জুন, ২০২৪। ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ের পরীক্ষা (পেপার-II) হবে সকাল ১১টা থেকে দুপুর | ১২টা ৩০ মিনিট পর্যন্ত এবং অন্যান্য বিষয়ের পরীক্ষা (পেপার-I) হবে দুপুর ২টো থেকে সাড়ে ৩টে পর্যন্ত। প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি প্রতিষ্ঠানে বিএসসি নার্সিং কোর্সে কেবলমাত্র মহিলারা আবেদনের যোগ্য। সকল বেসরকারি প্রতিষ্ঠানে বিএসসি নার্সিং কোর্সে মহিলারা আবেদনের যোগ্য। তবে কিছু বেসরকারি প্রতিষ্ঠানে পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বিএসসি নার্সিং বাদে অন্যান্য সকল কোর্সে পুরুষ-মহিলা উভয় প্রার্থীরাই আবেদনের যোগ্য। বিএসসি নার্সিং কোর্সের বেলায় ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বিষয়ে কমপক্ষে মোট ৪৫ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায়, ওবিসি-এ, ওবিসি-বি ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ৪০ শতাংশ) উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। ব্যাচেলর অফ ভিশন সায়েন্সেস অ্যান্ড অপ্টোমেট্রি কোর্সের বেলায় ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ ও বায়োলজি বিষয়ে কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায়, ওবিসি-এ, ওবিসি-বি ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ৪৫ শতাংশ) উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্সের বেলায় কমপক্ষে মোট ৫০ শতাংশ। | নম্বর-সহ (তপশিলি সম্প্রদায়, ওবিসি-এ, ওবিসি-বি ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ৪৫ শতাংশ) উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি কোর্সের বেলায় ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ ও বায়োলজি বিষয়ে স্হ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। অন্যান্য কোর্সের বেলায় ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ ও বায়োলজি বিষয়ে কমপক্ষে মোট ৪৫ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায়, ওবিসি-এ, ওবিসি-বি ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ৪০ শতাংশ) উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। সব কোর্সের ক্ষেত্রেই ইংরেজি বিষয়ে পাশ হওয়া আবশ্যক। ব্যাচেলর অফ ভিশন সায়েন্সেস অ্যান্ড অপ্টোমেট্রি কোর্সের বেলায় বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। বিএসসি নার্সিং, বিএসসি ইন পারফিউশন টেকনোলজি ও ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি কোর্সের ক্ষেত্রে কোনো বয়সসীমা নেই। অন্যান্য কোর্সের বেলায় বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

অনলাইনে দরখাস্ত করতে হবে www.wbjeeb.nic.in বা www.wbjeeb.in ওয়েবসাইটের মাধ্যমে ২২ এপ্রিল, ২০২৪-এর মধ্যে।


 দরখাস্ত পূরণের সময় প্রার্থীর ছবি (১০ থেকে ২০০ কেবি সাইজ), সই (৪ থেকে ৩০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। যেকোনো একটি পেপারের জন্য দরখাস্ত ফি ৫০০ টাকা (তপশিলি সম্প্রদায়, ওবিসি-এ, ওবিসি-বি ও অনাথ প্রার্থীদের বেলায় ৪০০ টাকা) এবং দুইটি পেপারের জন্য দরখাস্ত ফি ৮০০ টাকা (তপশিলি সম্প্রদায়, ওবিসি-এ, ওবিসি-বি ও অনাথ প্রার্থীদের বেলায় ৬৫০ টাকা) অনলাইনে নেট ব্যাঙ্কিং / ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড / কিউআর কোড / ইউপিআই সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে। রাজ্যের প্রতিটি জেলায় পরীক্ষাকেন্দ্র থাকবে। পেপার-I পরীক্ষায় ১০ মিনিট সময়সীমায় ১১৫ নম্বরের ওএমআর-ভিত্তিক মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন থাকবে এইসব বিষয়ে-ফিজিক্স (ক্যাটেগরি-১- ১৫টি প্রশ্ন, ১৫ নম্বর ও ক্যাটেগরি ২- ৫টি প্রশ্ন, ১০ নম্বর), কেমিস্ট্রি = (ক্যাটেগরি-১- ১৫টি প্রশ্ন, ১৫ নম্বর ও ক্যাটেগরি ২- ৫টি প্রশ্ন, ১০ নম্বর), বায়োলজি । (ক্যাটেগরি-১- ১৫টি প্রশ্ন, ১৫ নম্বর ও ক্যাটেগরি ২-৫টি প্রশ্ন, ১০ নম্বর), বেসিক ইংলিশ m (ক্যাটেগরি-১- ২০টি প্রশ্ন, ২০ নম্বর), লজিক্যাল রিজনিং (ক্যাটেগরি-১- ২০টি প্রশ্ন, ২০ = নম্বর)। পেপার-II পরীক্ষায় ৯০ মিনিট সময়সীমায় ১১৫ নম্বরের ও এমআর-ভিত্তিক মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন থাকবে এইসব বিষয়ে ফিজিক্যাল সায়েন্স (ক্যাটেগরি-১-২৫টি প্রশ্ন, ২৫ নম্বর ও ক্যাটেগরি-২- ৫টি প্রশ্ন, ১০ নম্বর), ম্যাথেমেটিক্স (ক্যাটেগরি-১- ১০টি প্রশ্ন, ১০ নম্বর ও ক্যাটেগরি ২-৫টি প্রশ্ন, ১০ নম্বর), জেনারেল নলেজ (ক্যাটেগরি-১-১০টি প্রশ্ন, ১০ নম্বর ও ক্যাটেগরি ২-৫টি প্রশ্ন, ১০ নম্বর), বেসিক ইংলিশ (ক্যাটেগরি-১- ২০টি প্রশ্ন, ২০ নম্বর), লজিক্যাল রিজনিং (ক্যাটেগরি-১-২০টি প্রশ্ন, ২০ নম্বর)। ক্যাটেগরি-১ প্রশ্নের ক্ষেত্রে প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১/৪ নম্বর কাটা যাবে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথেমেটিক্স বিষয়ে মাধ্যমিক স্তরের ও অন্যান্য বিষয়ে উচ্চমাধ্যমিক স্তরের প্রশ্ন থাকবে। জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং ও বেসিক ইংলিশ বাদে প্রতিটি বিষয়েই বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই প্রশ্ন থাকবে। অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট।



ঝাড়গ্রামে স্বাস্থ্যকর্মী নিয়োগ





ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি যোগা ইন্সট্রাক্টর, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ব্লক এপিডেমিওলজিস্ট পদে ১২ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে। অনলাইনে দরখাস্ত করতে হবে ৩ এপ্রিল, ২০২৪-এর মধ্যে ।


পদ অনুযায়ী যোগ্যতা: 


(১) যোগা ইন্সট্রাক্টর: 


মাধ্যমিক / সমতুল পাশ এবং যোগা অ্যান্ড নেচারোপ্যাথি বিষয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড নেচারোপ্যাথি স্বীকৃত ১ বছরের সার্টিফিকেট পাশ হতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড নেচারোপ্যাথি প্রতিষ্ঠানের অধীনে নাম নথিভুক্ত করা থাকতে হবে। বয়স: ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। শূন্যপদ: ৮। পুরুষ-৩ (জেনাঃ ১, তঃউঃজাঃ ি ১, ওবিসি-এ ১)। মহিলা- ৫ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃ জাঃ ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)। বেতন: পুরুষ- প্রতি মাসে (৩২টি সেশন) ৮,০০০ টাকা। মহিলা- প্রতি মাসে (২০টি সেশন) ৫,০০০ টাকা ।


(২) ক্লিনিক্যাল সাইকোলজিস্ট: 


রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত ক্লিনিক্যাল সাইকোলজির কোর্স পাশ করে থাকতে হবে অথবা ইউজিসি স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সুপারভাইজড ক্লিনিক্যাল ট্রেনিং-সহ দুই বছরের কোর্স করার পর সাইকোলজি / ক্লিনিক্যাল সাইকোলজি / অ্যাপ্লায়েড সাইকোলজি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ও ক্লিনিক্যাল সাইকোলজি / মেডিক্যাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজি বিষয়ে এম.ফিল পাশ করে থাকতে হবে। কমপক্ষে ১ বছরের কাজের | অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীদের অবশ্যই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার অধীনে নাম নথিভুক্ত থাকতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষা জানা আবশ্যক। বয়স: ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।শূন্যপদঃ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)। এককালীন বেতন: | প্রতি মাসে ৩০,০০০ টাকা ।


(৩) ব্লক এপিডেমিওলজিস্ট: 


লাইফ সায়েন্স / এপিডেমিওলজি, বিষয়ে এমএসসি পাশ হতে হবে বা এমপিএইচ-সহ বিএএমএস / বিএইচএমএস / বিইউএমএস পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স | এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে। পিএইচডি / এমফিল হলে এবং পাবলিক হেলথ বিষয়ক অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স: ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের



নবোদয় বিদ্যালয়ে ১,৩৭৬ মাল্টিটাস্কিং স্টাফ, অ্যাটেন্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, স্টেনো ও নার্স





নবোদয় বিদ্যালয় সমিতি ‘জুনিয়র ই.ডব্লু.এস. ২, ও.বি.সি. ৪, তঃজাঃ ২)। এর মধ্যে প্রতিবন্ধী ১ ও সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট', 'মাল্টি টাস্কিং স্টাফ', 'ল্যাব অ্যাটেন্ড্যান্ট' প্রাঃসঃকঃ ২। পদে ১,৩৭৬ জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য : পোস্ট কোড 12 : ল্যাব অ্যাটেন্ড্যান্ট : মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা পোস্ট কোড 14 : মাল্টি টাস্কিং স্টাফ : মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ল্যাবরেটরি টেকনিকের সার্টিফিকেট বা, ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। আবেদন করতে পারেন। সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশরাও যোগ্য। মূল মাইনে : ১৮,০০০-৫৬,৯০০ টাকা। শূন্যপদ : ১৯টি (জেনাঃ ১১, বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের  মধ্যে। মূল মাইনে : ১৮,০০০-৫৬,৯০০ টাকা। শূন্যপদ :-১৬১টি (জেনাঃ ৭৬, ই.ডব্লু.এস. ১৬, ও.বি.সি. ৩১, তঃজাঃ ২৮, তঃউঃজাঃ ১০)। এর মধ্যে প্রতিবন্ধী ৫ ও প্রাঃসঃকঃ ১৬।


পোষ্ট কোড 1 ফিমেল স্টাফ নার্স বি.এসসি. নার্সিং কিংবা বি.এসসি. 


অনার্স নার্সিং কোর্স পাশরা যোগ্য। পোস্ট বেসিক বি.এসসি. নার্সিং কোর্স পাশরাও যোগ্য। রাজ্য নার্সিং কাউন্সিলে নার্স ও মিডওয়াইফ হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে। ৫০ শয্যার হাসপাতালে অন্তত আড়াই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে : ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা। শূন্যপদ + ১২১টি (জেনাঃ ৮৫, ই.ডব্লু.এস. . . ওয়েবসাইটে।




পোষ্ট কোড 11 : ইলেক্ট্রিশিয়ান কাম প্লাম্বার : 


মাধ্যমিক পাশরা আই.টি.আই, থেকে ইলেক্ট্রিশিয়ান বা, ওয়্যারম্যান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। ইলেক্ট্রিক্যাল ও প্লাম্বিং সংক্রান্ত কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। মূল মাইনে : ১৯,৯০০-৬৩,২০০ টাকা। শূন্যপদ : ১২৮টি (জেনাঃ ৭৫, ই.ডব্লু.এস. ১২, ও.বি.সি. ১৫, তঃজাঃ ২৩, তঃ উঃ জাঃ ৩) । এর মধ্যে প্রতিবন্ধী ৫ ও প্রাঃসঃকঃ 

 পোস্ট কোড 10 : জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট : 


যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশরা ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩০টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। সেক্রেটারিয়েল প্র্যাক্টিস অফিস ম্যানেজমেন্ট ভোকেশনাল বিষয় হিসাবে নিয়ে উচ্চমাধ্যমিক পাশরাও যোগ্য। কম্পিউটারের অদ্ভূত ৬ মাসের কোর্স পাশ হলে ভালো হয়। উচ্চমাধ্যমিকে যাঁদের কম্পিউটার একটি বিষয় হিসাবে ছিল, তাঁদের ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট কোর্স পাশ না হলেও হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মূল মাইনে : ১৯,৯০০-৬৩,২০০ টাকা। শূন্যপদ : ৩৬০টি (জেনাঃ ১৪৫, ই.ডব্লু.এস. ৩৬, ও.বি.সি. ৮৬, তঃজাঃ ৬৭, তঃউঃজাঃ ২৬)। এর মধ্যে প্রতিবন্ধী ১২ ও প্রাঃসঃকঃ ৩৬।


পোষ্ট কোড ৪ : জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট : 


উচ্চমাধ্যমিক পাশরা ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩০টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য। সেক্রেটারিয়েল প্র্যাক্টিস ও অফিস ম্যানেজমেন্ট ভোকেশনাল বিষয় হিসাবে নিয়ে উচ্চমাধ্যমিক পাশরাও যোগ্য। কম্পিউটারের অন্তত ৬ মাসের কোর্স পাশ হলে ভালো হয়। উচ্চমাধ্যমিকে যাঁদের কম্পিউটার একটি বিষয় হিসাবে ছিল, তাঁদের ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট কোর্স পাশ না হলেও হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মূল মাইনে : ১৯,৯০০-৬৩,২০০ টাকা। শূন্যপদ : ২১ টি (জেনাঃ ১৩, ই,ডব্লু.এস. ২. ও.বি.সি. ২, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১)। এর মধ্যে প্রতিবন্ধী ২ ও প্রাঃসঃকঃ ২।


পোস্ট কোড ৪ : ক্যাটেরিং সুপারভাইজর 


হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে ২৫,৫০০-৮১,১০০ টাকা। শূন্যপদ : ৭৮টি (জেনাঃ ৪৪, ই.ড.এস. ও.বি.সি. ১৩,তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৪)। এর মধ্যে প্রতিবন্ধী ৩ ও প্রাঃসঃকঃ ৭ ।

পোষ্ট কোড 6: স্টেনোগ্রাফার, গ্রুপ-সি : যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশরা ইংরিজি শর্টহ্যান্ডে মিনিটে অন্তত ৮০টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মূল মাইনে : ২৫,৫০০-৮১,১০০ টাকা। শূন্যপদ : ২৩টি না (জেনাঃ ১৪, ই.ডব্লু.এস. ২, ও.বি.সি. ২, তজাঃ ৪, তঃউঃজাঃ ১)। এর মধ্যে প্রতিবন্ধী ২ ও

প্রাঃসঃকঃ ২। ১২, ও.বি.সি. ১২, তঃফাঃ ১০, তঃউঃজাঃ ২)। এর মধ্যে প্রতিবন্ধী ৫।

                                       ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে ৩০-৪ ২০২৪ এর হিসাবে। তপশিলী, ও.বি.সি. 'রা যথারীতি বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাই করবে 'ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)'। পরীক্ষা হবে কলকাতা, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি, মালদহ-সহ বিভিন্ন কেন্দ্রে। ফিমেল স্টাফ নার্স পদের বেলায় ১২০ নম্বরের ১২০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : 


(ক) রিজনিং এবিলিটি -১৫ নম্বর, 


(খ) জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স - ১৫ নম্বর, 


(গ) ল্যাঙ্গোয়েজ কম্পিটেন্সি টেস্ট -২০ নম্বর, 


(ঘ) সংশ্লিষ্ট বিষয়ের ওপর ৭০ নম্বর। সময় থাকবে আড়াই ঘন্টা। 


স্টেনোগ্রাফার পদের বেলায় ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : 


(ক) ল্যাঙ্গোয়েজ টেস্ট-৪০ নম্বর, 

(খ) জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স - ৩০ নম্বর, 

(গ) কম্পিউটার অপারেশনের বেসিক জ্ঞান- ৩০ নম্বর। সময় থাকবে ২ ঘন্টা।



কম্পিউটার অপারেটর পদের বেলায় ১৩০ নম্বরের ১৩০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : 


(ক) ল্যাঙ্গোয়েজ টেস্ট-৩০ নম্বর, 


(খ) রিজনিং এবিলিটি -২০ নম্বর, 

(গ) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড-২০ নম্বর, 

(ঘ) কম্পিউটার অপারেশনের বেসিক জ্ঞান- ৬০ নম্বর। সময় থাকবে আড়াই ঘন্টা। 


ক্যাটেরিং সুপারভাইজর পদের বেলায় ১২০ নম্বরের ১২০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : 


(ক) ল্যাঙ্গোয়েজ টেস্ট-২০ নম্বর, 

(খ) রিজনিং এবিলিটি -১৫ নম্বর, 

(গ) জেনারেল অ্যাওয়ারনেস ১৫ নম্বর, 

(ঘ) কম্পিউটার অপারেশনের বেসিক জ্ঞান- ১০ নম্বর, 

(ঙ) পেশাগত জ্ঞান -৬০ নম্বর। সময় থাকবে আড়াই ঘন্টা। 


জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় ১৩০ নম্বরের ১৩০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে 


(ক) ল্যাঙ্গোয়েজ টেস্ট-৩০ নম্বর, 

(খ) মেন্টাল অ্যান্ড রিজনিং এবিলিটি - ২০ নম্বর, 

(গ) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড-২০ নম্বর, 

(ঘ) জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স - ৩০ নম্বর, 

(ঙ) কম্পিউটার অপারেশনের বেসিক জ্ঞান- ৩০ নম্বর। সময় থাকবে আড়াই ঘন্টা। 


ল্যাব অ্যাটেন্ড্যান্ট, ইলেক্ট্রিশিয়ান কাম প্লাম্বার পদের বেলায় ১২০ নম্বরের ১২০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : 


(ক) ল্যাঙ্গোয়েজ টেস্ট-৩০ নম্বর, 

(খ) রিজনিং এবিলিটি - ১৫ নম্বর, 

(গ) জেনারেল অ্যাঁওয়ারনেস ১৫ নম্বর, 

(ঘ) সংশ্লিষ্ট বিষয়ের ওপর ৬০ নম্বর। সময় থাকবে আড়াই ঘন্টা। 


মেস হেল্পার পদের বেলায় ১২০ নম্বরের ১২০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে 


(ক) ল্যাঙ্গোয়েজ টেস্ট- ২০ নম্বর, 

(খ) রিজনিং এবিলিটি - ১৫ নম্বর, 

(গ) জেনারেল অ্যাওয়ারনেস ১৫ নম্বর, 

(ঘ) সংশ্লিষ্ট বিষয়ের ওপর -৭০ নম্বর। সময় থাকবে আড়াই ঘন্টা।


মাল্টি টাস্কিং স্টাফ পদের বেলায় ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : 


(ক) ল্যাঙ্গোয়েজ টেস্ট-৪০ নম্বর, 

(খ) জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স-২০ নম্বর, 

(ঘ) কম্পিউটার অপারেশন সংক্রান্ত প্রশ্ন -৪০ নম্বর। সময় থাকবে ২ ঘন্টা। 


সফল হলে ট্রেড টেস্ট। দরখাস্ত করবেন অনলাইনে, ৩০ এপ্রিলের মধ্যে। এই ওয়েবসাইটে: https://exams.nta.ac.in/ NVS, www.navodaya.gov.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ফিমেল স্টাফ নার্স পদের বেলায় ১,৫০০ (তপশিলী, প্রতিবন্ধী হলে ৫০০) টাকা আর অন্যান্য পদের বেলায় ১,০০০ (তপশিলী ও প্রতিবন্ধী হলে ৫০০ ) টাকা অনলাইনে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই




যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আমরি হাসপাতালের যৌথ উদ্যোগে ডায়ালিসিস টেকনিশিয়ানের পেশাদারি কর্মমুখী কোর্স




                               


পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে কিডনির রোগে আক্রান্তদের সংখ্যা দিন দিন বাড়ছে। ডায়ালিসিস প্রধানত এই ২ ধরণের - হেইমোডায়ালিসিস (Haemodialysis) ও পেরিটোনেইল ডায়ালিসিস (Peritoneal dialysis ) । ডায়ালিসিসের কাজ রক্ত থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত জল বের করে দেওয়া। কিডনি রোগীদের সাধারণভাবে সপ্তাহে ৩ দিন ৪ ঘন্টা ধরে ডায়ালিসিস করা হয়। এই মেশিন যাঁরা পরিচালনা করেন তাঁদের বলা হয় ডায়ালিসিস টেকনিশিয়ান। এইসব টেকনিশিয়ানদের কাজের মূল দায়িত্ব হল, রোগীকে 'ডায়ালিসিসের জন্য তৈরি করা, তদারকি করা, মেশিন অপারেট করা ও ডায়ালিসিস শেষ হওয়ার পর নির্ধারিত পদ্ধতি মানা। টেকনিশিয়ানরা ডায়ালিসিস চলাকালীন রোগীকে আরামে থাকতে সাহায্য করেন ও মেশিনটি যাতে ঠিকমতো কাজ করে সেদিকে নজর রাখেন। এই ধরণের কাজ করার জন্য বিশেষ প্রশিক্ষণের দরকার হয়। বলাবাহুল্য, এই রাজ্যে প্রশিক্ষিত ডায়ালিসিস টেকনিশিয়ানের যথেষ্ট অভাব আছে।

এই ঘাটতি পূরণ করে দক্ষ পেশাদার টেকনিশিয়ান তৈরির জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার কলকাতার এ.এম.আর.আই (AMRI) হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে ডায়ালিসিস টেকনিশিয়ানের ট্রেনিং দিচ্ছে। কোর্সের পুরো নাম “ডায়ালিসিস টেকনিশিয়ান সার্টিফিকেট প্রোগ্রাম'। বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা এই কোর্সে ভরতি হতে পারেন ।

বয়সের কোনো কড়াকড়ি নেই। সীট ২৫টি। মোট ৯ মাসের কোর্স। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থিওরির ক্লাস আর এ.এম.আর.আই হাসপাতালে প্র্যাক্টিক্যাল ক্লাস হবে। ক্লিনিক্যাল রিসার্চ সেন্টারের উপদেষ্টা ড: কে. কৌতসু জানান, কর্মমুখি এই কোর্সের লক্ষ্য ও উদ্দেশ্য হল, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে দক্ষ ও উন্নতমানের ডায়ালিসিস টেকনিশিয়ান তৈরি করা। ট্রেনিং শেষে কাজের অভাব হয় না। সফলদের ডায়ালিসিস টেকনিশিয়ান পদে কাজের সুযোগ আছে সরকারি-বেসরকারি হাসপাতাল, জেলা হাসপাতাল, স্বেচ্ছাসেবি সংস্থা, কিডনি বিশেষজ্ঞ কেন্দ্র ও নার্সিংহোমে। কোর্স শুরু হবে ১১ জুন থেকে। ভরতির শেষ তারিখ ২৫ মে। ভরতির জন্য নির্ধারিত ফর্ম পাবেন ৫০ টাকা দিয়ে হাতে হাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনফর্মেশন সেন্টার ও ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার থেকে। যাবতীয় প্রমাণপত্র-সহ পুরণ করা দরখাস্ত জমা দিতে হবে ১৮ মে'র মধ্যে। যোগাযোগ করতে হবে এই ঠিকানায় : ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার, বায়োই কিউভ্যালেন্স বিল্ডিং, ৩য় তল। ফোন : 9088401354



কলকাতা পুলিশে ২২৫ ডেটা এন্ট্রি অপারেটর



ডেটা এন্ট্রি অপারেটর পদে ২২৫ জনকে নেবে কলকাতা পুলিশ। নিয়োগ করা হবে চুক্তিতে। প্রার্থীকে এ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: 02/Emp/Estt/2024.


শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট কোর্স পাশ করে থাকতে হবে। তবে স্নাতক স্তরে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ইনফর্মেশন টেকনোলজি নিয়ে পড়ে থাকলে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে জানতে হবে। কম্পিউটারে প্রতি মিনিটে অন্তত ৩০টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। বাংলা টাইপিং জানলে অগ্রাধিকার। জন্মতারিখ হতে হবে ১-৪-১৯৮৪ থেকে ১-৪-২০০৬-এর মধ্যে। সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। বেতন প্রতি মাসে ১৬,০০০ টাকা । প্রাথমিক ভাবে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে ইন্টারভিউ এবং প্র্যাক্টিক্যাল টেস্টের মাধ্যমে অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https:// kolkatapolice.gov.in দরখাস্তের শেষ তারিখ ৪ এপ্রিল। দরখাস্তের সময় প্রার্থীর ফটো, সই, আধার কার্ড, বয়স ও শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে), প্রার্থীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড এবং আর্থিক ভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্ত সাবমিটের পর পাওয়া কনফার্মেশন পেজের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। পরে কাজে লাগবে।

খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।




অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে হকিন্স কুকারস লিমিটেড 





ট্রেনিং হবে এই তিন বিভাগে: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ও আই টি আই অ্যাপ্রেন্টিসশিপ। অর্থাৎ গ্র্যাজুয়েট, ডিপ্লোমাধারী ও মাধ্যমিক-সহ আই টি আই উত্তীর্ণরা ট্রেনিং নেওয়ার জন্য আবেদন করতে পারেন। প্রশিক্ষণ আয়োজিত হবে মহারাষ্ট্রের থানে, পাঞ্জাবের হোশিয়ারপুর ও উত্তরপ্রদেশের জৌনপুরে।

আগ্রহীরা এখনই অনলাইন আবেদন করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে: https://www.hawkinscookers.com/Jobs প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নম্বরে: ২২-২২১৮-৬৬০৭, ২২- ৪২৪২-৫২০০।




অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন ও নাবার্ড-এর যৌথ উদ্যোগে বৃত্তিমূলক প্রশিক্ষণ


                                     অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগ, স্কিল অ্যান্ড এন্ট্রিপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (সেডি) ও নাবার্ড-এর যৌথ উদ্যোগে টু-হুইলার টেকনিশিয়ানের অনাবাসিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মেয়াদ ৩ মাস। প্রশিক্ষণ শেষে পরীক্ষা নেওয়া হয়। উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শংসাপত্র এবং একটি টুল কিট দেওয়া হয়। এছাড়াও পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে অটোমোবাইল সেক্টরে কাজ পেতে তাঁদের সাহায্য করা হয়। এই প্রশিক্ষণ শুরু হবে ৬ এপ্রিল। তরুণ এবং তরুণীরা, উভয়েই ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারেন।

কোর্সের নাম: অটোমোবাইল ট্রেনিং (টু-হুইলার টেকনিশিয়ান)

কী শেখানো হবে: ভেহিক্যল সার্ভিসিং, ইঞ্জিন রিপেয়ারিং, এফ আই সিস্টেম ছাড়াও বিএস-৬ সংক্রান্ত ট্রেনিং দেওয়া হবে ।

আসন সংখ্যা: ২০টি।

ফি: ১,৫০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে মাধ্যমিক উত্তীর্ণ।

ভর্তি হওয়া যাবে ৫ এপ্রিল পর্যন্ত। আগে এলে আগে সুযোগের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে ।

প্রশিক্ষণের জন্য যোগাযোগ: অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন (সেডি), সাঁকরাইল, ধুলাগড়ী, হাওড়া (সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত)। ফোন: ৯৫৩১৫- ২৭৪০১, ৯৬৮১৪-৬৪১৫৬।



বন্ধন ব্যাঙ্কে চাকরি


পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে কর্মী নিয়োগ করে থাকে বন্ধন ব্যাঙ্ক। নিয়োগ হয় বিভিন্ন বিভাগে। অভিজ্ঞ পেশাদারদের সঙ্গে ফ্রেশাররাও আবেদন করতে পারেন। অনলাইন আবেদন করা যায় বছরের যে-কোনও সময়। প্রার্থীর যোগ্যতা যাচাই করে উপযুক্ত বিবেচিত প্রার্থীর সঙ্গে সংস্থার কর্তৃপক্ষ যোগাযোগ করেন। ২০২৩-এর ‘গ্যালাপ একসেপশনাল ওয়ার্কপ্লেস অ্যাওয়ার্ড' পেয়েছে বন্ধন। বিশ্বের মাত্র ৫৭টি সংস্থা গত বছর এই আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। উল্লেখ্য, ব্যাঙ্ক কর্তৃপক্ষ চাকরিপ্রার্থীদের কোনও ব্যক্তি বা এজেন্সির চাকরি দেওয়ার প্রলোভনে পা দিতে নিষেধ করেছেন। তাঁরা জানিয়েছেন, নিয়োগের প্রক্রিয়াটি সরাসরি পরিচালনা করেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

১. ও বি. সি. ২টি শূন্যপদ পাবেন সাবক জন্য নিয়োগ হয়ে থাকে এই সব বিভাগে: অ্যাডমিনিস্ট্রেশন, এগ্রি বিজনেস, ব্যাঙ্কিং অ্যাডমিনিস্ট্রেশন ও কাস্টমার কেয়ার, অ্যানালিটিক্স/কর্পোরেট স্ট্র্যাটেজি, অডিট, ব্রাঞ্চ ব্যাঙ্কিং, কমপ্লায়েন্স কর্পোরেট স্যালারি, কর্পোরেট সার্ভিসেস, ডিজিটাল ব্যাঙ্কিং, হাউজিং ফিনান্স, হিউম্যান রিসোর্সেস, ইনফর্মেশন টেকনোলজি, লিগাল /ভিজিল্যান্স, মাইক্রো ব্যাঙ্কিং, হোলসেল ব্যাঙ্কিং, এম এস এম ই ব্যাঙ্কিং, মার্কেটিং, রিটেল অ্যাসেটস, রিস্ক, ট্রেড ফিনান্স, ট্রেজারি, হিউম্যান রিসোর্সেস। নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (থাকলে), পছন্দের বিভাগ ও চাকরিস্থল অনুযায়ী আবেদন করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে:   https:// bandhanbank.com/join-our-team

প্রাথমিক নথিভুক্তির পরবর্তী পর্যায়ে জীবনপঞ্জি উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়ার একটি পর্যায়ে সংক্ষিপ্ত আকারে নিজের সম্পর্কে কিছু কথা নিজের মতো করে লিখতে হবে। একাধিক ইন্টারভিউ আয়োজিত হতে পারে।












Post a Comment

0 Comments