- স্পেনীয় ক্ষত?
নেপোলিয়ণের বিরুদ্ধে স্পেনীয়দের গৌরবোজ্জ্বল সংগ্রামের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকরা একমত নন। ডেভিড টমসন একে 'জাতীয় যুদ্ধ' বলে অভিহিত করেছেন। বলা হয় যে, স্পেনবাসী ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়েই নেপোলিয়ণের বিরোধিতা করেছিল। মারখাম, রুদে প্রমুখ ঐতিহাসিক এই বক্তব্যের বিরোধিতা করেছেন। রুদে বলেন যে, স্পেনে নেপোলিয়নের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন কৃষক ও নিম্ন যাজক শ্রেণী। তারা ছিলেন রক্ষণশীল এবং তাঁদের স্বার্থও ছিল সীমিত। স্পেনে তখন বুর্জোয়া শ্রেনীর কোন অস্তিত্বই ছিল না। সুতরাং ফরাসি বিপ্লবের আদর্শ দ্বারা তাদের অনুপ্রাণিত হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। মারখাম-এর মতে গির্জার সম্পত্তির উপর নেপোলিয়ণের হস্তক্ষেপ স্পেনবাসীকে ক্ষুব্ধ করে। তিনি বলেন যে, স্পেনের প্রতিরোধ ছিল মূলত ধর্মীয় এবং এর সঙ্গে উনিশ শতকের জাতীয়তাবাদের কোনো সম্পর্ক ছিল না। আসলে স্পেনে নেপোলিয়ণের সীমাহীন দম্ভ এবং চতুর্থ চার্লস ও ফার্দিনান্দকে অপসৃত করে যোসেফের সিংহাসনে প্রতিষ্ঠা স্পেনবাসী মানতে পারেনি। নেপোলিয়ণের ব্যক্তিগত জীবনে এবং ফ্রান্সের ইতিহাসে এই যুদ্ধের গুরুত্ব অপরিসীম। নেপোলিয়ন এই যুদ্ধকে ‘স্পেনীয় ক্ষত' বলে অভিহিত করেছেন, যা তাকে ধ্বংস করেছে। ঐতিহাসিক ফিশার-এর মতে, ফরাসি সাম্রাজ্য সংগঠনে নেপোলিয়ণের স্পেন অভিযান প্রথম ফাটল সৃষ্টি করে। ইতিপূর্বে নেপোলিয়ন বিভিন্ন স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু স্পেনে তিনি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ একটি সমগ্র জাতির প্রতিরোধের সম্মুখিন হন। এটি ছিল তাঁর কাছে সম্পুর্ণ নতুন এবং অভিনব বিষয় । ঐতিহাসিক ম্যারিয়ট বলেন যে, নেপোলিয়নের কাছে স্পেনীয় বিদ্রোহ ছিল একটি অভিনব বিষয় যা তিনি কখনোই চিন্তা করতে পারনেনি। এই জাতীয় প্রতিরোধের মুখে নেপোলিয়ণের রণকৌশল ব্যর্থ হয়।
এই যুদ্ধে ফ্রান্সের প্রভূত আর্থিক ক্ষতি হয়। ১৮০৮-১০ খ্রীঃ পর্যন্ত নেপোলিয়ন ৩ লক্ষ সেনা মোতায়েন করেন। স্পেনের দীর্ঘ ও ব্যায়সাপেক্ষ যুদ্ধে সেনাদলের এক বিরাট অংশ আটক থাকায় ইউরোপের অন্যত্র তার শক্তি দুর্বল হয়ে পড়ে। এই যুদ্ধ নেপোলিয়নের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই যুদ্ধ পেনোলিয়ণের অপরাজেয় ভাবমূর্তির উপর প্রবল আঘাত হানে। স্পেনের বিদ্রোহে অনুপ্রাণিত হয়ে পর্তুগাল, অষ্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া সর্বত্রই জাগরণ শুরু হয়। গ্রান্ট ও টেম্পারলি বলেন যে, স্পেনীয় যুদ্ধ ছিল একটি দুষ্ট ক্ষত যা নেপোলিয়ণের শক্তিকে নিঃশেষ করে দেয়। অধ্যাপক ডেভিড টমসন স্পেনীয় অভিযানকে পতনের পথে প্রথম ধাপ বলে অভিহিত করেছেন।
0 Comments