কনকার্ডাট।

 

  • কনকার্ডাট।

                        ১৭৯১ খ্রীঃ বিপ্লবী সংবিধান দ্বারা (সিভিল কনস্টিটিউশন অব দি ক্লার্জি) গির্জাকে রাষ্ট্রায়ত্ত করা হলে পোপের সঙ্গে ফরাসি রাষ্ট্রের বিরোধ বাঁধে। ক্যাথলিক প্রজারা ব্যবস্থা মানতে পারেনি। ধর্মের আধ্যাত্মিক ব্যাপারে নেপোলিয়ণের কোনো মাথা ব্যাথা না থাকলেও রাজনৈতিক স্বার্থে তিনি খ্রিষ্টীয় জগতের ধর্মগুরু পোপের সঙ্গে বিরোধ মিটিয়ে নেওয়ার পক্ষপাতি ছিলেন। এই উপলক্ষে ১৯০১ খ্রীঃ তিনি পোপ নবম পায়াস-এর সঙ্গে এক ধর্ম মিমাংসা চুক্তি বা কনকার্ডটি স্বাক্ষর করেন। এই কনকাৰ্ডাটে

স্থির হয় যে,

) পোপ বিপ্লবী আমলে ফরাসি গির্জা গির্জার সম্পত্তির ব্যায়ীতকরণ মেনে নেবেন।

) ফরাসি সরকার রোমান ক্যাথলিক গির্জা ধর্মমতকে স্বীকৃতি দেবে।

) ভবিষ্যতে যাজকগণ সরকার কর্তৃক মনোনীতি হবেন এবং পোপ তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেবেন।

) রাষ্ট্র যাজকদের বেতন দেবে। এই চুক্তি দ্বরা রাষ্ট্র পোপ উভয়েই লাভবান হন। পোপের সঙ্গে বিরোধ মেটায় ফ্রান্সে ধর্মীয় ঐক্য আসে এবং নেপোলিয়ণের শক্তি বৃদ্ধি পায়। তিনি সংখ্যাগরিষ্ঠ ক্যাথলিকদের সমর্থন লাভ করেন। যাজকদের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক কোবান এর মতে, 'নানা ত্রুটি সত্ত্বেও এই চুক্তি ছিল নেপোলিয়ণের বিরাট সাফল্য।

Post a Comment

0 Comments