মহিষাদল রামায়ণ’ পুথির জননী এক রানি

 মহিষাদল রামায়ণ’ পুথির জননী এক রানি




মানুষ তাঁকে মনে রেখেছেন দেবালয়ের অনুষঙ্গে। ইতিহাস চর্চাকারীরা স্মরণ করেন তাঁর সুশাসন। পণ্ডিতমহলে তিনি স্মরণীয় সচিত্র পুঁথিতে। রানি জানকীকে অনেক ভাবে চেনে। তিনি বিচক্ষণ সুশাসক। লড়াকু এক রানি। মন্দির স্থাপত্যে অনন্য ी । কিন্তু রানির অন্য একটি শুণ তুলনামূলক কম আলোচিত। তাঁর প্রেরণায় তৈরি হয়েছিল বিশেষ ধরনের রামায়ণ পুঁথি। যা বাংলার পৃথিধারার অনন্য নজির। যে নজিরকে পণ্ডিতমহল স্বীকৃতি দিয়েছে, "মহিষাদল রামায়ণ' নামে।

রানি জানকী ছিলেন মহিষাদল রাজবংশের রাজা আনন্দলালের স্ত্রী। যদিও এই পরিচয় খণ্ডিত। ইতিহাস বলছে, রাজবংশের রাজাদের থেকে বেশি জনপ্রিয় ছিলেন জানকী। আঞ্চলিক ইতিহাসকারদের তাঁর সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা, 'মহিষাদল রাজবংশের শ্রেষ্ঠ এবং কীর্তিমতী রানি হলেন রানি জানকী'।

ঘটনাচক্রে রানি জানকীকে শাসনভার নিতে হত। ১৭৭০ খ্রিস্টাব্দে, বঙ্গাব্দ ১১৭৭, রাজা আনন্দলালের মৃত্যু হয়। দায়িত্ব নিতে হল রানিকে। গোটা বাংলার পরিস্থিতি তখন মোটেও ভাল নয়। ওয়ারেন হেস্টিংস বাংলার বড়লাট। মেদিনীপুরে চলছে দুর্ভিক্ষ। মহিষাদল রাজপরিবারের আর্থিক অবস্থাও তখন শোচনীয়। এমন সময়ে শাসনের দায়িত্ব পেলেন তিনি। কঠিন কাজ নিঃসন্দেহে। প্রথমে রানির লক্ষ্য ছিল, তাঁর রাজ্যের আর্থিক অবস্থার উন্নতি। ফলে মেনে নেন হেস্টিংসের করপ্রথা। কর্নওয়ালিশের দশসালা ব্যবস্থাতেও রাজি হয়েছিলেন। তাঁর এই পদক্ষেপে রাজকোষের হাল ফেরে। রানি উপাধি পান জানকী।

তবে রাজত্বকালে কখনও স্বস্তিতে ছিলেন না তিনি। বারবার মহিষাদল আক্রমণ করেছে মরাঠা, চট্টগ্রাম ও আরাকানের মগ দস্যুরা। আক্রমণ ঢেঁকিয়েছেন। নিজেও গিয়েছেন যুদ্ধক্ষেত্রে। তাঁর গড়কমলপুরের প্রাসাদ আক্রমণ করেছিল শত্রুরা। তিনিও আক্রমণ ঠেকাতে তরবারি ধরেছিলেন। বর্গিদের আক্রমণ রুখতে রানি জানকী পর্তুগিজ বাহিনী তৈরি করেন। বন্ধু চালাতে দক্ষ পর্তুগিজদের জায়গা দেন গেঁওখালির অদূরে মিরপুর গ্রামে। যে গ্রামটি এখনও পর্তুগিজদের গ্রাম হিসেবে পরিচিত।

অশোকবনে রাম-সীতার সাক্ষাৎ। মহিষাদল রামায়ণ পুথিতে অলংকরণ। দেবপ্রসাদ ঘোষের বই থেকে রামায়ণ পুথিকে "মহিষাদলের রামায়ণ' বলা হয় কেন? এ বিষয়ে আলোকপাতের আগে বাংলার পুথির বিষয়টি একটু জেনে নেওয়া যেতে পারে। বাংলায় কাগজ এসে গিয়েছিল পনেরো শতকেই। কিন্তু পুথির জগতে তা সত্ত্বেও কোনও পরিবর্তন আসেনি। বাংলা পুঁথিতে ছবি থাকতই না প্রায়। ছবি থাকত শুধু পুথি বাঁধাইয়ের পাটায়। ফলে এগুলোর সৌন্দর্য নির্ভর করত পুঁথিকার বা অনুলিপিকারদের লিখনশৈলীর উপরে। এই পুথিধারার একমাত্র ব্যতিক্রম ১৭৭২-৭৫ সালে লেখা তুলসীদাসের রামায়ণের পুঁথি। এই পুথির ভিতরের পাতায় ছবি আঁকা ছিল। আর তা ছিল কাগজে লেখা। সচিত্র এই পুথি পণ্ডিতমহলে ‘মহিষাদল রামায়ণ' নামে পরিচিত।

রাধাপ্রসাদ গুপ্ত জানিয়েছেন, দেবনাগরীতে লেখা “মহিষাদল রামায়ণ' পুথির বেশির ভাগ অংশ লিখেছিলেন প্রয়াগ থেকে আনা এক ব্রাহ্মণ। দেবপ্রসাদ ঘোষ জানাচ্ছেন, প্রয়াগের এই ব্রাহ্মণের নাম দ্বিজ ইচ্ছারাম মিশ্র। তিনি সম্ভবত মহিষাদল রাজ পরিবারের কুল পুরোহিত ছিলেন। রানি জানকী দেবীর পড়ার জন্য ইচ্ছারাম কাগজে অনুলিপি করেছিলেন তুলসীদাসের 'রামচরিত মানস'এর। ৩৪২ পৃষ্ঠার পাণ্ডুলিপি। আটটি কাণ্ডে সম্পূর্ণ। গ্রন্থটি সম্পূর্ণ করতে তিন বছর লেগেছিল। পাণ্ডুলিপিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৬৯৪-১৭ শকাব্দে

" হয়। ইংরেজির ১৭৭২-৭৫ খ্রিস্টাব্দ। পুথিতে মোট ১৫২টি ছবি রয়েছে। ছবিগুলো রঙিন। পুথিটি রানি নীতিশিক্ষা পাঠের জন্য লিখিয়েছিলেন বলে মত দেবপ্রসাদ ঘোষের। পৃথিৱ অনুলেখক প্রয়াগের ছিলেন রানি। এত ব্যস্ততাতেও তৈরি লেখা হয়েছে হিন্দিতে। কিন্তু করিয়েছিলেন বেশ কিছু মন্দির। ১৭৭৮ অলংকরণগুলো স্থানীয় শিল্পীদের সালে তৈরি করেন গোপালজিউয়ের কাজ। যে কারণে পুথির পাতায় আঁকা মন্দির। ১৭৮৮ সালে রামজিউ মন্দির ছবিগুলোকে রাধাপ্রসাদ গুপ্ত 'বাঙালি তৈরি করেন রামবাগে। ১৭৯১ সালে ধরনের' বলেছেন। সেগুলো একাধিক বৃন্দাবনের জানকীরমণ মন্দির তাঁর ব্যক্তির আঁকা, মত তাঁর। দেবপ্রসাদের তৈরি। বরোদায় বৃন্দাবনচন্দ্র মন্দিরও মত, 'অলঙ্করণগুলি নিঃসন্দেহে রানির নির্মাণ। কালিকাপুরে তৈরি মেদিনীপুরের স্থানীয় শিল্পীদের করেছিলেন মুরলী মনোহর মন্দির। কাজ। ছবির আঁকার শৈলীতে পুরনো নন্দীগ্রামে ১৮০০ সালে তৈরি করেন এবং পরবর্তী পর্যায়ের বৈশিষ্ট্য নীনাথ মন্দির। রয়েছে। এ থেকে বোঝা যায়, পুঁথির অলংকরণ যুক্ত তুলসীদাসের অলংকরণে একাধিক শিল্পীকে "মহিষাদল রামায়ণ' এর প্রথম ছবিটি রয়েছে প্রথম পৃষ্ঠাতেই। আর তা আদিকাণ্ডের প্রথম স্তবকের অলংকরণ। স্তবক অনুযায়ী, বৈকুণ্ঠধামে গিয়ে নারদ দেখেন সিংহাসনে বিষ্ণুর পরিবর্তে বসে রয়েছেন রাম। সঙ্গে রয়েছেন সীতা, তিন ভাই এবং হনুমান। এটি রামের বিষ্ণুর অবতার রূপে পৃথিবীতে জন্ম নেওয়ার ইঙ্গিত। পুথির ছবিতে দেখা যাচ্ছে, রাম সিংহাসনে বসে। পিছনে সীতা। সামনে রাজকীয় পাখা হাতে একজন, ইনি লক্ষ্মণ হতে পারেন। পায়ের কাছে হনুমান। ছবিতে ভরত- লক্ষ্মণ নেই। আরেকটি ছবিতে ভগীরথের মর্ত্যে গঙ্গা আনার দৃশ্য আঁকা। ভগীরথ শিঙা বা ভেরি ও ঘন্টা বাজাতে বাজাতে রথে চলেছেন। গঙ্গা রথের চাকার অনুসারী হয়ে প্রবাহিত। রয়েছে অশোকবনে রাম-সীতার সাক্ষাৎ হওয়ার দৃশ্যটিও।

'মহিষাদল রামায়ণ' পুথিটি ১৯৪২ সালে মুর্শিদাবাদে খুঁজে পেয়েছিলেন দেবপ্রসাদ ঘোষ। তিনি লিখেছেন, 'এইটিই বাঙলায় প্রাপ্ত সম্পূর্ণরূপে চিত্রিত রামায়ণের একমাত্র পাণ্ডুলিপি। পাণ্ডুলিপিটি ছিল মুর্শিদাবাদের সাধকরাগের বৈষ্ণব আখড়ার মোহন্ত শ্রীরামদাস আউলিয়ার কাছে। দেবপ্রসাদ ঘোষের অনুরোধে তিনি সেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের 'আশুতোষ মিউজিয়াম অব ইন্ডিয়ান আঁটকৈ উপহার দেন।

রানি জানকীর বহুবিধ কাজ তাঁকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গিয়েছে। সব কিছুর সঙ্গে ‘মহিষাদল রামায়ণ' পুথি রানি জানকীকে চিরস্মরণীয় করে রাখবে। ১৮০৪ খ্রিস্টাব্দে বিদুষী রানি জানকীর মৃত্যু হয়। 


তথ্যসূত্র: 


১। ভারতীয় শিল্পধারা প্রাচ্য ভারত ও বৃহত্তর ভারত- দেবপ্রসাদ ঘোষ 

২। প্রবন্ধ সংগ্রহ- রাধাপ্রসাদ গুপ্ত 

৩। মহিষাদল রাজপরিবার হরিপদ মাইতি 

৪। মহিষাদল ইতিবৃত্ত সম্পাদনা হরপ্রসাদ সাহ ও নীলোৎপল জানা কৃতজ্ঞতা: তরুপ সিংহ মহাপাত্র


Read More

আমার সাইট টি বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এই রকমের ধারাবাহিক আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চেন্যালটি https://www.youtube.com/@librarianeduguide সাবসক্রাইব করুন।

 

কপিলামঙ্গল কাব্যের অনুরণনেসহরইবা বাঁদনা পরব

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_78.html

রাক্ষসখালি তাম্রলিপি : ভূমিদান সংক্রান্ত দলিল

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_32.html

বর্তমান সময়ে শরীরচর্চার প্রয়োজনীয়তা অনস্বীকার্য

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_46.html

মহিষাদল রামায়ণপুথির জননী এক রানি

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_23.html

বাংলা প্রবন্ধ : মুসলিম ব্রতাচার :হিন্দু-মুসলিম সংস্কৃতি সমন্বয়ের প্রেক্ষাপট

https://mbiknowledgestore.blogspot.com/2023/12/blog-post_1.html

 For Job Seeker 

WBCS-এ সাফল্য পেতে শেষ মুহূর্তের প্রস্তুতি কীভাবে নেবেন

https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/WBCS-%20%20.html



উদ্যোগ উন্নয়ন : স্বনির্ভরতা পর্ব

উপার্জনের দিশা দেখাবে মিলেট :

https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/%20melet.html

কল্যাণী বিশ্ববিদ্যালয় স্বীকৃত SIASTM-এ কৃষিবিজ্ঞান কোর্স করার পর প্রচুর চাকরির সুযোগ আছে

https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/%20%20%20%20%20%20.html



সরকারি চাকরির খবরাখবর 


নিজেকে গড়ে তুলুন পর্ব

শব্দ  :- বিপরীত শব্দগড়ে তুলুন নিজেকে :

https://mbicoachingcentre.blogspot.com/2024/02/gk.html

ভারতীয় পালনীয় দিবস : গড়ে তুলুন নিজেকে :

https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_118.html

সৌরজগৎ  : GK :গড়ে তুলুন নিজেকে    

https://mbicoachingcentre.blogspot.com/2024/02/gk_22.html

বিখ্যাত আবিষ্কার ও তার আবিষ্কারক ও উদ্ভাবক : GK:  গড়ে তুলুন নিজেকে :

https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_982.html

ইতিহাসের ৫০টি প্রশ্ন ও উত্তর ~ গড়ে তুলুন নিজেকে

https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_733.html

জাতিসংঘ UN (United Nations) : GK : গড়ে তুলুন নিজেকে :

https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_626.html

পৃথিবীর বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম : GK :গড়ে তুলুন নিজেকে

https://mbicoachingcentre.blogspot.com/2024/02/gk_59.html

বাংলার মহান কবিদের বিশেষ উপাধি :GK :  গড়ে তুলুন নিজেকে  

https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_989.html

ভারতের কৃষিজ গবেষণাগার : GK : গড়ে তুলুন নিজেকে  

https://mbicoachingcentre.blogspot.com/2024/02/%20%20%20%20GK%20%20%20%20%20%20.html

Read More February ,2024

উলের সামগ্রী তৈরির প্রশিক্ষণ

https://spotcounsellingjobstar.blogspot.com/2024/02/%20%20%20.html

অল্প পুঁজিতে মাশরুম চাষ

https://spotcounsellingjobstar.blogspot.com/2024/02/%20.html

ইলেক্ট্রো প্লেটিংয়ের ব্যবসা

https://spotcounsellingjobstar.blogspot.com/2024/02/%20%20.html

অতিসাধারণ গৃহবধূ থেকে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে কীভাবে সফল হলাম

https://chatak92.blogspot.com/2024/02/blog-post.html

 

সৌর বিদ্যুৎ, কুকার, বায়োগ্যাস ও বাতাস কলে বিদ্যুৎ তৈরি

https://chatak92.blogspot.com/2024/02/blog-post_22.html

স্বনির্ভরতার সন্ধান

গুঁড়ো মশলার ব্যবসা লাভের পথ দেখাচ্ছে

https://chatak92.blogspot.com/2024/02/blog-post_18.html

সবজি চাষ করে ব্যবসার সুযোগ

https://chatak92.blogspot.com/2024/02/blog-post_46.html

স্বনির্ভরতার সন্ধান

উপার্জনের দিশা দেখাচ্ছে মেশিনে তৈরি মাটির ভাঁড়, প্রদীপ

https://trendingstudentvoice.blogspot.com/2024/02/blog-post_22.html

পদ্ম পুরস্কার – 2024

https://trendingstudentvoice.blogspot.com/2024/02/2024_22.html

সয়াবিন বড়ির ব্যবসা

https://trendingstudentvoice.blogspot.com/2024/02/blog-post_30.html

 

পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে ব্যবসার জন্য ঋণ দেওয়া শুরু হচ্ছে কারা কীভাবে দরখাস্ত করলে ঋণ পাবেন

https://trendingstudentvoice.blogspot.com/2024/02/blog-post_89.htm

WB ICDS Online Apply Process 2024 :

https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/ICDS%20Online%20Apply%20Process%20.html

রাজ্যে নতুন গ্রুপ D নিয়োগ ২০২৪,

https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/%20%20%20%20D%20%20.html

রাজ্যে ২৩,১৭০ টাকা বেতনে শিশু সুরক্ষা দপ্তরে নতুন কর্মী নিয়োগ 2024,

https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/%20%20%20%20%20.html

২০২৩ সালের সাম্প্রতিকী প্রশ্নোত্তরে (SET-01)

https://mbicoachingcentre.blogspot.com/2024/02/set-01-set-01-icao-aviation-safety.html

ভেষজ আবির তৈরি শিখে এখনই ব্যবসা শুরু করতে পারেন

https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_43.html

হাওড়া জেলা স্বাস্থ্য দফতরে ১৬৪ নার্স, হেল্থ অ্যাসিস্ট্যান্ট

https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_90.html

দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে ৫,১১৮ শিক্ষক-শিক্ষিকা

https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_43.html

রাজ্য বাজেট – ২০২৪

https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_91.html

ব্যবসার জন্য ব্যাঙ্ক থেকে সহজেই ঋণ পাবেন

https://mbicoachingcentre.blogspot.com/2024/02/bank%20loan.html

রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভরতি

https://mbicoachingcentre.blogspot.com/2024/02/%20%20%20%20%20%20_0980787712.html


ইউ.পি.এস.সি'র সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সেরা সেরা পদে ১,০৫৬ চাকরি

https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_832.html

ফ্যাশন ব্র্যান্ড গুচিতে চাকরি

https://junglemahals.blogspot.com/2024/02/blog-post_641.html

বিখ্যাত আবিষ্কার ও তার আবিষ্কারক ও উদ্ভাবক : GK : গড়ে তুলুন নিজেকে

https://junglemahals.blogspot.com/2024/02/blog-post_22.html

জেনারেল সায়েন্স

https://junglemahals.blogspot.com/2024/02/blog-post.html

ডাকনাম, ১০০ জন খ্যাতনামা  .GK : গড়ে তুলুন নিজেকে  

https://junglemahals.blogspot.com/2024/02/%20%20%20%20%20.GK%20%20%20%20%20%20.html


job february 2024

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/job-februaey-2024.html

নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলে স্কুল শিক্ষক

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_22.html

কোস্টগার্ডে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/%20%20.html

সাউথ ইস্টার্ন কোলফিল্ডসে আরও অ্যাপ্রেন্টিসশিপ  

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/%20%20%20%20%20%20%20.html


Post a Comment

0 Comments