সেরাজেভো হত্যাকান্ড ৷

 

  • সেরাজেভো হত্যাকান্ড

                          বলকান সমস্যাকে কেন্দ্র করে ইউরোপীয় রাজনীতি জটিলতর রূপ ধারণ করে। বলকান অঞ্চলে রুশ স্বার্থ দীর্ঘদিনের। সেখানে অস্ট্রিয়ার প্রবেশ ঘটলে রাশিয়ার সঙ্গে বিবাদ দেখা দেয়। আবার অস্ট্রিয়া বসনিয়া হারজেগোভিনা নামক স্লাভ-জাতি অধ্যুষিত রাজ্যগুলি গ্রাস করলেসর্ব স্লাভ আন্দোলনের নেতা সার্বিয়ার সঙ্গে অষ্টিয়ার বিরোধ বাধে। স্লাভ রাষ্ট্র রাশিয়া সার্বিয়াকে সমর্থন করে। সার্বিয়ার জ্ঞাতসারেই বিভিন্ন স্থানের পরাধীন স্নাভরা গুপ্ত সমিতি গঠন করে গুপ্তহত্যার মাধ্যমে স্বাধীনতা অর্জণে প্রয়াসী হয়। অন্যদিকে জার্মানি সমর্থণ করে অস্ট্রিয়াকে। এইভাবে বলকান জাতীয়তাবাদ, অস্ট্রো-রাশিয়া অস্ট্রো সার্বিয়া বিবাদ বলকান অঞ্চলকে এক জ্বলন্ত অগ্নিকুন্ডে পরিণত করে। এই অবস্থায় অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে এলে ১৯১৪ খ্রীঃ ২৮শে জুন স্লাভ সন্ত্রাশবাদী সংস্থাব্ল্যাক হ্যান্ডবা ইউনিয়ন অব ডেথ'-এর সদস্য নাভরিলো প্রিন্সেপ রাজপথের উপর প্রকাশ্য বিদালোকে গুলি করে তাদের হত্যা করেন। এই ঘটনাসেরাজেভো হত্যাকান্ড' নামে পরিচিত। আততায়ী অস্ট্রিয়ার প্রজা হলেও, জাতিতে স্লাভ এবং সার্বিয়ার অধিবাসীদের সমগোত্রীয় ছিল। একারণে অস্ট্রিয়াকে এই হত্যাকান্ডের জন্য দায়ী করে কতগুলি শর্ত পূরণের দাবিতে এক চরমপত্র পাঠায়। এই দাবিগুলি পূরণের জন্য মাত্র ৪৮ ঘন্টা সময় নেয়, কিন্তু যে দাবিগুলি মানলে তাঁর সার্বভৌমত্ব ক্ষুন্ন হবে, সেগুলি মানতে অস্বীকার করেন এবং ব্যাপারে আলোচনার জন্য একটি আন্তজার্তিক বৈঠক আহ্বানের প্রস্তাব দেয়। অস্ট্রিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। পরবর্তীতে অস্ট্রিয়া সার্বিয়ার এই যুদ্ধ বিশ্ব যুদ্ধে পরিণত হয়।

Post a Comment

0 Comments