বুর্জোয়া বিপ্লব।

 

  • বুর্জোয়া বিপ্লব।

                             ১৭৮৯ এর বিপ্লবে বুর্জোয়া শ্রেণীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিভিন্ন ঐতিহাসিক স্বীকার করলেও বিপ্লবকে 'বুর্জোয়া বিপ্লব' বলা সংগত হবে কিনা সে প্রশ্নের মতভেদ আছে। এই বিতর্কের সূত্রপাত হয়েছে মার্কসবাদী লেখকের বিশ্লেষণ থেকে। ফরাসী বিপ্লবের প্রেক্ষীত হিসাবে শ্রেণী সংঘাতের চেতনা সক্রিয় ছিল। ফরাসী বিপ্লবের সংগঠনে বুর্জোয়া শ্রেণীর ভূমিকা ছিল প্রধান চালিকা শক্তি অষ্টাদশ শতকে বুর্জোয়াদের একাংশের হাতে প্রচুর অর্থ সম্পদ সঞ্চিত হলেও আর্থ-সামাজিক নিয়ন্ত্রণ তাঁদের অধিকারের বাইরে থেকে গিয়েছিল। কৌলিন্য জন্মগত অধিকার না থাকায় যোগ্যতা সম্পদ থাকা সত্ত্বেও বুর্জোয়া শ্রেণী সামাজিক রাজনৈতিক মর্যাদা এবং অধিকার থেকে বঞ্চিত ছিলেন। এই বৈষম্য ভেঙে ফেলার জন্যই বুর্জোয়া বিপ্লবের ডাক দেওয়া হয়েছিল। অর্থাৎ শ্রেণী চেতনার দ্বারা উদ্বুদ্ধ বুর্জোয়ারা শ্রেণীর স্বার্থরক্ষার জন্যই _অভিজাততন্ত্র রাজতন্ত্রের বিরূদ্ধে সংঘর্ষ সৃষ্টি করেছিল। তিনি এটি একটি বিশেষ পর্যায়কেবুর্জোয়া বিপ্লব' বলে অভিহিত করার পক্ষপাতি।

                            ব্রিটিশ ঐতিহাসিক কোবান লেনোভারের মন্তব্যের বিরোধীতা করেছেন। তাঁর মতে, ১৭৮৯ সালে ফ্রান্সে আর্থসামাজিক ব্যবস্থায় সমাজতন্ত্র বনাম পুজিবাদীদের লড়াই . প্রত্যক্ষ তীব্র ছিল না। তাই বিপ্লব সমাজতন্ত্র ধ্বংস করে বুর্জোয়া প্রাধান্য স্থাপন করেছে, এমন ধারণা একটি রূপকথা মাত্র। কোব্বান দেখিয়েছেন যে, ১৭৮৯ এর নির্বাচিত বুর্জোয়া সদস্যদের মধ্যে মাত্র ১৩ শতাংশ এসেছিল পূজিবাদী জগৎ থেকে এবং বাকি সকলে ছিলক্ষয়িষ্ণু বুর্জোয়া' থেকে এবং তারাই নেতৃত্বের ভূমিকা বা ভার গ্রহণ করেছিল। সাম্প্রতিক মার্কিণ ঐতিহাসিক জর্জ টেলর দেখিয়েছেন যে, ১৭৮৯ এর মূলধনের মালিক বুর্জোয়ারা রাজনীতি সম্পর্কে উদাসীন ছিলেন। এমন কি ফ্রান্সের উচ্চ নিম্ন বুর্জোয়াদের মধ্যে আর্থিক অবস্থারও তীব্র ভেদাভেদ ছিল।

১৭৮৯ এর ফরাসী বিপ্লবে বুর্জোয়াদের ভূমিকার গভীরতা কিংবা একটি বিশেষ পর্যায়ে এই বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব বলা সংহত হবে কিনা এই প্রশ্নে মতবিরোধ থাকলেও একটি বিষয়ে সকলে একমত যে ফরাসী বিপ্লব একটি পর্যায়ে বুর্জোয়াদের আর্থ-সামাজিক স্বার্থ রক্ষার জন্য অগ্রসর হয়েছিল। রাজতন্ত্রের বিরূদ্ধে অভিজাতদের সংঘাতে বুর্জোয়াদের ভূমিকা যেমন অভিজাতদের বিপথে চালিত হতে প্রেরণা জুগিয়েছিল তেমনি ম্যাকোবিণ শাসনের পূর্বে বিপ্লবের গতি নিয়ন্ত্রণে বুর্জোয়ারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

Post a Comment

0 Comments